ETV Bharat / state

বঙ্গের 42 আসনে কে এগিয়ে ? কার পক্ষে মানুষের রায় ? জেনে নিন এক ঝলকে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election in WB: 44 দিন, 7 দফা, 42 কেন্দ্র ৷ দেশের সঙ্গে বঙ্গেও শেষ হল লোকসভা নির্বাচন ৷ একাধিক হেভিওয়েট প্রার্থী, সন্দেশখালি ঘটনার মতো দেশকে নাড়িয়ে দেওয়া ইস্যুতে রীতিমতো জমজমাট গণতন্ত্রের সবচেয়ে রঙিন উৎসব ৷

ইটিভি ভারত
আপনার লোকসভায় এগিয়ে কে (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 9:22 PM IST

Updated : Jun 2, 2024, 10:58 PM IST

হায়দরাবাদ, 1 জুন: 2019 এর পর থেকে বঙ্গে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ৷ গত লোকসভা নির্বাচনে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজাড় করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়েছিল ৷ ফলে বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গের পাশাপাশি বাকি আসনেও নজর দিয়েছে বিজেপি ৷ শেষ মুহূর্তে ‘একলা চলা’র নীতি নেওয়া তৃণমূল মরিয়া একাধিক দুর্নীতি, অভিযোগের হার্ডলস পেরিয়ে রাজ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে ৷ একাধিক আসনে ‘ফ্যাক্টর’ হতে পারে বাম-কংগ্রেসের আসন সমঝোতাও ৷

44 দিন ধরে, 7 দফায় রাজ্যে চলল 42 আসনের ভোটগ্রহণ ৷ বাংলায় 30টি আসন দখলের টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বারবার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর ডেপুটি ৷ রাজ্যের প্রতিটি প্রান্ত চষে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জনতার দরবারে মার্কশিট পেতে অপেক্ষা 4 জুনের ৷ তার আগে ইটিভি ভারতের সঙ্গে দেখে নেওয়া যাক কোন আসনে কে এগিয়ে ? আর কোথায় লড়াই একেবারে হাড্ডাহাড্ডি ?

1. কোচবিহার (Cooch Behar)

ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত কোচবিহার বারবারই খবরের শিরোনামে ৷ শীতলকুচির ঘটনা দেশীয় মানচিত্রে ঐতিহাসিক স্থান মাহাত্ম্য আরও বাড়িয়েছে ৷ উত্তরবঙ্গের অন্য়তম হেভিওয়েট কেন্দ্রে লড়াই ছিল দ্বিমুখী ৷ পদ্মপ্রার্থী নিশীথ প্রামাণিকের প্রতিপক্ষ তৃণমূলের জগদীশ বর্মা বাসুনিয়া ৷

2021 সালের নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্রে আড়াই লক্ষ ভোটে জিতেছিলেন জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া ৷ অন্যদিকে, কোচবিহার থেকে জেতা নিশীথ প্রামাণিক শুধু সাংসদই নন, অমিত শাহের ডেপুটিও বটে ৷ জগদীশ বাসুনিয়া প্রার্থী হলেও তাঁর পিছনে বকলমে রয়েছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2021-এর বিধানসভা নির্বাচনে উদয়নকে 57 ভোটে হারানো নিশীথ, সংসদ ছেড়ে বিধানসভায় ফেরেননি ৷ উপনির্বাচনে দেড় লক্ষাধিক ভোটে জেতেন উদয়ন ৷ নিশীথের নিজের বুথে হেরে যান বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ৷ ফলে কোচবিহার বিজেপির ক্ষেত্রে কার্যত প্রেস্টিজ ফাইট।লড়াই এখানে সেয়ানে সেয়ানে ৷

2. আলিপুরদুয়ার (Alipurduars)

Alipurduar
আলিপুরদুয়ারে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

বাম থেকে রাম, ভায়া তৃণমূল ৷ এককালের বামদুর্গে এখন পদ্মের আধিপত্য ৷ সেখানে আবার ঘাসফুল ফোটানোর মরিয়া চেষ্টা করছে তৃণমূল ৷ কালজানি নদী তীরবর্তী শহরে লড়াইয়ে নেমেছিলেন বিজেপির মনোজ টিগ্গা ও তৃণমূলের প্রকাশ চিক বরাইক ৷ মাদারিহাট-বীরপাড়ার বিজেপি বিধায়ক মনোজ বিধানসভায় বিজেপির চিফ হুইপ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2004 ও 2009 সালে আলিপুরদুয়ার লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মনোজ ৷ অন্যদিকে প্রকাশ 2021 সাল থেকে আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সভাপতি ৷ আলিপুরদুয়ারের লড়াই মূলত দু’দলের সংগঠনের এবং চা-বাগানের ভোটের ৷

3. জলপাইগুড়ি (Jalpaiguri)

Jalpaiguri
জলপাইগুড়িতে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

একপাশে রয়েছে বাংলাদেশ, আরেক পাশে ভুটান সীমান্ত । চা-বাগান, নদী, পাহাড় আর জঙ্গলবেষ্টিত জেলা একসময় ছিল লাল-দুর্গ ৷ 2011 সাল থেকে ক্রমশ তৃণমূলের দখলে আসতে শুরু করে ৷ 2014 সালে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে জয়ী হয় তৃণমূল ৷ 2019 সালে তা চলে যায় বিজেপির দখলে ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

এবার বিজেপি, তৃণমূলের পাশাপাশি আলোচনায় রয়েছে সিপিএমও ৷ বিদায়ী সাংসদ ড. জয়ন্তকুমার রায়কেই ফের প্রার্থী করেছে বিজেপি ৷ তৃণমূল টিকিট দিয়েছে নির্মলচন্দ্র রায়কে, বামেদের প্রার্থী দেবরাজ বর্মণ ৷ বিজেপি ‘চালকের আসনে’ থাকলেও, নদীমাতৃক লোকসভা আসনে লড়াই এবার ত্রিমুখী ৷

4. দার্জিলিং (Darjeeling)

Darjeeling
দার্জিলিঙে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

পাহাড়, ঘন জঙ্গল ও সমতল, শৈলরানি আদপে তিন সৌন্দর্যের সমাহার ৷ টানা তিনটি লোকসভা ভোটে দার্জিলিঙের কুর্সি গিয়েছে বিজেপির দখলে ৷ যশবন্ত সিং, এসএস আলুওয়ালিয়ার হাত ধরে রাজু বিস্তার হাতে ব্যাটনই শুধু আসেনি, ক্রমশ শক্ত হয়েছে পদ্মের ‘শিকড়’ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

এবারও বিদায়ী সাংসদ রাজু বিস্তাতেই ভরসা রেখেছে বিজেপি ৷ অন্যদিকে পাহাড়ের সমীকরণ বদলাতে মরিয়া তৃণমূল কংগ্রেসও ৷ রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামাকে অনিত থাপার বিজিপিএমের সঙ্গে জোটে প্রার্থী করেছে শাসকদল ৷ বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী ডাঃ মুনীশ তামাং ৷ ‘নিশ্চিত’ আসনে বিস্তার কিঞ্চিত ভ্রুকুটি বাড়িয়েছে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ‘নির্দল’ হয়ে ভোটে লড়া ৷ তবে অনেকের মতে বিস্তার দিকেই পাল্লা ভারী ৷

5. রায়গঞ্জ (Raiganj)

এত বড় রঙ্গ... বিজেপি, তৃণমূল ও কংগ্রেস, রায়গঞ্জের তিন প্রার্থীই ‘দলবদলু’ ৷ বিজেপির টিকিটে বিধানসভায় যাওয়া কৃষ্ণ কল্যাণী এখন তৃণমূলের ‘বাঁশিওয়ালা’, জোড়াফুল থেকে পদ্মে ঝাঁপিয়েছেন কার্তিক চন্দ্র পাল ৷ অন্যদিকে একদা ফরওয়ার্ড ব্লকের দাপুটে নেতা আলি ইমরান রমজ ওরফে ভিক্টর এবার কংগ্রেস প্রার্থী ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

নারী ও শিশুকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর আসনে এবার ব্যাকফুটে বিজেপি ৷ ধারেভারে এগিয়ে রয়েছেন রায়গঞ্জের ‘বিজেপি’ বিধায়ক ৷ যদিও গোয়ালপোখার-সহ একাধিক অঞ্চলে ভোট কাটতে পারেন ভিক্টর ৷ ফলে একদা প্রিয়রঞ্জনের গড়ে শেষ পর্যন্ত মূল ফ্যাক্টর হতে চলেছে কংগ্রেস ৷ অন্তত তেমনটাই বলছে জেলার রাজনৈতিক মহল ৷

6. বালুরঘাট (Balurghat)

এক সময়ের লাল-গড় বালুরঘাটে এখন উড়ছে গেরুয়া নিশান ৷ এবারও এই আসনে বিজেপি প্রার্থী, অধুনা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তৃণমূল প্রার্থী করেছে রাজ্য মন্ত্রিসভার সদস্য বিপ্লব মিত্রকে ৷ ফলে বালুরঘাটে কার্যত সেয়ানে সেয়ানে কোলাকুলি ৷ দু’দফায় জেলা সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

ফলে তৃণমূল এই আসন জিততে কতটা মরিয়া, তা স্পষ্ট ৷ এই আসন জিতলে সেটাই হবে তৃণমূলের ছাব্বিশের বিধানসভা ভোটের ইউএসপি ৷ ফলে আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলায় জমজমাট কুর্সি দখলের লড়াই ৷

7. মালদা উত্তর (Malda Uttar)

বিহার-ঝাড়খণ্ড সীমান্ত ঘেঁষা লোকসভা কেন্দ্র ৷ বিধানসভার নিরিখে তৃণমূল 4-3 ‘গোলে’ এগিয়ে থাকলেও গত লোকসভায় কংগ্রেস গড়ে পদ্ম ফুটিয়েছিলেন খগেন মুর্মু ৷ এবারও তিনিই গেরুয়াশিবিরের ভরসা ৷ লড়াইয়ে রয়েছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মালদা উত্তরে বিজেপি বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় ৷

8. মালদা দক্ষিণ (Malda Dakshin)

ডিলিমিটেশনের পর 2009 সালে এই কেন্দ্র তৈরি হয় ৷ সেই সময় থেকে পরপর তিনবার এই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী ৷ এবার তাঁর বদলে প্রার্থী হয়েছেন ছেলে ঈশা খান চৌধুরী ৷ চোরাকারবারি এবং দুষ্কৃতীদের ‘গোল্ডেন করিডরে’ এবার ত্রিমুখী লড়াই ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী এই আসনে খানিক সুবিধাজনক জায়গায় আছেন বলেই মনে করা হচ্ছে ৷ তবে, ঈশা খানও যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বী ৷

9. জঙ্গিপুর (Jangipur)

সাড়ে তিন দশকের বামদুর্গে ফাটল ধরিয়ে 2004 ও 2009, টানা দু'বার জঙ্গিপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ একদা বাম ও কংগ্রেসের ভাগাভাগি করে নেওয়া আসনে ঘাসফুল ফোটে 2019 সালে ৷ তৃণমূলের টিকিটে সাংসদ হন খলিলুর রহমান ৷ এবারও তাঁকেই প্রার্থী করেছে জোড়াফুল শিবির ৷ উলটোদিকে রয়েছেন বিজেপি নেতা ধনঞ্জয় ঘোষ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

ফলে জঙ্গিপুরে এবার লড়াই মূলত টিএমসি বনাম বিজেপি ৷ কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবদুস সাত্তারের নাতি মর্তুজা হোসেন ওরফে বকুল ৷ সংখ্যালঘু ভোটের পাশাপাশি ভোট কাটাকুটির অঙ্কে তিনি ‘ফ্যাক্টর’ হতে পারেন ৷

