ETV Bharat / state

আসানসোলে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, পাচারের চেষ্টায় গ্রেফতার 5 - Tokay gecko Recovered in Asansol - TOKAY GECKO RECOVERED IN ASANSOL

Tokay Gecko Found in Asansol: থানার নাকের ডগাতে বসেই বিরল প্রজাতির তক্ষক পাচারের চেষ্টা চালাচ্ছিল 5 দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার আসানসোল দক্ষিণ থানার পুলিশ ফাঁড়ির বিপরীতে অবস্থিত বার্নপুর রোডের একটি বেসরকারি হোটেল থেকে তাদের গ্রেফতার করা করে ৷ রবিবার তাদের আসানসোল আদালতে তোলা হয় ৷

Tokay Gecko Found in Asansol
বিরল প্রজাতির তক্ষক ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 8:32 PM IST

আসানসোলে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার ৷ (--নিজস্ব প্রতিনিধি ৷)

আসানসোল, 5 মে: আসানসোলের হোটেলে বসে উত্তর 24 পরগনা থেকে নিয়ে আসা বিরল প্রজাতির তক্ষক বিক্রি করার চেষ্টা করছিল 5 পাচারকারী। পুলিশ গোপন সূত্রে হানা দিয়ে হাতেনাতে ধরে ওই পাঁচজনকে। উদ্ধার হয় বিরল প্রজাতির তক্ষকটিও। ঘটনাটি আসানসোল দক্ষিণ থানার পুলিশ লাইন এলাকার। রবিবার ধৃত 5 জনকে আসানসোল আদালতে তোলা হয় ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি বিশ্বজিৎ নস্কর জানিয়েছেন, গত তিনদিন ধরে ধৃতরা ওই হোটেলেই ছিল। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে, আসানসোল দক্ষিণ থানার পুলিশ ওই হোটেলে হানা দেয়। এরপর পাঁচজনকে আটক করে নিয়ে আসে। দীর্ঘ জেরার পর তারা স্বীকার করে একটি বিরল প্রজাতির তক্ষক তারা উত্তর 24 পরগনা থেকে নিয়ে এসেছে ৷ আর সেটি তারা এই এলাকায় বিক্রি করার উদ্দেশ্যেই এসেছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই তক্ষকটিকে উদ্ধার করে ও তাদের গ্রেফতার করে ৷

এসিপি বিশ্বজিৎ নস্কর আরও জানিয়েছেন, ধৃতদের নাম সুজিত সিনহা, মহেশ ঘাসি, মহম্মদ সালাউদ্দিন, মহম্মদ মুস্তাকিম ও সফিকুল লস্কর। অভিযুক্ত সালাউদ্দিন, মুস্তাকিম ও সফিকুল উত্তর 24 পরগনার বাসিন্দা । বাকি দু'জন আসানসোলের হিরাপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, উত্তর 24 পরগনা থেকে আসা ওই তিনজন তক্ষকটিক নিয়ে এসেছিল এবং হিরাপুর থানার এই দু'জন রিসিভার বা এজেন্ট হিসেবে কাজ করছিল।

পুলিশ জানিয়েছে ধৃতদের রবিবার আসানসোল আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরও জেরা করে মূল চক্রটিকে ধরার চেষ্টা করছে। পাশাপাশি উদ্ধার হওয়া তক্ষকটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় ওই পাঁচজনের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন:

  1. উদ্ধার 35টি বোমা, ভোটের আগে আশঙ্কিত ডোমকলবাসী
  2. সরবেড়িয়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্রের একটি শাহজাহানের ভাই আলমগীরের
  3. শাহজাহান গড়ে বিস্ফোরক-আগ্নেয়াস্ত্র উদ্ধার, নেপথ্যে এনএসজি’র অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সারমেয়

আসানসোলে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার ৷ (--নিজস্ব প্রতিনিধি ৷)

আসানসোল, 5 মে: আসানসোলের হোটেলে বসে উত্তর 24 পরগনা থেকে নিয়ে আসা বিরল প্রজাতির তক্ষক বিক্রি করার চেষ্টা করছিল 5 পাচারকারী। পুলিশ গোপন সূত্রে হানা দিয়ে হাতেনাতে ধরে ওই পাঁচজনকে। উদ্ধার হয় বিরল প্রজাতির তক্ষকটিও। ঘটনাটি আসানসোল দক্ষিণ থানার পুলিশ লাইন এলাকার। রবিবার ধৃত 5 জনকে আসানসোল আদালতে তোলা হয় ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি বিশ্বজিৎ নস্কর জানিয়েছেন, গত তিনদিন ধরে ধৃতরা ওই হোটেলেই ছিল। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে, আসানসোল দক্ষিণ থানার পুলিশ ওই হোটেলে হানা দেয়। এরপর পাঁচজনকে আটক করে নিয়ে আসে। দীর্ঘ জেরার পর তারা স্বীকার করে একটি বিরল প্রজাতির তক্ষক তারা উত্তর 24 পরগনা থেকে নিয়ে এসেছে ৷ আর সেটি তারা এই এলাকায় বিক্রি করার উদ্দেশ্যেই এসেছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই তক্ষকটিকে উদ্ধার করে ও তাদের গ্রেফতার করে ৷

এসিপি বিশ্বজিৎ নস্কর আরও জানিয়েছেন, ধৃতদের নাম সুজিত সিনহা, মহেশ ঘাসি, মহম্মদ সালাউদ্দিন, মহম্মদ মুস্তাকিম ও সফিকুল লস্কর। অভিযুক্ত সালাউদ্দিন, মুস্তাকিম ও সফিকুল উত্তর 24 পরগনার বাসিন্দা । বাকি দু'জন আসানসোলের হিরাপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, উত্তর 24 পরগনা থেকে আসা ওই তিনজন তক্ষকটিক নিয়ে এসেছিল এবং হিরাপুর থানার এই দু'জন রিসিভার বা এজেন্ট হিসেবে কাজ করছিল।

পুলিশ জানিয়েছে ধৃতদের রবিবার আসানসোল আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরও জেরা করে মূল চক্রটিকে ধরার চেষ্টা করছে। পাশাপাশি উদ্ধার হওয়া তক্ষকটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় ওই পাঁচজনের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন:

  1. উদ্ধার 35টি বোমা, ভোটের আগে আশঙ্কিত ডোমকলবাসী
  2. সরবেড়িয়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্রের একটি শাহজাহানের ভাই আলমগীরের
  3. শাহজাহান গড়ে বিস্ফোরক-আগ্নেয়াস্ত্র উদ্ধার, নেপথ্যে এনএসজি’র অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সারমেয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.