ক্যানিং, 4 নভেম্বর: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে চার মহিলাকে বেধরক মারধরের অভিযোগ ভাই-ভাইপোদের বিরুদ্ধে। সালিশি সভায় পঞ্চায়েত সদস্যদেের সামনেই এই হামলা হয় বলে অভিযোগ।
রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বকরাবনি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবার সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে এই চার বোনের সঙ্গে বিবাদ বাঁধে আজহারউদ্দিন মোল্লা, রেজ্জাক মোল্লা, হেচামুদ্দিন মোল্লা নামে তিন ভাইয়ের। সমস্যা মেটাতে স্থানীয় পঞ্চায়েত সদস্য রমজান মোল্লা রবিবার বিকেলে এলাকায় একটি সালিশি সভার আয়োজন করেছিলেন।
সেই সালিশি সভায় ডাকা হয় চার মহিলাকেও। অভিযোগ, সালিশি সভা শুরু হতেই ওই মহিলাদের সঙ্গে তাঁদের ভাই ও ভাইপোদের তর্কাতর্কি শুরু হয়ে যায়। মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। আহত মহিলাদের নাম ছায়রা মোল্লা, আশুরা মোল্লা, মোমেনা মোল্লা ও আমিনা মোল্লা।
জানা গিয়েছে, 10 কাঠা জমি নিয়ে বহুদিন ধরেই বিবাদ ছিল পরিবারে। ওই 10 কাঠা জমির দলিল বোনদের নামে হয়ে গিয়েছিল। কিন্তু ভাইদের নাম তাতে ছিল না। তা নিয়েই ঝামেলা শুরু। সেই সমস্যা মেটাতেই রমজান মোল্লা সালিশি সভা ডেকেছিলেন। আর সেখানেই পরিবারের সদস্যদের মধ্যে কথা কটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এই আবহে চারজন মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত মহিলাদের ভর্তি করানো হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সোমবার সকালে এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।