10. মুর্শিদাবাদ (Murshidabad)

নবাবের দরবার থেকে কে সংসদের চৌকাঠ ডিঙোবে ? সিপিএমের ভরসা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । প্রাক্তন সাংসদ আবু তাহের খানের ‘অভিজ্ঞতা’কে হাতিয়ার করেছে রাজ্যের শাসকদল ৷ মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও জয় পেতে মরিয়া ৷ একমাত্র মুর্শিদাবাদ ছাড়া বাকি ছ’টি বিধানসভাই তৃণমূলের দখলে ৷ ফলে অধীর ‘গড়ে’ অ্যাডভান্টেজ ‘মমতা অ্যান্ড কোং’ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

তবে, এই একটি আসন সম্বন্ধে বামেরা আশাবাদী ৷ অধীর-সেলিমের যুগলবন্দিতে ভর করে মুর্শিদাবাদের বৈতরণী পার করতে আশাবাদী সিপিআইএম ৷

11. বহরমপুর (Baharampur)

কংগ্রেসের 'বেতাজ বাদশা' অধীর রঞ্জন চৌধুরী ৷ বহরমপুরে এতদিন অন্য প্রতীকে দাঁড়ানো কার্যত নিয়মরক্ষা বলেই ভাবা হত ৷ সেই ধারণাটা খানিক বদলেছে 2024 সালে ৷ তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন ইউসুফ পাঠান ৷ রাজনৈতিক কেরিয়ারে প্রথমবার সংখ্যালঘু প্রার্থীর মুখোমুখি কংগ্রেসের লোকসভার দলনেতা ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

অপরদিকে বিজেপিও এলাকার প্রতিষ্ঠিত চিকিৎসক নির্মলকুমার সাহাকে দাঁড় করিয়ে, অধীরকে চ্যালেঞ্জ ছুঁড়েছে ৷ অধীর ম্যাজিক কি তবে একটু ফিকে ? এলাকার বেশিরভাগ মানুষ বলছেন, লড়াইটা কঠিন ঠিকই, তবে অধীর অধীরের জায়গাতেই ৷

12. কৃষ্ণনগর (Krishnanagar)

‘ক্যাশ ফর কোয়েরি’ কেস ৷ লোকসভা ভোটের প্রাক্কালে দেশের অন্যতম আলোচিত বিষয় ৷ যদিও তা তৃণমূল স্তরের ভোটারদের কতটা প্রভাবিত করেছে, তা ভাববার বিষয় ৷ কিন্তু তার ফলে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়াকে প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিজেপি ৷ ফলে তা রাজ্যের অন্যতম জৌলুশপূর্ণ সাংসদের কপালে ভাঁজ বাড়াতেই পারে ৷ অন্যদিকে কৃষ্ণনগরে ক্রমশ প্রকট হয়েছে তৃণমূলের অর্ন্তদন্দ্ব ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

ফলে একদা বাম গড়ে এসএম সাদি কতটা ভোট কাটেন, তার উপর জয়-পরাজয় অনেকটাই নির্ভর করছে ৷ সেই অঙ্কের দিকে তাকিয়ে কৃষ্ণনগর রাজবাড়ির বধূ, পেশায় ফ্যাশন ডিজাইনার অমৃতা রায়ও ৷

13. রানাঘাট (Ranaghat)

2019 সালে রানাঘাটে পদ্ম-ফোটান বিজেপির জগন্নাথ সরকার ৷ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েকদিন আগে ফুল বদলেছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক ৷ তৃণমূলে গিয়েই লোকসভার টিকিট পেয়েছেন ডাক্তারবাবু এবং জগন্নাথ সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী ৷ 2019 সালে প্রায় 2 লক্ষ 34 হাজার ভোটে জেতা জগন্নাথ সরকার রাজনীতিতে পোড়খাওয়া ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

যদিও গত লোকসভায় রানাঘাট আসনে প্রথমে মুকুটমণির নামই ঘোষণা করেছিল বিজেপি ৷ সেসময় বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত মুকুটমণি ইস্তফা দিলেও তাঁর নমিনেশন বাতিল করে দেয় নির্বাচন কমিশন ৷ বদলে প্রার্থী হন জগন্নাথ ৷ ফলে রানাঘাটে লড়াই এবার অনেকটা দ্বিমুখী ৷ মুকুটমণি মতুয়া সম্প্রদায়ের মধ্যেও যথেষ্ট প্রভাবশালী ৷ ফলে রানাঘাটেও লড়াই সেয়ানে সেয়ানে ৷

14. বর্ধমান পূর্ব (Bardhaman Purba)

বর্ধমান পূর্বের কুর্সি তৃতীয়বারের জন্য ধরে রাখাই চ্যালেঞ্জ তৃণমূলের ৷ জেলায় এবার দ্বিমুখী লড়াই হলেও বাম ভোট বড় ফ্যাক্টর । রাজ্যের শস্য ভাণ্ডার বলা হয় এই জেলাকে । সুনীল মণ্ডলের জেতা আসনে এবার ড. শর্মিলা সরকারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস । বিজেপি প্রার্থী করেছে কবিয়াল বিধায়ক অসীম সরকারকে । সিপিএমের প্রার্থী নীরব খাঁ ।

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2021 সালের বিধানসভা নির্বাচনে অবশ্য তৃণমূল কংগ্রেস সব আসনেই জিতে যায় । কিন্তু কোনও কোনও বিধানসভায় 2019 লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায় । রাজনৈতিক মহল বলছে, মূল লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির । তবে সিপিএমের ভোট বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে ।

15. বর্ধমান–দুর্গাপুর (Bardhaman–Durgapur)

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি ৷ একদা লাল দুর্গে এখন পদ্মফুলের রমরমা ৷ সেখানেই এবার দিলীপকে এগিয়ে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে ৷ 1983 সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের ব্যাটে বিজেপি মাঠের বাইরে যায় কি না, সেটাই এখন দেখার ৷ অভিজ্ঞ নেতা সুকৃতি ঘোষালকে প্রার্থী করেছে সিপিআইএম ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

এখানে প্রার্থীর ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ কৃষক ও শ্রমিক - দুই শ্রেণির ভোটার ৷ বামেদের শ্রমিক সংগঠনের সৌজন্যে সেই ভোট সুকৃতির ঝুলিতে গেলে তিনিই হয়ে উঠবেন জয়-পরাজয়ের ফ্যাক্টর ৷

16. আসানসোল (Asansol)

নির্বিঘ্নেই শেষ হয়েছে আসানসোল লোকসভা নির্বাচন । গত কয়েক দশকে আসানসোলে এমন শান্ত নির্বাচন দেখেছেন কি না, কেউ মনে করতে পারছেন না । এককালে ছিল বামদুর্গ ৷ সেই দুর্গের পতন হয় বিজেপির হাত ধরে ৷ 2019 সালেও বিজেপি এই আসন ধরে রেখেছিল ৷ কিন্তু 2022 সালে উপ-নির্বাচনে তৃণমূলের কাছে হারতে হয় বিজেপিকে ৷ অতীতেও এই কেন্দ্রটি বারবার ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় কেন্দ্র হয়ে উঠেছে বিভিন্ন কারণে । তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়ের পরপর দু’বার জয় । তাঁর দলত্যাগ । মুনমুন সেনের মতো তারকা প্রার্থীর পরাজয় এবং শেষমেষ মুম্বইয়ের সুপারস্টার শত্রুঘ্ন সিনহার আগমন এবং বিজেপির হাতছাড়া আসানসোল ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

এবারও আসানসোলে বিরোধীদের ‘খামোশ’ করতে শত্রুঘ্ন সিনহাতেই ভরসা রেখেছে শাসকদল ৷ অন্যদিকে বিজেপি প্রথমে পবন সিংয়ের নাম ঘোষণা করলেও তিনি নাম তুলে নেন ৷ দীর্ঘ টালবাহানার পর দলের দু’বারের সাংসদ এসএস আলুওয়ালিয়াকে টিকিট দিয়েছে পদ্মশিবির ৷ যদিও দলীয় টানাপোড়েনে কার্যত ব্যাকফুটে বর্ষীয়াণ নেতা ৷ ফলে অনেকেই বলছেন, এখানে অ্যাডভান্টেজ শত্রুঘ্ন ৷

17. বোলপুর (Bolpur)

অনুব্রতহীন রাঙামাটির দেশে এখন মন ভোলাচ্ছে নানা রঙের রাজনীতি ৷ ! দীর্ঘ 43 বছর এই কেন্দ্রে বাম শাসন ছিল ৷ তারপর আসে তৃণমূল ৷ দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অসিত কুমার মাল ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী পিয়া সাহা 2015 সালে সাঁইথিয়া পৌরসভায় জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন ৷ এবার তিনিই বোলপুর লোকসভার প্রার্থী ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

আবার দলের দীর্ঘদিনের সঙ্গী নানুরের বাসিন্দা শ্যামলী প্রধানকে প্রার্থী করেছে সিপিআইএম ৷ 2016 সালে তৃণমূলের ভরাবাজারে নানুর বিধানসভা থেকে তৃণমূলকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন তিনি ৷ ফলে বোলপুর লোকসভায় এবার কার্যত ত্রিমুখী লড়াই ৷ তবে এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে, তৃণমূল হয়তো এবারেও শেষ বাজি মারবে ৷

18. বীরভূম (Birbhum)

একদা বামদুর্গ হিসাবে পরিচিত ছিল বীরভূম লোকসভা কেন্দ্র । 2009 সালে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বাম-গড় দখল করেন অভিনেত্রী শতাব্দী রায় । তারপর 2014 ও 2019 সালেও এই কেন্দ্রে ঘাসফুলই ফোটে ৷ এবারও তৃণমূলের টিকিটে প্রার্থী তিনবারের জয়ী সাংসদ শতাব্দী রায় ।

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

অন্যদিকে দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হওয়ার আঁচ আগেই পেয়েছিল বিজেপি ৷ ফলে ‘স্টপগ্যাপ’ হিসেবে হিন্দু সংহতি মঞ্চের দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করে তারা। অন্যদিকে, বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী মিলটন রসিদ । শতাব্দীর ক্যারিশমায় খানিক পিছিয়ে থাকলেও লড়াইয়ের ময়দানে জমি ছাড়েনি বিরোধীরা ৷

19. বনগাঁ (Bongaon)

বনগাঁ বরাবরই অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ । একদা সেখানে লালের আধিক্য থাকলেও আজ সে সব অতীত । বনগাঁয় এবার বিজেপি বনাম প্রাক্তন বিজেপি ৷ ডিলিমিটেশনের পর বনগাঁ আসন থেকে প্রথম অ-তৃণমূল সাংসদ হন শান্তনু ঠাকুর ৷ অন্যদিকে 2021-এর বিধানসভা নির্বাচনে বাগদা থেকে জয়ী হওয়া বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে তৃণমূল ৷ নাগরিকত্ব চালেই মতুয়াদের মন জিতে ফের বনগাঁর কুর্সিতে বসতে চান শান্তনু ঠাকুর, ওপরদিকে লক্ষ্মীর ভাণ্ডারেই আস্থা রাখছেন বিশ্বজিৎ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

20. ব্যারাকপুর (Barrackpore)

