ETV Bharat / state

মহেশতলায় সিলিন্ডার ফেটে ভাঙল বাড়ির দেওয়াল, আহত 5 - Maheshtala Blast - MAHESHTALA BLAST

Cylinder Blast in Maheshtala: সাতসকালে সিলিন্ডার ফেটে বিপত্তি । ভেঙে পড়ল বাড়ির দেওয়াল ৷ গুরুতর আহত 5 জন ৷ ঘটনাটি ঘটেছে মহেশতলায় সরকার পাড়ায় ৷

Cylinder Blast in Maheshtala
সিলিন্ডার ফেটে ভেঙে গেল বাড়ির দেওয়াল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 1:40 PM IST

মহেশতলা, 15 জুন: মহেশতলায় সাতসকালে সিলিন্ডার বিস্ফোরণ। তীব্রতায় ভাঙল চারতলা বাড়ির একাংশ । এ ঘটনায় জখম অন্তত 5 জন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে খবর।

সিলিন্ডার ফেটে ভাঙল বাড়ির দেওয়াল (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল 7টা 15 মিনিটে আচমকা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান মহেশতলা থানার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার বাসিন্দারা । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির কাচের জানলাও ভেঙে যায় । আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে দেখেন পাশের একটি আবাসনের চার তলায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে রাস্তার উপর ।

বিস্ফোরণের ঘটনায় বহুতলের চারতলার একাংশে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর দীপিকা দত্ত এবং সিইএসসির আধিকারিকরাও । বড়সড় বিপদ এড়াতে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় অন্তত পক্ষে 5 জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে । আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর ।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে অজয় কুমার ধল নামক এক স্থানীয় বাসিন্দার বাড়িতে ৷ অনুমান করা হচ্ছে, মূলত সিলিন্ডার ফেটে ঘটে এই বিপত্তি ৷ তবে ঘটনার পিছনে কী কারণ, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

মহেশতলা, 15 জুন: মহেশতলায় সাতসকালে সিলিন্ডার বিস্ফোরণ। তীব্রতায় ভাঙল চারতলা বাড়ির একাংশ । এ ঘটনায় জখম অন্তত 5 জন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে খবর।

সিলিন্ডার ফেটে ভাঙল বাড়ির দেওয়াল (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল 7টা 15 মিনিটে আচমকা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান মহেশতলা থানার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার বাসিন্দারা । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির কাচের জানলাও ভেঙে যায় । আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে দেখেন পাশের একটি আবাসনের চার তলায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে রাস্তার উপর ।

বিস্ফোরণের ঘটনায় বহুতলের চারতলার একাংশে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর দীপিকা দত্ত এবং সিইএসসির আধিকারিকরাও । বড়সড় বিপদ এড়াতে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় অন্তত পক্ষে 5 জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে । আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর ।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে অজয় কুমার ধল নামক এক স্থানীয় বাসিন্দার বাড়িতে ৷ অনুমান করা হচ্ছে, মূলত সিলিন্ডার ফেটে ঘটে এই বিপত্তি ৷ তবে ঘটনার পিছনে কী কারণ, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.