ETV Bharat / state

ওন্দায় আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ ! গ্রেফতার 4 - GANG RAPE OF TRIBAL GIRL - GANG RAPE OF TRIBAL GIRL

Gang-Rape of Tribal Girl in Bankura: আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ বাঁকুড়ার ওন্দায় ৷ ঘটনায় ধৃত চার অভিযুক্ত যুবকও আদিবাসী বলে জানা গিয়েছে ৷ গত 20 অগস্টের ঘটনায় পাঁচদিন পর পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷

Gang Rape of Tribal Minor in Bankura
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত গ্রাফিক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 4:14 PM IST

ওন্দা (বাঁকুড়া), 25 অগস্ট: আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনে উত্তাল দেশ ৷ এরই মধ্যে পূর্ব বর্ধমানে আদিবাসী তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনাতেও রাজ্যে উঠেছে প্রতিবাদের ঝড় ৷ প্রশাসনের ভূমিকা ও রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে ৷ এই পরিস্থিতিতে আরও এক নারী নির্যাতনের অভিযোগ ৷ এবার বাঁকুড়ার ওন্দায় আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ যে ঘটনায় অভিযুক্ত 4 যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷

ঘটনাটি ঘটেছে গত 20 অগস্ট, মঙ্গলবার ৷ অষ্টম শ্রেণির ওই ছাত্রী সেদিন বিকেলে বাড়ি থেকে বের হয় ৷ অভিযোগ, জঙ্গলমহল এলাকার রাস্তায় সেই সময় আচমকাই তাঁকে পিছন থেকে টেনে নিয়ে যায় চারজন যুবক ৷ তার মুখ চেপে গভীর জঙ্গলে নিয়ে যায় অভিযুক্তরা ৷ সেখানে চারজনের মধ্যে তিন যুবক নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ ৷ ঘটনার পর নাবালিককে ওই চারজন হুমকি দেয় বলেও অভিযোগ ৷ যার জেরে ভয়ে কারওকে কিছু জানায়নি নিগৃহীতা ৷

শনিবার রাতে নির্যাতিতা ওই নাবালিকা তার মাকে পুরো ঘটনা জানায় ৷ এরপরেই পরিবারের সদস্যরা ওন্দা থানার দ্বারস্থ হন ৷ পুলিশ নাবালিকার গণধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করে ৷ তারপর আজ ভোরে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ওই নাবালিকার মেডিক্যাল টেস্টের পাশাপাশি চিকিৎসা শুরু হয়েছে ৷ তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ ৷

এই ঘটনায় বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, "গতকাল অভিযোগের ভিত্তিতে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে ৷ আজ তাঁদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে ৷ নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে ৷ ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা হবে ৷" রাজ্য তথা গোটা দেশ যখন নারী নির্যাতন ও মহিলা সুরক্ষার প্রশ্নে উত্তাল, সেই আবহে বাঁকুড়ার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের এই ঘটনা, ফের রাজ্যের নারী সুরক্ষার নিয়ে প্রশ্ন তুলে দিল ৷

ওন্দা (বাঁকুড়া), 25 অগস্ট: আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনে উত্তাল দেশ ৷ এরই মধ্যে পূর্ব বর্ধমানে আদিবাসী তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনাতেও রাজ্যে উঠেছে প্রতিবাদের ঝড় ৷ প্রশাসনের ভূমিকা ও রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে ৷ এই পরিস্থিতিতে আরও এক নারী নির্যাতনের অভিযোগ ৷ এবার বাঁকুড়ার ওন্দায় আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ যে ঘটনায় অভিযুক্ত 4 যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷

ঘটনাটি ঘটেছে গত 20 অগস্ট, মঙ্গলবার ৷ অষ্টম শ্রেণির ওই ছাত্রী সেদিন বিকেলে বাড়ি থেকে বের হয় ৷ অভিযোগ, জঙ্গলমহল এলাকার রাস্তায় সেই সময় আচমকাই তাঁকে পিছন থেকে টেনে নিয়ে যায় চারজন যুবক ৷ তার মুখ চেপে গভীর জঙ্গলে নিয়ে যায় অভিযুক্তরা ৷ সেখানে চারজনের মধ্যে তিন যুবক নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ ৷ ঘটনার পর নাবালিককে ওই চারজন হুমকি দেয় বলেও অভিযোগ ৷ যার জেরে ভয়ে কারওকে কিছু জানায়নি নিগৃহীতা ৷

শনিবার রাতে নির্যাতিতা ওই নাবালিকা তার মাকে পুরো ঘটনা জানায় ৷ এরপরেই পরিবারের সদস্যরা ওন্দা থানার দ্বারস্থ হন ৷ পুলিশ নাবালিকার গণধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করে ৷ তারপর আজ ভোরে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ওই নাবালিকার মেডিক্যাল টেস্টের পাশাপাশি চিকিৎসা শুরু হয়েছে ৷ তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ ৷

এই ঘটনায় বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, "গতকাল অভিযোগের ভিত্তিতে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে ৷ আজ তাঁদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে ৷ নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে ৷ ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা হবে ৷" রাজ্য তথা গোটা দেশ যখন নারী নির্যাতন ও মহিলা সুরক্ষার প্রশ্নে উত্তাল, সেই আবহে বাঁকুড়ার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের এই ঘটনা, ফের রাজ্যের নারী সুরক্ষার নিয়ে প্রশ্ন তুলে দিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.