পার্থ ভৌমিক, বরাবরের তৃণমূল । প্রতিপক্ষ অর্জুন সিং আবার গতকালের তৃণমূল, আজকের বিজেপি । ভোটযুদ্ধের আবহে পার্থ-অর্জুনের এই নির্বাচনী লড়াই মনে করিয়ে দেয় 'মহাভারতের' যুদ্ধের কথা । একদা সিপিএমের ‘গড়’ বলে পরিচিত ব্যারাকপুরে জোড়াফুল ফুটিয়েছিলেন দীনেশ ত্রিবেদী ৷ প্রবীণ রাজনীতিবিদের পরপর দু’বার সাংসদ হওয়ার পিছনে মালির ভূমিকা পালন করেছেন অর্জুনই ৷ বর্তমানের দু’জনেই বিজেপি’র ছত্রছায়ায় ৷ অর্জুন সাংসদ হয়ে ‘ক্যামাক স্ট্রিটে’ ফিরলেও ফের প্রত্যাবর্তন হয়েছে গেরুয়া শিবিরে, প্রার্থীও হয়েছেন ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র । ব‍্যারাকপুর, আমডাঙা, জগদ্দল, নৈহাটি, বীজপুর, ভাটপাড়া এবং নোয়াপাড়া । তারমধ্যে ভাটপাড়ায় অর্জুন-পুত্র পবন ছাড়া 2021-এর বিধানসভা নির্বাচনে বাকি আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে ৷ জগদ্দলের সোমনাথ শ্যাম, নোয়াপাড়ার মঞ্জু বসু, আমডাঙার রফিকুর রহমান কিংবা ব্যারাকপুরের রাজ চক্রবর্তী ৷ প্রত্যেকেই প্রকাশ্যে অর্জুন-বিরোধী ৷ ফলে ‘নিজের ঘরে’ ফের পদ্ম ফোটাতে অর্জুনের সামনে বিস্তর হার্ডলস ৷

21. হাওড়া (Howrah)

লোকসভা নির্বাচনে জোর লড়াই হাওড়ায় ৷ মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ময়দানে এবারে বিজেপির রথীন চক্রবর্তী ৷ এক সময় যিনি ছিলেন হাওড়ার মেয়র ও তৃণমূল কংগ্রেসের নেতা ৷ এই কেন্দ্রে নির্বাচনী প্রচারে এগিয়ে থাকার দাবি বামেরা করলেও, ভোটের পরিসংখ্যান অনুযায়ী এখনও অনেকটাই পিছিয়ে তারা ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2021 বিধানসভা নির্বাচনে সব ক'টি আসনেই তৃণমূল নিজেদের আধিপত্য কায়েম রাখতে পেরেছিল ৷ যদিও ক্রমশ বদলেছে সেই ছবিটা ৷ ফলে ‘প্রাচ্যের শেফিল্ড’ চিন্তা বাড়াচ্ছে রাজ্যের শাসকদলের ৷

22. উলুবেড়িয়া (Uluberia)

একদিকে দু’বারের তৃণমূল সাংসদ সাজদা আহমেদ ৷ তাঁর স্বামী সুলতান আহমেদ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আর তাঁর প্রধান প্রতিপক্ষ ভূমিপূত্র বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী ৷ 2017 সালে সুলতানের মৃত্যুর পর, 2018 উপনির্বাচনে সাজদা আহমেদকে উলুবেড়িয়া কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন মমতা ৷ স্বামীর ছেড়ে যাওয়া আসনে জিতে লোকসভায় যান সাজদা ৷ 2019 সালে তাঁকে ফের প্রার্থী করেন মমতা ৷ সেবারেও নিরাশ করেননি তিনি ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন তিনি ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

যদিও এবার কোনও প্রার্থী বহিরাগত নন ৷ সরাসরি উলুবেড়িয়ার মাটিতে রাজনীতি করে বেড়ে উঠেছেন অরুণ উদয় ৷ সাঁকরাইল ও আমতায় অরুণ উদয়ের হয়ে মোদি-শাহ সভাও করেছেন ৷ তৃণমূলের 30 শতাংশ সংখ্যালঘু ভোট হাতিয়ার হলে, অরুণ উদয়ের নজরে বাকি 70 শতাংশ হিন্দু ভোট ৷ যার মধ্যে 50 শতাংশ ভোট নিজের দিকে আনতে পারলে, তৃণমূলকে ধরাশায়ী করতে পারেন তিনি ৷

23. শ্রীরামপুর (Srirampore)

তৃণমূলের শক্ত ঘাঁটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ৷ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত তিনবারের সাংসদ এই কেন্দ্রে ৷ এবারেও শ্রীরামপুর লোকসভায় প্রার্থী হিসেবে বেশ শক্তিশালী কল্যাণ ৷ আর তাঁর বিপক্ষে বিজেপির প্রার্থী হয়েছেন কবীর শঙ্কর বোস ৷ যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাইও বটে ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর শ্রীরামপুরের ঘরের মেয়ের তকমা নিয়ে প্রচারে নেমেছিলেন ৷ যদিও রাজনৈতিক মহলের অভিমত, শ্রীরামপুরে দীপ্সিতা তৃণমূলের ভোট কাটতে পারলে কবীর শঙ্করের ভাগ্যেও শিঁকে ছিড়তে পারে ৷

24. হুগলি (Hooghly)

2019 সালে এই কেন্দ্র থেকেই জিতেছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্য়ায় ৷ এবারও ওই আসনে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি ৷ অন্যদিকে, কয়েকদিন আগে ‘দিদি নম্বর ওয়ান’ রিয়েলিটি শো’তে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ তারপরেই অভিনয় জগতে একদা সতীর্থকে চ্যালেঞ্জ করেই রাজনৈতিক ইনিংস শুরু করেছেন রচনা ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2019 সালে 70 হাজারেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের রত্না দে নাগ’কে হারিয়ে প্রথমবার সাংসদ হন লকেট ৷ তিনি হুগলির উন্নয়নে 17 কোটি খরচের দাবি করলেও, দেখা মেলে না বলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা ৷ যদিও রাজনৈতিক মহল বলছে, লকেট হারলে তা যথেষ্ট আশ্চর্যের ৷

25. আরামবাগ (Arambagh)

বাম দুর্গ হিসেবে পরিচিত আরামবাগ লোকসভা 2014 সালের পর থেকে তৃণমূলের দখলে ৷ তবে গত বিধানসভায় এই এলাকায় ভালো ফল করেছে বিজেপি ৷ ত্রিমুখী লড়াইয়ে এবার জেতার ব্যাপারে 100 শতাংশ আত্মবিশ্বাসী তিন দলই ৷ এ বার লোকসভা নির্বাচনে তিনটিই একেবারে নতুন মুখ । এখানে তৃণমূলের হয়ে লড়ছেন মিতালি বাগ । বিজেপির প্রার্থী অরূপকান্তি দিগার । আর সিপিআইএম-এর সৈনিক বিপ্লব মৈত্র ।

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

বিনা যুদ্ধে কেউ কারওকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার মাত্র 1142টি ভোটের ব্যবধানে জয়ী হন । এবার তাঁকে টিকিট দেয়নি দল ৷ ফলে ব্যালটে কে বাজিমাত করবেন, তা নিয়ে দোলাচলে রাজনৈতিক বিশেষজ্ঞরাও ৷

26. তমলুক (Tamluk)

বিজেপির টিকিটে লড়ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে দুই তরুণ, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ও সিপিআই(এমে)র সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ লড়াইটা আবার 'অধিকারী পরিবার' বনাম মমতা বন্দ্যোপাধ্যায়েরও ৷ ফলে লড়াইটা উন্নয়ন বা মানুষের সমস্যার থেকেও বেশি 'অস্তিত্বরক্ষার' ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

গত বিধানসভা ভোটে তমলুক কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ময়না, হলদিয়া এবং নন্দীগ্রামের দখল নেয় বিজেপি ৷ বাকি চারটি - তমলুক, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার, মহিষাদলে জয়ী হন তৃণমূল প্রার্থীরা ৷ সব বিধানসভাগুলির মোট ভোট মিলিয়ে তৃণমূল মাত্র 21টি ভোটে বিজেপির থেকে এগিয়ে ছিল ৷ ফলে তাম্রলিপ্তে খানিকটা হলেও ‘অ্যাডভান্টেজ’ অভিজিৎ ৷

27. কাঁথি (Kanthi)

পূর্ব মেদিনীপুরকে বাংলার রাজনীতিতে 'অধিকারী গড়' বলা হয় ৷ তা গত বিধানসভায় বিজেপির টিকিটে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচনে আরও একবার 'অস্তিত্বরক্ষার' লড়াই ৷ যেখানে বিজেপির প্রার্থী বিরোধী দলনেতার ছোট ভাই সৌমেন্দু অধিকারী ৷ বিদায়ী সাংসদ তথা বাবা শিশির অধিকারীর জায়গায় লড়াই করছেন তিনি ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2019 লোকসভায় এই কাঁথি ছিল তৃণমূল কংগ্রেসের ৷ তাই রাজ্যের শাসকদলের লক্ষ্য জেতা আসনে 'অস্তিত্বরক্ষা' করা ৷ যে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের উপর ৷

28. ঘাটাল (Ghatal)

ঘাটালে হিরন্ময় চট্টোপাধ্যায়ের (হিরণ) নাম ঘোষণা করেছিল বিজেপি ৷ অন্যদিকে তৃণমূলের টিকিটে যে ফের দেবই দাঁড়াচ্ছেন, তা স্পষ্টই ছিল ৷ আনুষ্ঠানিক ঘোষণার পর লড়াইয়ে মুখোমুখি পর্দার দুই প্রাক্তন সতীর্থ ৷ হিরণের অভিনয় দক্ষতা নিয়ে অনেকই সমালোচনায় মাতেন, ইন্ডাস্ট্রিতে নায়ককে ‘হিরো হিরণ’ বলেও সম্বোধন করেন অনেকে ৷ নায়কের ফিল্মোগ্রাফি দাগ না-কাটলেও রাজনৈতিক কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল ৷ ফুল বদলে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

অন্যদিকে, দেব ঘাটালের দু’বারের সাংসদ ৷ ফিল্মোগ্রাফি, রাজনৈতিক কেরিয়ার দু'য়েই হিরণের চেয়ে এগিয়ে থাকলেও ঘাটালে কঠিন লড়াই হয়েছে, এমনটাই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

29. ঝাড়গ্রাম (Jhargram)

একটা সময়ে লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল জঙ্গলমহল ঝাড়গ্রাম । 2009 সালের লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী পুলিনবিহারী বাস্কে বিপুল ভোটে জয়লাভ করেন । তবে 2011 সালের বিধানসভা ভোটে সেখানে ফোটে ঘাসফুল ৷ এরপর 2014 সালের লোকসভা নির্বাচনে ইতিহাস গড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উমা সরেন সিপিআইএম প্রার্থী পুলিনবিহারী বাস্কেকে প্রায় সাড়ে তিন লাখ ভোটের ব্যবধানে হারান ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

তবে 2019 সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামের উপর দিয়ে বয়ে যায় মোদি-ঝড় । মাত্র 11 হাজার ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা সরেন টুডুকে পরাজিত করেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম । ঝাড়গ্রাম লোকসভায় মূলত লড়াই তৃণমূল, বিজেপি ও সিপিআইএম-এর মধ্যে ৷ তবে এবারের নির্বাচনে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কুড়মি ভোট ।

30. মেদিনীপুর (Medinipur)

এককালের লাল-গড় মেদিনীপুরের কুর্সি দখলে এবার মূল লড়াই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ সম্মুখসমরে রাজ্যের শাসক দল ও প্রধান বিরোধী দলের দুই মহিলা বিধায়ক ৷ গতবারের জয়ী দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন বর্ধমান-দুর্গাপুরে ৷ তাঁর বদলে এখানে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক অগ্নিমিত্রা পলকে ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে জুন মালিয়াকে ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

মেদিনীপুর লোকসভার অধীনে যে সাতটি বিধানসভা রয়েছে, সেগুলি হল - মেদিনীপুর, সংখ্যালঘু অধ্যুষিত খড়গপুর গ্রামীণ, অবাঙালি অধ্যুষিত খড়গপুর সদর, কেশিয়াড়ি, দাঁতন, নারায়ণগড় ও পূর্ব মেদিনীপুরের এগরা । 2021 সালে এই সাত বিধানসভার মধ্যে শুধুমাত্র খড়গপুর সদরেই জিততে পেরেছে বিজেপি ৷

31. পুরুলিয়া (Purulia)

ফরওয়ার্ড ব্লকের শক্ত জমিতে 2014 সালে ঘাসফুল ফুটিয়েছিলেন মৃগাঙ্ক মাহাতো ৷ 2019 সালে তৃণমূলের সেই মৃগাঙ্ক মাহাতোকে হারিয়েই পুরুলিয়ার সাংসদ হন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ৷ এবারও দল তাঁকেই টিকিট দিয়েছে । 2024 সালে তিনি কি জয় ধরে রাখতে পারবেন ?

