সন্দেশখালি, 26 ফেব্রুয়ারি: সন্দেশখালিকাণ্ডে সোমবার জামিন মিলল না শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির । তাঁরই সঙ্গে এদিন জামিন নাকচ হয়ে গিয়েছে শাহজাহানের 'ডান' হাত হিসেবে পরিচিত ধৃত তৃণমূল নেতা শিবু হাজরারও । জমি সংক্রান্ত মামলায় ধৃত তৃণমূল নেতা অজিতকে সোমবার পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত । অন্যদিকে, গণধর্ষণকাণ্ডে ধৃত শাসক নেতা শিবুর ছ'দিনের পুলিশি হেফাজত হয়েছে ।
জমি সংক্রান্ত মামলায় এদিনই বেড়মজুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি অজিত মাইতিকে গ্রেফতার করে পুলিশ । তার আগে রবিবার দিনভর এই তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বেড়মজুরের বটতলা এলাকা । দফায় দফায় বিক্ষোভ হয়। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। অজিতকে দেখে গ্রামের মহিলাদের তাডা়ও করেন । রোষের মুখে পড়ে শেষে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচাতে হয় অজিতকে । প্রবল জনরোষে কার্যত দিশেহারা হয়ে পড়েন তিনি ।
সংবাদমাধ্যম এবং পুলিশের আশ্বাস সত্ত্বেও সেই বাড়ির বাইরে বেরনোর সাহসটুকু দেখাতে পারেননি এই তৃণমূল নেতা । প্রাণের ভয়ে বাড়িতেই দীর্ঘ পাঁচ ঘণ্টা ঘরবন্দি হয়ে থাকতে হয় তাঁকে । এরপর, বিক্ষোভের আঁচ একটু কমতেই সন্ধ্যায় বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে ওই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় অজিত মাইতিকে । পরে তাঁকে সরকারিভাবে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, শাহজাহান ও তাঁর দোসর শেখ সিরাজউদ্দিন ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিতের বিরুদ্ধে জমি সংক্রান্ত ভূরিভূরি অভিযোগ জমা পড়েছিল পুলিশের সহায়তা কেন্দ্রে । গায়ের জোরে জমি কেড়ে নেওয়া, অন্যের জমির নথি জাল করে তা বিক্রি করে দেওয়া, হুমকি ও মারধর-সহ একাধিক অভিযোগের সত্যতা মেলার পরই এই তৃণমূল নেতাকে গ্রেফতার করতে উদ্যোগী হয় পুলিশ ।
এদিকে, সন্দেশখালির একটি মামলায় শিবু ও উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা যুক্ত হয়েছিল। তার আগেই অবশ্য গ্রেফতার হয়েছিল দু'জন। এবার সেই সন্দেশখালি গণধর্ষণকাণ্ডে জামিন নাকচ হয়ে গেল তৃণমূল নেতা শিবু হাজরার । আদালতের নির্দেশে পুলিশের হেফাজতে যেতে হল তাঁকে ।
অন্যদিকে, আদালত থেকে জামিন পাওয়ার পরপরই অন্য একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন বিজেপি নেতা বিকাশ সিংহ । তাঁর বিরুদ্ধে সন্দেশখালির অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে । এদিন তাঁকেও তোলা হয়েছিল বসিরহাট আদালতে । ধৃত এই বিজেপি নেতাকে আবারও দু'দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক ।
আরও পড়ুন :