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

পুরুলিয়া জেলায় এবার লড়াইটা চতুর্মুখী । বিজেপির জ্যোতির্ময় ছাড়াও জোড়াফুলের প্রার্থী হিসেবে রয়েছেন শান্তিরাম মাহাতো । বাম-কংগ্রেস জোট প্রার্থী হয়েছেন পোড় খাওয়া কংগ্রেস নেতা নেপাল মাহাতো । তার সঙ্গে আবার আদিবাসী কুড়মি সমাজের প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতো । এছাড়াও ফরওয়ার্ড ব্লকও আলাদাভাবে প্রার্থী দিয়েছে পুরুলিয়ায় ৷ গেরুয়া শিবিরের রক্তচাপ বাড়ানোর পক্ষে যা যথেষ্ট ৷

32. বাঁকুড়া (Bankura)

Bankura
বাঁকুড়ায় লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

বাঁকুড়ায় ঘাসফুলের হয়ে লড়ছেন তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী ৷ অন্যদিকে বিদায়ী সাংসদ সুভাষ সরকার এখন দেশের শিক্ষা প্রতিমন্ত্রীও ৷ যদিও সংসদীয় এলাকায় যথেষ্ঠ ‘সুনাম’ রয়েছে তাঁর ৷ দলের কর্মীরাই ঘরে তালাবন্ধ করেও রেখেছিল ৷ ফলে বাঁকুড়ায় বিজেপির ফেরার রাস্তা কণ্টকাদীর্ন ৷ এহেন পরিস্থিতিতে, পাল্লা যে কিছুটা তৃণমূলের দিকে ঝুঁকে, সেটা বলাই বাহূল্য ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

33. বিষ্ণুপুর (Bishnupur)

Bishnupur
বিষ্ণুপুরে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

‘গৃহদাহ’ আগেই ঘটে গিয়েছে, ঘর ভেঙে পথ আলাদা হয়েছে সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের ৷ একদা স্বামীর হয়ে প্রচারে নামা সেই সৌমিত্রর প্রাক্তন ঘরণীকেই প্রার্থী করেছে তৃণমূল ৷ বিচ্ছেদের পর থেকেই একে অপরের বিরুদ্ধে তরবারি শানিয়েছেন দু’জনে ৷ ফলে বিষ্ণুপুরে শুধু ফাইটই নয়, আকর্ষণীয় হয়েছে ভোটপ্রচারও ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

34. দমদম (Dum Dum)

সময়ে সময়ে এখানকার ভোটাররা তাঁদের সাংসদ বদল করেছেন ৷ বাম, কংগ্রেস, বিজেপি ঘুরে 2009 সাল থেকে দমদম তৃণমূলের দখলে ৷ এবার ত্রিমুখী লড়াই ৷ তৃণমূলের সৌগত রায়ের সঙ্গে লড়াইয়ে রয়েছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বিজেপির শীলভদ্র দত্ত ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, সুজন চক্রবর্তী তৃণমূলের ভোট কাটলে সৌগতর চতুর্থবার সাংসদ হওয়ার রাস্তা বন্ধুর হয়ে উঠতে পারে ৷

35. বারাসত (Barasat)

2009 সাল থেকে এই কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে ৷ তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবার চতুর্থবার জয়ের লড়াইয়ে নেমেছেন ৷ তাঁকে টক্কর দিতে ময়দানে রয়েছেন বাম প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় ও বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ৷ একাধিক বিতর্কে জড়িত স্বপন মজুমদার যত ভোট এগিয়েছে, তত ব্যাকফুটে গিয়েছেন ৷ ফলে সমস্তকিছু ঠিক থাকলে চতুর্থবার সংসদের নিম্নকক্ষে যাওয়ার রাস্তা খানিকটা প্রশস্ত হয়েই রয়েছে তৃণমূলের অভিজ্ঞ সাংসদের ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

36. বসিরহাট (Basirhat)

এই মুহূর্তে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ৷ সন্দেশখালি কাণ্ডের জেরে জাতীয় ক্ষেত্রে শিরোনামে উঠে এসেছে বসিরহাট ৷ যার ঘটনাপ্রবাহ এখনও চলছে ৷ যাবতীয় অভিযোগ, দুশ্চিন্তাকে উড়িয়ে ফের এই কেন্দ্রে জিততে হাজি নুরুল ইসলামে ভরসা রেখেছে তৃণমূল ৷ বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে ৷ সিপিএমও ওই এলাকার মানুষের জন্য লড়তে গিয়ে গ্রেফতার হওয়া নিরাপদ সরদারকে টিকিট দিয়েছে এবার ৷ নিরাপদ সন্দেশখালির বিধায়কও ছিলেন ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

ভারত-বাংলাদেশের সীমান্ত ঘেঁষা লোকসভা কেন্দ্রে গতবার জিতেছিলেন নুসরত জাহান রুহি ৷ যদিও অভিনেত্রী-সাংসদের সৌজন্যে একাধিকবার মুখ পুড়ছে শাসকদলের ৷ ফলে 'হটস্পট' বসিরহাট কেন্দ্রে কুর্সি দখলের লড়াইয়ে কে জিতবেন, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর ৷

37. জয়নগর (Jaynagar)

Jaynagar
জয়নগরে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

বিরাট ভোটে গতবার জিতেছিলেন প্রতিমা মণ্ডল ৷ এবারও তাঁর উপরেই ভরসা রেখেছে দল ৷ তুলনায় খানিক ব্যাকফুটে বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

38. মথুরাপুর (Mathurapur)

Mathurapur
মথুরাপুরে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

একসময় মথুরাপুর লোকসভা কেন্দ্র ছিল বামেদের শক্ত ঘাঁটি ৷ সেখানেই তৃণমূলের হয়ে জয়ের হ্যাটট্রিক করেছিলেন বিদায়ী সাংসদ চৌধুরী মোহন জাটুয়া ৷ অসুস্থতার কারণে তাঁকে প্রার্থী করতে পারেনি শাসক দল ৷ বদলে প্রার্থী হয়েছেন বাপি হালদার ৷ প্রবলভাবে লড়াইয়ে আছেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইতও ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

এলাকায় উন্নয়ন হয়নি, এমনটা বলার লোক খুব কম রয়েছে । একমাত্র সমস্যা নদী বাঁধ সংক্রান্ত ৷ বিধানসভায় উপকূল তীরবর্তী এলাকায় প্রতি বছর নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গোটা এলাকা ৷ সেই সমস্যা হাতিয়ার করেই পদ্ম ফোঁটাতে মরিয়া গেরুয়া শিবির ৷

39. ডায়মন্ড হারবার (Diamond Harbour)

অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 2014 সালে 47 বছরের বাম গড়ে জোড়াফুল ফুটিয়েছিলেন তৃণমূল সেনাপতি ৷ কংগ্রেস নেতা সৌমেন মিত্রর জেতা আসনে প্রার্থী হয়েছিলেন অভিষেক ৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, 10 বছরে ডায়মন্ড হারবার এবং অভিষেক কার্যত সমার্থক হয়ে গিয়েছেন ৷ 2021 বিধানসভায় ভোটেও সাতটি আসনই এসেছে তৃণমূলের ঝুলিতে ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

সিপিআইএমের তরুণ নেতা প্রতীক উর রহমান কিংবা বিজেপির অভিজিৎ দাস (ববি) শিরোনামে উঠে এলেও তাঁরা যে অভিষেককে হারিয়ে দেবেন, তা তাঁদের সমর্থকরাও জোর দিয়ে বলতে পারছেন না ৷ একই সঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহের এই কেন্দ্রকে ‘উপেক্ষা’ অভিষেকের পথ আরও মসৃণ করেছে ৷

40. যাদবপুর (Jadavpur)

1984 সালের লোকসভা ভোটে হেরে গিয়েছিলেন হেভিওয়েট সোমনাথ চট্টোপাধ্যায় ৷ সংসদীয় রাজনীতিতে উত্থান ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ পরেরবারই আরেক ‘আনকোরা’ প্রার্থী মালিনী ভট্টাচার্য হারিয়ে দেন মমতাকে ৷ কৃষ্ণা বসুর পর থেকে আর যাদবপুর থেকে লোকসভায় কেউ টানা দু’বার যেতে পারেননি ৷ কবীর সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তী হয়ে সায়নী ঘোষ ৷ প্রত্যেকবার প্রার্থী বদলেছেন মমতা ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

চমকের রাজনীতিতে বিশ্বাসী যাদবপুরে বারবার প্রার্থী বদলানো তৃণমূলের প্রতীক 15 বছর অক্ষত ৷ ফলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সায়নী ৷ যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যুবনেত্রী জিতলেও পথটা সুগম হবে না ৷ 2019 সালে তৃণমূল পেয়েছিল মোট ভোটের প্রায় 48 শতাংশ। যার এক তৃতীয়াংশ ভাঙড় থেকে এসেছিল । এবার সেই ভাঙড় বিধানসভাই তৃণমূলের সবচেয়ে মাথাব্যথার কারণ ৷ আইএসএফ প্রার্থী ভাঙড়ে তৃণমূলের ভোট কতটা নিজের ঝুলিতে আনেন, তার উপরই নির্ভর করবে ভোটের ভাগ্য ৷ ফলে ভোট কাটাকুটিতে বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় বা সিপিআইএমের সৃজন ভট্টাচার্য জিতে গেলেও আশ্চর্যের হবেন না ৷

41. কলকাতা দক্ষিণ (Kolkata Dakshin)

তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি বলেই বরাবর পরিচিত কলকাতা দক্ষিণ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গড়’ এখন মালা রায়ের দাপটে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সুব্রত বকসি, হালফিলে মালা রায় । নির্বাচনে দক্ষিণ কলকাতার মানুষের সমর্থন বারবার জিতে নিয়েছে ঘাসফুল শিবির । গত 26 বছর ধরে তৃণমূলের জিতে আসা আসনে এবারও মালা রায়েই ভরসা রেখেছে শাসকদল ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত আসনে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করেছে বিজেপি ৷ লড়াইয়ে রয়েছেন শায়রা শাহ হালিমও ৷

42. কলকাতা উত্তর (Kolkata Uttar)

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসনে এবার কার্যত 'প্রেস্টিজ ফাইট' ! তিনবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাঁর একদা সতীর্থ তাপস রায় ৷ উত্তর কলকাতায় নেতা বলে পরিচিত তাপসের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান এই আসনে ভোটের পাটিগণিতটাই আমূল বদলে দিয়েছে ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

দুই হেভিওয়েটের লড়াইয়ের প্রচারে কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য খানিক ‘ম্রিয়মাণ’ হলেও তিনিই সম্ভবত এই কেন্দ্রে তুরুপের তাস হতে পারেন ৷ কারণ শেষ পর্যন্ত ভোট কাটাকুটির অঙ্কে তিনিই হয়তো নির্ণায়ক ভূমিকা নিতে চলেছেন ৷

  • তথ্যসূত্র: জাতীয় নির্বাচন কমিশন

হায়দরাবাদ, 1 জুন: 2019 এর পর থেকে বঙ্গে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ৷ গত লোকসভা নির্বাচনে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজাড় করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়েছিল ৷ ফলে বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গের পাশাপাশি বাকি আসনেও নজর দিয়েছে বিজেপি ৷ শেষ মুহূর্তে ‘একলা চলা’র নীতি নেওয়া তৃণমূল মরিয়া একাধিক দুর্নীতি, অভিযোগের হার্ডলস পেরিয়ে রাজ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে ৷ একাধিক আসনে ‘ফ্যাক্টর’ হতে পারে বাম-কংগ্রেসের আসন সমঝোতাও ৷

44 দিন ধরে, 7 দফায় রাজ্যে চলল 42 আসনের ভোটগ্রহণ ৷ বাংলায় 30টি আসন দখলের টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বারবার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর ডেপুটি ৷ রাজ্যের প্রতিটি প্রান্ত চষে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জনতার দরবারে মার্কশিট পেতে অপেক্ষা 4 জুনের ৷ তার আগে ইটিভি ভারতের সঙ্গে দেখে নেওয়া যাক কোন আসনে কে এগিয়ে ? আর কোথায় লড়াই একেবারে হাড্ডাহাড্ডি ?

1. কোচবিহার (Cooch Behar)

ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত কোচবিহার বারবারই খবরের শিরোনামে ৷ শীতলকুচির ঘটনা দেশীয় মানচিত্রে ঐতিহাসিক স্থান মাহাত্ম্য আরও বাড়িয়েছে ৷ উত্তরবঙ্গের অন্য়তম হেভিওয়েট কেন্দ্রে লড়াই ছিল দ্বিমুখী ৷ পদ্মপ্রার্থী নিশীথ প্রামাণিকের প্রতিপক্ষ তৃণমূলের জগদীশ বর্মা বাসুনিয়া ৷

2021 সালের নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্রে আড়াই লক্ষ ভোটে জিতেছিলেন জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া ৷ অন্যদিকে, কোচবিহার থেকে জেতা নিশীথ প্রামাণিক শুধু সাংসদই নন, অমিত শাহের ডেপুটিও বটে ৷ জগদীশ বাসুনিয়া প্রার্থী হলেও তাঁর পিছনে বকলমে রয়েছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2021-এর বিধানসভা নির্বাচনে উদয়নকে 57 ভোটে হারানো নিশীথ, সংসদ ছেড়ে বিধানসভায় ফেরেননি ৷ উপনির্বাচনে দেড় লক্ষাধিক ভোটে জেতেন উদয়ন ৷ নিশীথের নিজের বুথে হেরে যান বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ৷ ফলে কোচবিহার বিজেপির ক্ষেত্রে কার্যত প্রেস্টিজ ফাইট।লড়াই এখানে সেয়ানে সেয়ানে ৷

2. আলিপুরদুয়ার (Alipurduars)

Alipurduar
আলিপুরদুয়ারে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

বাম থেকে রাম, ভায়া তৃণমূল ৷ এককালের বামদুর্গে এখন পদ্মের আধিপত্য ৷ সেখানে আবার ঘাসফুল ফোটানোর মরিয়া চেষ্টা করছে তৃণমূল ৷ কালজানি নদী তীরবর্তী শহরে লড়াইয়ে নেমেছিলেন বিজেপির মনোজ টিগ্গা ও তৃণমূলের প্রকাশ চিক বরাইক ৷ মাদারিহাট-বীরপাড়ার বিজেপি বিধায়ক মনোজ বিধানসভায় বিজেপির চিফ হুইপ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2004 ও 2009 সালে আলিপুরদুয়ার লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মনোজ ৷ অন্যদিকে প্রকাশ 2021 সাল থেকে আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সভাপতি ৷ আলিপুরদুয়ারের লড়াই মূলত দু’দলের সংগঠনের এবং চা-বাগানের ভোটের ৷

3. জলপাইগুড়ি (Jalpaiguri)

Jalpaiguri
জলপাইগুড়িতে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

একপাশে রয়েছে বাংলাদেশ, আরেক পাশে ভুটান সীমান্ত । চা-বাগান, নদী, পাহাড় আর জঙ্গলবেষ্টিত জেলা একসময় ছিল লাল-দুর্গ ৷ 2011 সাল থেকে ক্রমশ তৃণমূলের দখলে আসতে শুরু করে ৷ 2014 সালে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে জয়ী হয় তৃণমূল ৷ 2019 সালে তা চলে যায় বিজেপির দখলে ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

এবার বিজেপি, তৃণমূলের পাশাপাশি আলোচনায় রয়েছে সিপিএমও ৷ বিদায়ী সাংসদ ড. জয়ন্তকুমার রায়কেই ফের প্রার্থী করেছে বিজেপি ৷ তৃণমূল টিকিট দিয়েছে নির্মলচন্দ্র রায়কে, বামেদের প্রার্থী দেবরাজ বর্মণ ৷ বিজেপি ‘চালকের আসনে’ থাকলেও, নদীমাতৃক লোকসভা আসনে লড়াই এবার ত্রিমুখী ৷

4. দার্জিলিং (Darjeeling)

Darjeeling
দার্জিলিঙে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

পাহাড়, ঘন জঙ্গল ও সমতল, শৈলরানি আদপে তিন সৌন্দর্যের সমাহার ৷ টানা তিনটি লোকসভা ভোটে দার্জিলিঙের কুর্সি গিয়েছে বিজেপির দখলে ৷ যশবন্ত সিং, এসএস আলুওয়ালিয়ার হাত ধরে রাজু বিস্তার হাতে ব্যাটনই শুধু আসেনি, ক্রমশ শক্ত হয়েছে পদ্মের ‘শিকড়’ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

এবারও বিদায়ী সাংসদ রাজু বিস্তাতেই ভরসা রেখেছে বিজেপি ৷ অন্যদিকে পাহাড়ের সমীকরণ বদলাতে মরিয়া তৃণমূল কংগ্রেসও ৷ রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামাকে অনিত থাপার বিজিপিএমের সঙ্গে জোটে প্রার্থী করেছে শাসকদল ৷ বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী ডাঃ মুনীশ তামাং ৷ ‘নিশ্চিত’ আসনে বিস্তার কিঞ্চিত ভ্রুকুটি বাড়িয়েছে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ‘নির্দল’ হয়ে ভোটে লড়া ৷ তবে অনেকের মতে বিস্তার দিকেই পাল্লা ভারী ৷

5. রায়গঞ্জ (Raiganj)

এত বড় রঙ্গ... বিজেপি, তৃণমূল ও কংগ্রেস, রায়গঞ্জের তিন প্রার্থীই ‘দলবদলু’ ৷ বিজেপির টিকিটে বিধানসভায় যাওয়া কৃষ্ণ কল্যাণী এখন তৃণমূলের ‘বাঁশিওয়ালা’, জোড়াফুল থেকে পদ্মে ঝাঁপিয়েছেন কার্তিক চন্দ্র পাল ৷ অন্যদিকে একদা ফরওয়ার্ড ব্লকের দাপুটে নেতা আলি ইমরান রমজ ওরফে ভিক্টর এবার কংগ্রেস প্রার্থী ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

নারী ও শিশুকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর আসনে এবার ব্যাকফুটে বিজেপি ৷ ধারেভারে এগিয়ে রয়েছেন রায়গঞ্জের ‘বিজেপি’ বিধায়ক ৷ যদিও গোয়ালপোখার-সহ একাধিক অঞ্চলে ভোট কাটতে পারেন ভিক্টর ৷ ফলে একদা প্রিয়রঞ্জনের গড়ে শেষ পর্যন্ত মূল ফ্যাক্টর হতে চলেছে কংগ্রেস ৷ অন্তত তেমনটাই বলছে জেলার রাজনৈতিক মহল ৷

6. বালুরঘাট (Balurghat)

এক সময়ের লাল-গড় বালুরঘাটে এখন উড়ছে গেরুয়া নিশান ৷ এবারও এই আসনে বিজেপি প্রার্থী, অধুনা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তৃণমূল প্রার্থী করেছে রাজ্য মন্ত্রিসভার সদস্য বিপ্লব মিত্রকে ৷ ফলে বালুরঘাটে কার্যত সেয়ানে সেয়ানে কোলাকুলি ৷ দু’দফায় জেলা সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

ফলে তৃণমূল এই আসন জিততে কতটা মরিয়া, তা স্পষ্ট ৷ এই আসন জিতলে সেটাই হবে তৃণমূলের ছাব্বিশের বিধানসভা ভোটের ইউএসপি ৷ ফলে আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলায় জমজমাট কুর্সি দখলের লড়াই ৷

7. মালদা উত্তর (Malda Uttar)

বিহার-ঝাড়খণ্ড সীমান্ত ঘেঁষা লোকসভা কেন্দ্র ৷ বিধানসভার নিরিখে তৃণমূল 4-3 ‘গোলে’ এগিয়ে থাকলেও গত লোকসভায় কংগ্রেস গড়ে পদ্ম ফুটিয়েছিলেন খগেন মুর্মু ৷ এবারও তিনিই গেরুয়াশিবিরের ভরসা ৷ লড়াইয়ে রয়েছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মালদা উত্তরে বিজেপি বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় ৷

8. মালদা দক্ষিণ (Malda Dakshin)

ডিলিমিটেশনের পর 2009 সালে এই কেন্দ্র তৈরি হয় ৷ সেই সময় থেকে পরপর তিনবার এই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী ৷ এবার তাঁর বদলে প্রার্থী হয়েছেন ছেলে ঈশা খান চৌধুরী ৷ চোরাকারবারি এবং দুষ্কৃতীদের ‘গোল্ডেন করিডরে’ এবার ত্রিমুখী লড়াই ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী এই আসনে খানিক সুবিধাজনক জায়গায় আছেন বলেই মনে করা হচ্ছে ৷ তবে, ঈশা খানও যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বী ৷

9. জঙ্গিপুর (Jangipur)

সাড়ে তিন দশকের বামদুর্গে ফাটল ধরিয়ে 2004 ও 2009, টানা দু'বার জঙ্গিপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ একদা বাম ও কংগ্রেসের ভাগাভাগি করে নেওয়া আসনে ঘাসফুল ফোটে 2019 সালে ৷ তৃণমূলের টিকিটে সাংসদ হন খলিলুর রহমান ৷ এবারও তাঁকেই প্রার্থী করেছে জোড়াফুল শিবির ৷ উলটোদিকে রয়েছেন বিজেপি নেতা ধনঞ্জয় ঘোষ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

ফলে জঙ্গিপুরে এবার লড়াই মূলত টিএমসি বনাম বিজেপি ৷ কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবদুস সাত্তারের নাতি মর্তুজা হোসেন ওরফে বকুল ৷ সংখ্যালঘু ভোটের পাশাপাশি ভোট কাটাকুটির অঙ্কে তিনি ‘ফ্যাক্টর’ হতে পারেন ৷

10. মুর্শিদাবাদ (Murshidabad)

নবাবের দরবার থেকে কে সংসদের চৌকাঠ ডিঙোবে ? সিপিএমের ভরসা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । প্রাক্তন সাংসদ আবু তাহের খানের ‘অভিজ্ঞতা’কে হাতিয়ার করেছে রাজ্যের শাসকদল ৷ মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও জয় পেতে মরিয়া ৷ একমাত্র মুর্শিদাবাদ ছাড়া বাকি ছ’টি বিধানসভাই তৃণমূলের দখলে ৷ ফলে অধীর ‘গড়ে’ অ্যাডভান্টেজ ‘মমতা অ্যান্ড কোং’ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

তবে, এই একটি আসন সম্বন্ধে বামেরা আশাবাদী ৷ অধীর-সেলিমের যুগলবন্দিতে ভর করে মুর্শিদাবাদের বৈতরণী পার করতে আশাবাদী সিপিআইএম ৷

11. বহরমপুর (Baharampur)

কংগ্রেসের 'বেতাজ বাদশা' অধীর রঞ্জন চৌধুরী ৷ বহরমপুরে এতদিন অন্য প্রতীকে দাঁড়ানো কার্যত নিয়মরক্ষা বলেই ভাবা হত ৷ সেই ধারণাটা খানিক বদলেছে 2024 সালে ৷ তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন ইউসুফ পাঠান ৷ রাজনৈতিক কেরিয়ারে প্রথমবার সংখ্যালঘু প্রার্থীর মুখোমুখি কংগ্রেসের লোকসভার দলনেতা ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

অপরদিকে বিজেপিও এলাকার প্রতিষ্ঠিত চিকিৎসক নির্মলকুমার সাহাকে দাঁড় করিয়ে, অধীরকে চ্যালেঞ্জ ছুঁড়েছে ৷ অধীর ম্যাজিক কি তবে একটু ফিকে ? এলাকার বেশিরভাগ মানুষ বলছেন, লড়াইটা কঠিন ঠিকই, তবে অধীর অধীরের জায়গাতেই ৷

12. কৃষ্ণনগর (Krishnanagar)

‘ক্যাশ ফর কোয়েরি’ কেস ৷ লোকসভা ভোটের প্রাক্কালে দেশের অন্যতম আলোচিত বিষয় ৷ যদিও তা তৃণমূল স্তরের ভোটারদের কতটা প্রভাবিত করেছে, তা ভাববার বিষয় ৷ কিন্তু তার ফলে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়াকে প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিজেপি ৷ ফলে তা রাজ্যের অন্যতম জৌলুশপূর্ণ সাংসদের কপালে ভাঁজ বাড়াতেই পারে ৷ অন্যদিকে কৃষ্ণনগরে ক্রমশ প্রকট হয়েছে তৃণমূলের অর্ন্তদন্দ্ব ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

ফলে একদা বাম গড়ে এসএম সাদি কতটা ভোট কাটেন, তার উপর জয়-পরাজয় অনেকটাই নির্ভর করছে ৷ সেই অঙ্কের দিকে তাকিয়ে কৃষ্ণনগর রাজবাড়ির বধূ, পেশায় ফ্যাশন ডিজাইনার অমৃতা রায়ও ৷

13. রানাঘাট (Ranaghat)

2019 সালে রানাঘাটে পদ্ম-ফোটান বিজেপির জগন্নাথ সরকার ৷ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েকদিন আগে ফুল বদলেছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক ৷ তৃণমূলে গিয়েই লোকসভার টিকিট পেয়েছেন ডাক্তারবাবু এবং জগন্নাথ সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী ৷ 2019 সালে প্রায় 2 লক্ষ 34 হাজার ভোটে জেতা জগন্নাথ সরকার রাজনীতিতে পোড়খাওয়া ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

যদিও গত লোকসভায় রানাঘাট আসনে প্রথমে মুকুটমণির নামই ঘোষণা করেছিল বিজেপি ৷ সেসময় বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত মুকুটমণি ইস্তফা দিলেও তাঁর নমিনেশন বাতিল করে দেয় নির্বাচন কমিশন ৷ বদলে প্রার্থী হন জগন্নাথ ৷ ফলে রানাঘাটে লড়াই এবার অনেকটা দ্বিমুখী ৷ মুকুটমণি মতুয়া সম্প্রদায়ের মধ্যেও যথেষ্ট প্রভাবশালী ৷ ফলে রানাঘাটেও লড়াই সেয়ানে সেয়ানে ৷

14. বর্ধমান পূর্ব (Bardhaman Purba)

বর্ধমান পূর্বের কুর্সি তৃতীয়বারের জন্য ধরে রাখাই চ্যালেঞ্জ তৃণমূলের ৷ জেলায় এবার দ্বিমুখী লড়াই হলেও বাম ভোট বড় ফ্যাক্টর । রাজ্যের শস্য ভাণ্ডার বলা হয় এই জেলাকে । সুনীল মণ্ডলের জেতা আসনে এবার ড. শর্মিলা সরকারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস । বিজেপি প্রার্থী করেছে কবিয়াল বিধায়ক অসীম সরকারকে । সিপিএমের প্রার্থী নীরব খাঁ ।

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2021 সালের বিধানসভা নির্বাচনে অবশ্য তৃণমূল কংগ্রেস সব আসনেই জিতে যায় । কিন্তু কোনও কোনও বিধানসভায় 2019 লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায় । রাজনৈতিক মহল বলছে, মূল লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির । তবে সিপিএমের ভোট বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে ।

15. বর্ধমান–দুর্গাপুর (Bardhaman–Durgapur)

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি ৷ একদা লাল দুর্গে এখন পদ্মফুলের রমরমা ৷ সেখানেই এবার দিলীপকে এগিয়ে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে ৷ 1983 সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের ব্যাটে বিজেপি মাঠের বাইরে যায় কি না, সেটাই এখন দেখার ৷ অভিজ্ঞ নেতা সুকৃতি ঘোষালকে প্রার্থী করেছে সিপিআইএম ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

এখানে প্রার্থীর ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ কৃষক ও শ্রমিক - দুই শ্রেণির ভোটার ৷ বামেদের শ্রমিক সংগঠনের সৌজন্যে সেই ভোট সুকৃতির ঝুলিতে গেলে তিনিই হয়ে উঠবেন জয়-পরাজয়ের ফ্যাক্টর ৷

16. আসানসোল (Asansol)

নির্বিঘ্নেই শেষ হয়েছে আসানসোল লোকসভা নির্বাচন । গত কয়েক দশকে আসানসোলে এমন শান্ত নির্বাচন দেখেছেন কি না, কেউ মনে করতে পারছেন না । এককালে ছিল বামদুর্গ ৷ সেই দুর্গের পতন হয় বিজেপির হাত ধরে ৷ 2019 সালেও বিজেপি এই আসন ধরে রেখেছিল ৷ কিন্তু 2022 সালে উপ-নির্বাচনে তৃণমূলের কাছে হারতে হয় বিজেপিকে ৷ অতীতেও এই কেন্দ্রটি বারবার ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় কেন্দ্র হয়ে উঠেছে বিভিন্ন কারণে । তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়ের পরপর দু’বার জয় । তাঁর দলত্যাগ । মুনমুন সেনের মতো তারকা প্রার্থীর পরাজয় এবং শেষমেষ মুম্বইয়ের সুপারস্টার শত্রুঘ্ন সিনহার আগমন এবং বিজেপির হাতছাড়া আসানসোল ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

এবারও আসানসোলে বিরোধীদের ‘খামোশ’ করতে শত্রুঘ্ন সিনহাতেই ভরসা রেখেছে শাসকদল ৷ অন্যদিকে বিজেপি প্রথমে পবন সিংয়ের নাম ঘোষণা করলেও তিনি নাম তুলে নেন ৷ দীর্ঘ টালবাহানার পর দলের দু’বারের সাংসদ এসএস আলুওয়ালিয়াকে টিকিট দিয়েছে পদ্মশিবির ৷ যদিও দলীয় টানাপোড়েনে কার্যত ব্যাকফুটে বর্ষীয়াণ নেতা ৷ ফলে অনেকেই বলছেন, এখানে অ্যাডভান্টেজ শত্রুঘ্ন ৷

17. বোলপুর (Bolpur)

অনুব্রতহীন রাঙামাটির দেশে এখন মন ভোলাচ্ছে নানা রঙের রাজনীতি ৷ ! দীর্ঘ 43 বছর এই কেন্দ্রে বাম শাসন ছিল ৷ তারপর আসে তৃণমূল ৷ দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অসিত কুমার মাল ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী পিয়া সাহা 2015 সালে সাঁইথিয়া পৌরসভায় জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন ৷ এবার তিনিই বোলপুর লোকসভার প্রার্থী ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

আবার দলের দীর্ঘদিনের সঙ্গী নানুরের বাসিন্দা শ্যামলী প্রধানকে প্রার্থী করেছে সিপিআইএম ৷ 2016 সালে তৃণমূলের ভরাবাজারে নানুর বিধানসভা থেকে তৃণমূলকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন তিনি ৷ ফলে বোলপুর লোকসভায় এবার কার্যত ত্রিমুখী লড়াই ৷ তবে এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে, তৃণমূল হয়তো এবারেও শেষ বাজি মারবে ৷

18. বীরভূম (Birbhum)

একদা বামদুর্গ হিসাবে পরিচিত ছিল বীরভূম লোকসভা কেন্দ্র । 2009 সালে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বাম-গড় দখল করেন অভিনেত্রী শতাব্দী রায় । তারপর 2014 ও 2019 সালেও এই কেন্দ্রে ঘাসফুলই ফোটে ৷ এবারও তৃণমূলের টিকিটে প্রার্থী তিনবারের জয়ী সাংসদ শতাব্দী রায় ।

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

অন্যদিকে দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হওয়ার আঁচ আগেই পেয়েছিল বিজেপি ৷ ফলে ‘স্টপগ্যাপ’ হিসেবে হিন্দু সংহতি মঞ্চের দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করে তারা। অন্যদিকে, বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী মিলটন রসিদ । শতাব্দীর ক্যারিশমায় খানিক পিছিয়ে থাকলেও লড়াইয়ের ময়দানে জমি ছাড়েনি বিরোধীরা ৷

19. বনগাঁ (Bongaon)

বনগাঁ বরাবরই অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ । একদা সেখানে লালের আধিক্য থাকলেও আজ সে সব অতীত । বনগাঁয় এবার বিজেপি বনাম প্রাক্তন বিজেপি ৷ ডিলিমিটেশনের পর বনগাঁ আসন থেকে প্রথম অ-তৃণমূল সাংসদ হন শান্তনু ঠাকুর ৷ অন্যদিকে 2021-এর বিধানসভা নির্বাচনে বাগদা থেকে জয়ী হওয়া বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে তৃণমূল ৷ নাগরিকত্ব চালেই মতুয়াদের মন জিতে ফের বনগাঁর কুর্সিতে বসতে চান শান্তনু ঠাকুর, ওপরদিকে লক্ষ্মীর ভাণ্ডারেই আস্থা রাখছেন বিশ্বজিৎ ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

20. ব্যারাকপুর (Barrackpore)

পার্থ ভৌমিক, বরাবরের তৃণমূল । প্রতিপক্ষ অর্জুন সিং আবার গতকালের তৃণমূল, আজকের বিজেপি । ভোটযুদ্ধের আবহে পার্থ-অর্জুনের এই নির্বাচনী লড়াই মনে করিয়ে দেয় 'মহাভারতের' যুদ্ধের কথা । একদা সিপিএমের ‘গড়’ বলে পরিচিত ব্যারাকপুরে জোড়াফুল ফুটিয়েছিলেন দীনেশ ত্রিবেদী ৷ প্রবীণ রাজনীতিবিদের পরপর দু’বার সাংসদ হওয়ার পিছনে মালির ভূমিকা পালন করেছেন অর্জুনই ৷ বর্তমানের দু’জনেই বিজেপি’র ছত্রছায়ায় ৷ অর্জুন সাংসদ হয়ে ‘ক্যামাক স্ট্রিটে’ ফিরলেও ফের প্রত্যাবর্তন হয়েছে গেরুয়া শিবিরে, প্রার্থীও হয়েছেন ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র । ব‍্যারাকপুর, আমডাঙা, জগদ্দল, নৈহাটি, বীজপুর, ভাটপাড়া এবং নোয়াপাড়া । তারমধ্যে ভাটপাড়ায় অর্জুন-পুত্র পবন ছাড়া 2021-এর বিধানসভা নির্বাচনে বাকি আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে ৷ জগদ্দলের সোমনাথ শ্যাম, নোয়াপাড়ার মঞ্জু বসু, আমডাঙার রফিকুর রহমান কিংবা ব্যারাকপুরের রাজ চক্রবর্তী ৷ প্রত্যেকেই প্রকাশ্যে অর্জুন-বিরোধী ৷ ফলে ‘নিজের ঘরে’ ফের পদ্ম ফোটাতে অর্জুনের সামনে বিস্তর হার্ডলস ৷

21. হাওড়া (Howrah)

লোকসভা নির্বাচনে জোর লড়াই হাওড়ায় ৷ মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ময়দানে এবারে বিজেপির রথীন চক্রবর্তী ৷ এক সময় যিনি ছিলেন হাওড়ার মেয়র ও তৃণমূল কংগ্রেসের নেতা ৷ এই কেন্দ্রে নির্বাচনী প্রচারে এগিয়ে থাকার দাবি বামেরা করলেও, ভোটের পরিসংখ্যান অনুযায়ী এখনও অনেকটাই পিছিয়ে তারা ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2021 বিধানসভা নির্বাচনে সব ক'টি আসনেই তৃণমূল নিজেদের আধিপত্য কায়েম রাখতে পেরেছিল ৷ যদিও ক্রমশ বদলেছে সেই ছবিটা ৷ ফলে ‘প্রাচ্যের শেফিল্ড’ চিন্তা বাড়াচ্ছে রাজ্যের শাসকদলের ৷

22. উলুবেড়িয়া (Uluberia)

একদিকে দু’বারের তৃণমূল সাংসদ সাজদা আহমেদ ৷ তাঁর স্বামী সুলতান আহমেদ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আর তাঁর প্রধান প্রতিপক্ষ ভূমিপূত্র বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী ৷ 2017 সালে সুলতানের মৃত্যুর পর, 2018 উপনির্বাচনে সাজদা আহমেদকে উলুবেড়িয়া কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন মমতা ৷ স্বামীর ছেড়ে যাওয়া আসনে জিতে লোকসভায় যান সাজদা ৷ 2019 সালে তাঁকে ফের প্রার্থী করেন মমতা ৷ সেবারেও নিরাশ করেননি তিনি ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন তিনি ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

যদিও এবার কোনও প্রার্থী বহিরাগত নন ৷ সরাসরি উলুবেড়িয়ার মাটিতে রাজনীতি করে বেড়ে উঠেছেন অরুণ উদয় ৷ সাঁকরাইল ও আমতায় অরুণ উদয়ের হয়ে মোদি-শাহ সভাও করেছেন ৷ তৃণমূলের 30 শতাংশ সংখ্যালঘু ভোট হাতিয়ার হলে, অরুণ উদয়ের নজরে বাকি 70 শতাংশ হিন্দু ভোট ৷ যার মধ্যে 50 শতাংশ ভোট নিজের দিকে আনতে পারলে, তৃণমূলকে ধরাশায়ী করতে পারেন তিনি ৷

23. শ্রীরামপুর (Srirampore)

তৃণমূলের শক্ত ঘাঁটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ৷ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত তিনবারের সাংসদ এই কেন্দ্রে ৷ এবারেও শ্রীরামপুর লোকসভায় প্রার্থী হিসেবে বেশ শক্তিশালী কল্যাণ ৷ আর তাঁর বিপক্ষে বিজেপির প্রার্থী হয়েছেন কবীর শঙ্কর বোস ৷ যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাইও বটে ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর শ্রীরামপুরের ঘরের মেয়ের তকমা নিয়ে প্রচারে নেমেছিলেন ৷ যদিও রাজনৈতিক মহলের অভিমত, শ্রীরামপুরে দীপ্সিতা তৃণমূলের ভোট কাটতে পারলে কবীর শঙ্করের ভাগ্যেও শিঁকে ছিড়তে পারে ৷

24. হুগলি (Hooghly)

2019 সালে এই কেন্দ্র থেকেই জিতেছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্য়ায় ৷ এবারও ওই আসনে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি ৷ অন্যদিকে, কয়েকদিন আগে ‘দিদি নম্বর ওয়ান’ রিয়েলিটি শো’তে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ তারপরেই অভিনয় জগতে একদা সতীর্থকে চ্যালেঞ্জ করেই রাজনৈতিক ইনিংস শুরু করেছেন রচনা ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2019 সালে 70 হাজারেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের রত্না দে নাগ’কে হারিয়ে প্রথমবার সাংসদ হন লকেট ৷ তিনি হুগলির উন্নয়নে 17 কোটি খরচের দাবি করলেও, দেখা মেলে না বলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা ৷ যদিও রাজনৈতিক মহল বলছে, লকেট হারলে তা যথেষ্ট আশ্চর্যের ৷

25. আরামবাগ (Arambagh)

বাম দুর্গ হিসেবে পরিচিত আরামবাগ লোকসভা 2014 সালের পর থেকে তৃণমূলের দখলে ৷ তবে গত বিধানসভায় এই এলাকায় ভালো ফল করেছে বিজেপি ৷ ত্রিমুখী লড়াইয়ে এবার জেতার ব্যাপারে 100 শতাংশ আত্মবিশ্বাসী তিন দলই ৷ এ বার লোকসভা নির্বাচনে তিনটিই একেবারে নতুন মুখ । এখানে তৃণমূলের হয়ে লড়ছেন মিতালি বাগ । বিজেপির প্রার্থী অরূপকান্তি দিগার । আর সিপিআইএম-এর সৈনিক বিপ্লব মৈত্র ।

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

বিনা যুদ্ধে কেউ কারওকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার মাত্র 1142টি ভোটের ব্যবধানে জয়ী হন । এবার তাঁকে টিকিট দেয়নি দল ৷ ফলে ব্যালটে কে বাজিমাত করবেন, তা নিয়ে দোলাচলে রাজনৈতিক বিশেষজ্ঞরাও ৷

26. তমলুক (Tamluk)

বিজেপির টিকিটে লড়ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে দুই তরুণ, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ও সিপিআই(এমে)র সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ লড়াইটা আবার 'অধিকারী পরিবার' বনাম মমতা বন্দ্যোপাধ্যায়েরও ৷ ফলে লড়াইটা উন্নয়ন বা মানুষের সমস্যার থেকেও বেশি 'অস্তিত্বরক্ষার' ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

গত বিধানসভা ভোটে তমলুক কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ময়না, হলদিয়া এবং নন্দীগ্রামের দখল নেয় বিজেপি ৷ বাকি চারটি - তমলুক, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার, মহিষাদলে জয়ী হন তৃণমূল প্রার্থীরা ৷ সব বিধানসভাগুলির মোট ভোট মিলিয়ে তৃণমূল মাত্র 21টি ভোটে বিজেপির থেকে এগিয়ে ছিল ৷ ফলে তাম্রলিপ্তে খানিকটা হলেও ‘অ্যাডভান্টেজ’ অভিজিৎ ৷

27. কাঁথি (Kanthi)

পূর্ব মেদিনীপুরকে বাংলার রাজনীতিতে 'অধিকারী গড়' বলা হয় ৷ তা গত বিধানসভায় বিজেপির টিকিটে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচনে আরও একবার 'অস্তিত্বরক্ষার' লড়াই ৷ যেখানে বিজেপির প্রার্থী বিরোধী দলনেতার ছোট ভাই সৌমেন্দু অধিকারী ৷ বিদায়ী সাংসদ তথা বাবা শিশির অধিকারীর জায়গায় লড়াই করছেন তিনি ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

2019 লোকসভায় এই কাঁথি ছিল তৃণমূল কংগ্রেসের ৷ তাই রাজ্যের শাসকদলের লক্ষ্য জেতা আসনে 'অস্তিত্বরক্ষা' করা ৷ যে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের উপর ৷

28. ঘাটাল (Ghatal)

ঘাটালে হিরন্ময় চট্টোপাধ্যায়ের (হিরণ) নাম ঘোষণা করেছিল বিজেপি ৷ অন্যদিকে তৃণমূলের টিকিটে যে ফের দেবই দাঁড়াচ্ছেন, তা স্পষ্টই ছিল ৷ আনুষ্ঠানিক ঘোষণার পর লড়াইয়ে মুখোমুখি পর্দার দুই প্রাক্তন সতীর্থ ৷ হিরণের অভিনয় দক্ষতা নিয়ে অনেকই সমালোচনায় মাতেন, ইন্ডাস্ট্রিতে নায়ককে ‘হিরো হিরণ’ বলেও সম্বোধন করেন অনেকে ৷ নায়কের ফিল্মোগ্রাফি দাগ না-কাটলেও রাজনৈতিক কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল ৷ ফুল বদলে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

অন্যদিকে, দেব ঘাটালের দু’বারের সাংসদ ৷ ফিল্মোগ্রাফি, রাজনৈতিক কেরিয়ার দু'য়েই হিরণের চেয়ে এগিয়ে থাকলেও ঘাটালে কঠিন লড়াই হয়েছে, এমনটাই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

29. ঝাড়গ্রাম (Jhargram)

একটা সময়ে লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল জঙ্গলমহল ঝাড়গ্রাম । 2009 সালের লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী পুলিনবিহারী বাস্কে বিপুল ভোটে জয়লাভ করেন । তবে 2011 সালের বিধানসভা ভোটে সেখানে ফোটে ঘাসফুল ৷ এরপর 2014 সালের লোকসভা নির্বাচনে ইতিহাস গড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উমা সরেন সিপিআইএম প্রার্থী পুলিনবিহারী বাস্কেকে প্রায় সাড়ে তিন লাখ ভোটের ব্যবধানে হারান ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

তবে 2019 সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামের উপর দিয়ে বয়ে যায় মোদি-ঝড় । মাত্র 11 হাজার ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা সরেন টুডুকে পরাজিত করেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম । ঝাড়গ্রাম লোকসভায় মূলত লড়াই তৃণমূল, বিজেপি ও সিপিআইএম-এর মধ্যে ৷ তবে এবারের নির্বাচনে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কুড়মি ভোট ।

30. মেদিনীপুর (Medinipur)

এককালের লাল-গড় মেদিনীপুরের কুর্সি দখলে এবার মূল লড়াই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ সম্মুখসমরে রাজ্যের শাসক দল ও প্রধান বিরোধী দলের দুই মহিলা বিধায়ক ৷ গতবারের জয়ী দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন বর্ধমান-দুর্গাপুরে ৷ তাঁর বদলে এখানে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক অগ্নিমিত্রা পলকে ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে জুন মালিয়াকে ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

মেদিনীপুর লোকসভার অধীনে যে সাতটি বিধানসভা রয়েছে, সেগুলি হল - মেদিনীপুর, সংখ্যালঘু অধ্যুষিত খড়গপুর গ্রামীণ, অবাঙালি অধ্যুষিত খড়গপুর সদর, কেশিয়াড়ি, দাঁতন, নারায়ণগড় ও পূর্ব মেদিনীপুরের এগরা । 2021 সালে এই সাত বিধানসভার মধ্যে শুধুমাত্র খড়গপুর সদরেই জিততে পেরেছে বিজেপি ৷

31. পুরুলিয়া (Purulia)

ফরওয়ার্ড ব্লকের শক্ত জমিতে 2014 সালে ঘাসফুল ফুটিয়েছিলেন মৃগাঙ্ক মাহাতো ৷ 2019 সালে তৃণমূলের সেই মৃগাঙ্ক মাহাতোকে হারিয়েই পুরুলিয়ার সাংসদ হন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ৷ এবারও দল তাঁকেই টিকিট দিয়েছে । 2024 সালে তিনি কি জয় ধরে রাখতে পারবেন ?

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

পুরুলিয়া জেলায় এবার লড়াইটা চতুর্মুখী । বিজেপির জ্যোতির্ময় ছাড়াও জোড়াফুলের প্রার্থী হিসেবে রয়েছেন শান্তিরাম মাহাতো । বাম-কংগ্রেস জোট প্রার্থী হয়েছেন পোড় খাওয়া কংগ্রেস নেতা নেপাল মাহাতো । তার সঙ্গে আবার আদিবাসী কুড়মি সমাজের প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতো । এছাড়াও ফরওয়ার্ড ব্লকও আলাদাভাবে প্রার্থী দিয়েছে পুরুলিয়ায় ৷ গেরুয়া শিবিরের রক্তচাপ বাড়ানোর পক্ষে যা যথেষ্ট ৷

32. বাঁকুড়া (Bankura)

Bankura
বাঁকুড়ায় লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

বাঁকুড়ায় ঘাসফুলের হয়ে লড়ছেন তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী ৷ অন্যদিকে বিদায়ী সাংসদ সুভাষ সরকার এখন দেশের শিক্ষা প্রতিমন্ত্রীও ৷ যদিও সংসদীয় এলাকায় যথেষ্ঠ ‘সুনাম’ রয়েছে তাঁর ৷ দলের কর্মীরাই ঘরে তালাবন্ধ করেও রেখেছিল ৷ ফলে বাঁকুড়ায় বিজেপির ফেরার রাস্তা কণ্টকাদীর্ন ৷ এহেন পরিস্থিতিতে, পাল্লা যে কিছুটা তৃণমূলের দিকে ঝুঁকে, সেটা বলাই বাহূল্য ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

33. বিষ্ণুপুর (Bishnupur)

Bishnupur
বিষ্ণুপুরে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

‘গৃহদাহ’ আগেই ঘটে গিয়েছে, ঘর ভেঙে পথ আলাদা হয়েছে সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের ৷ একদা স্বামীর হয়ে প্রচারে নামা সেই সৌমিত্রর প্রাক্তন ঘরণীকেই প্রার্থী করেছে তৃণমূল ৷ বিচ্ছেদের পর থেকেই একে অপরের বিরুদ্ধে তরবারি শানিয়েছেন দু’জনে ৷ ফলে বিষ্ণুপুরে শুধু ফাইটই নয়, আকর্ষণীয় হয়েছে ভোটপ্রচারও ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

34. দমদম (Dum Dum)

সময়ে সময়ে এখানকার ভোটাররা তাঁদের সাংসদ বদল করেছেন ৷ বাম, কংগ্রেস, বিজেপি ঘুরে 2009 সাল থেকে দমদম তৃণমূলের দখলে ৷ এবার ত্রিমুখী লড়াই ৷ তৃণমূলের সৌগত রায়ের সঙ্গে লড়াইয়ে রয়েছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বিজেপির শীলভদ্র দত্ত ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, সুজন চক্রবর্তী তৃণমূলের ভোট কাটলে সৌগতর চতুর্থবার সাংসদ হওয়ার রাস্তা বন্ধুর হয়ে উঠতে পারে ৷

35. বারাসত (Barasat)

2009 সাল থেকে এই কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে ৷ তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবার চতুর্থবার জয়ের লড়াইয়ে নেমেছেন ৷ তাঁকে টক্কর দিতে ময়দানে রয়েছেন বাম প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় ও বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ৷ একাধিক বিতর্কে জড়িত স্বপন মজুমদার যত ভোট এগিয়েছে, তত ব্যাকফুটে গিয়েছেন ৷ ফলে সমস্তকিছু ঠিক থাকলে চতুর্থবার সংসদের নিম্নকক্ষে যাওয়ার রাস্তা খানিকটা প্রশস্ত হয়েই রয়েছে তৃণমূলের অভিজ্ঞ সাংসদের ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

36. বসিরহাট (Basirhat)

এই মুহূর্তে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ৷ সন্দেশখালি কাণ্ডের জেরে জাতীয় ক্ষেত্রে শিরোনামে উঠে এসেছে বসিরহাট ৷ যার ঘটনাপ্রবাহ এখনও চলছে ৷ যাবতীয় অভিযোগ, দুশ্চিন্তাকে উড়িয়ে ফের এই কেন্দ্রে জিততে হাজি নুরুল ইসলামে ভরসা রেখেছে তৃণমূল ৷ বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে ৷ সিপিএমও ওই এলাকার মানুষের জন্য লড়তে গিয়ে গ্রেফতার হওয়া নিরাপদ সরদারকে টিকিট দিয়েছে এবার ৷ নিরাপদ সন্দেশখালির বিধায়কও ছিলেন ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

ভারত-বাংলাদেশের সীমান্ত ঘেঁষা লোকসভা কেন্দ্রে গতবার জিতেছিলেন নুসরত জাহান রুহি ৷ যদিও অভিনেত্রী-সাংসদের সৌজন্যে একাধিকবার মুখ পুড়ছে শাসকদলের ৷ ফলে 'হটস্পট' বসিরহাট কেন্দ্রে কুর্সি দখলের লড়াইয়ে কে জিতবেন, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর ৷

37. জয়নগর (Jaynagar)

Jaynagar
জয়নগরে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

বিরাট ভোটে গতবার জিতেছিলেন প্রতিমা মণ্ডল ৷ এবারও তাঁর উপরেই ভরসা রেখেছে দল ৷ তুলনায় খানিক ব্যাকফুটে বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

38. মথুরাপুর (Mathurapur)

Mathurapur
মথুরাপুরে লড়াইয়ে যাঁরা (ইটিভি ভারত)

একসময় মথুরাপুর লোকসভা কেন্দ্র ছিল বামেদের শক্ত ঘাঁটি ৷ সেখানেই তৃণমূলের হয়ে জয়ের হ্যাটট্রিক করেছিলেন বিদায়ী সাংসদ চৌধুরী মোহন জাটুয়া ৷ অসুস্থতার কারণে তাঁকে প্রার্থী করতে পারেনি শাসক দল ৷ বদলে প্রার্থী হয়েছেন বাপি হালদার ৷ প্রবলভাবে লড়াইয়ে আছেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইতও ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

এলাকায় উন্নয়ন হয়নি, এমনটা বলার লোক খুব কম রয়েছে । একমাত্র সমস্যা নদী বাঁধ সংক্রান্ত ৷ বিধানসভায় উপকূল তীরবর্তী এলাকায় প্রতি বছর নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গোটা এলাকা ৷ সেই সমস্যা হাতিয়ার করেই পদ্ম ফোঁটাতে মরিয়া গেরুয়া শিবির ৷

39. ডায়মন্ড হারবার (Diamond Harbour)

অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 2014 সালে 47 বছরের বাম গড়ে জোড়াফুল ফুটিয়েছিলেন তৃণমূল সেনাপতি ৷ কংগ্রেস নেতা সৌমেন মিত্রর জেতা আসনে প্রার্থী হয়েছিলেন অভিষেক ৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, 10 বছরে ডায়মন্ড হারবার এবং অভিষেক কার্যত সমার্থক হয়ে গিয়েছেন ৷ 2021 বিধানসভায় ভোটেও সাতটি আসনই এসেছে তৃণমূলের ঝুলিতে ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

সিপিআইএমের তরুণ নেতা প্রতীক উর রহমান কিংবা বিজেপির অভিজিৎ দাস (ববি) শিরোনামে উঠে এলেও তাঁরা যে অভিষেককে হারিয়ে দেবেন, তা তাঁদের সমর্থকরাও জোর দিয়ে বলতে পারছেন না ৷ একই সঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহের এই কেন্দ্রকে ‘উপেক্ষা’ অভিষেকের পথ আরও মসৃণ করেছে ৷

40. যাদবপুর (Jadavpur)

1984 সালের লোকসভা ভোটে হেরে গিয়েছিলেন হেভিওয়েট সোমনাথ চট্টোপাধ্যায় ৷ সংসদীয় রাজনীতিতে উত্থান ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ পরেরবারই আরেক ‘আনকোরা’ প্রার্থী মালিনী ভট্টাচার্য হারিয়ে দেন মমতাকে ৷ কৃষ্ণা বসুর পর থেকে আর যাদবপুর থেকে লোকসভায় কেউ টানা দু’বার যেতে পারেননি ৷ কবীর সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তী হয়ে সায়নী ঘোষ ৷ প্রত্যেকবার প্রার্থী বদলেছেন মমতা ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

চমকের রাজনীতিতে বিশ্বাসী যাদবপুরে বারবার প্রার্থী বদলানো তৃণমূলের প্রতীক 15 বছর অক্ষত ৷ ফলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সায়নী ৷ যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যুবনেত্রী জিতলেও পথটা সুগম হবে না ৷ 2019 সালে তৃণমূল পেয়েছিল মোট ভোটের প্রায় 48 শতাংশ। যার এক তৃতীয়াংশ ভাঙড় থেকে এসেছিল । এবার সেই ভাঙড় বিধানসভাই তৃণমূলের সবচেয়ে মাথাব্যথার কারণ ৷ আইএসএফ প্রার্থী ভাঙড়ে তৃণমূলের ভোট কতটা নিজের ঝুলিতে আনেন, তার উপরই নির্ভর করবে ভোটের ভাগ্য ৷ ফলে ভোট কাটাকুটিতে বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় বা সিপিআইএমের সৃজন ভট্টাচার্য জিতে গেলেও আশ্চর্যের হবেন না ৷

41. কলকাতা দক্ষিণ (Kolkata Dakshin)

তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি বলেই বরাবর পরিচিত কলকাতা দক্ষিণ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গড়’ এখন মালা রায়ের দাপটে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সুব্রত বকসি, হালফিলে মালা রায় । নির্বাচনে দক্ষিণ কলকাতার মানুষের সমর্থন বারবার জিতে নিয়েছে ঘাসফুল শিবির । গত 26 বছর ধরে তৃণমূলের জিতে আসা আসনে এবারও মালা রায়েই ভরসা রেখেছে শাসকদল ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত আসনে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করেছে বিজেপি ৷ লড়াইয়ে রয়েছেন শায়রা শাহ হালিমও ৷

42. কলকাতা উত্তর (Kolkata Uttar)

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসনে এবার কার্যত 'প্রেস্টিজ ফাইট' ! তিনবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাঁর একদা সতীর্থ তাপস রায় ৷ উত্তর কলকাতায় নেতা বলে পরিচিত তাপসের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান এই আসনে ভোটের পাটিগণিতটাই আমূল বদলে দিয়েছে ৷

ETV Bharat
একনজরে ফলাফল (ইটিভি ভারত)

দুই হেভিওয়েটের লড়াইয়ের প্রচারে কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য খানিক ‘ম্রিয়মাণ’ হলেও তিনিই সম্ভবত এই কেন্দ্রে তুরুপের তাস হতে পারেন ৷ কারণ শেষ পর্যন্ত ভোট কাটাকুটির অঙ্কে তিনিই হয়তো নির্ণায়ক ভূমিকা নিতে চলেছেন ৷

  • তথ্যসূত্র: জাতীয় নির্বাচন কমিশন
Last Updated : Jun 2, 2024, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.