ETV Bharat / state

রাইস মিলে গ্যাস সিলিন্ডার লিক, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে 4 - Gas Cylinder Leak - GAS CYLINDER LEAK

4 Persons Burnt in Bardhaman: রান্না করার সময় গ্যাস লিক করছিল, তা সারাতে মিস্ত্রিও এসেছিল ৷ তাদের চা করে দিতে যাওয়ার সময়ই বিপত্তি বাধল ৷ সিলিন্ডার লিক করে আগুনে পুড়ে গুরুতর জখম হলেন চারজন ৷ আউশগ্রামের একটি রাইস মিলের ঘটনা ৷

Bardhaman News
রাইস মিলে অগ্নিদগ্ধ 4 জন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 7:50 PM IST

আউশগ্রাম, 30 জুলাই: রাইস মিলে গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিদগ্ধ হলেন চারজন । এদের মধ্যে একজন মহিলা । আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । মঙ্গলবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেলাড়ি এলাকার একটা রাইস মিলের ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালের দিকে রান্না করার সময় সিলিন্ডারের গ্যাস লিক করে ৷ কিন্তু তারপরেও সেই গ্যাস অফ না করেই চলছিল রান্নার কাজ । ফলে আগুন ধরে গেলে ঘটনাস্থলে থাকা চারজন অগ্নিদগ্ধ হয় । আহতরা হলেন পার্থ ঘোষাল, চঞ্চল পাল, চাঁদ বাউরি ও ঝর্ণা কুন্ডু ৷ সকলেরই চিকিৎসা চলছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

রাইস মিল সূত্রে জানা গিয়েছে, এদিন গ্যাস লিক করায় মিস্ত্রিকে খবর দেওয়া হয় । দু'জন মিস্ত্রি সেখানে আসেন । তখন রান্না করছিলেন ঝর্ণা । সেই সময় মিস্ত্রিরা তাকে বলে চা তৈরি করতে । চা তৈরি করার সময় হঠাৎ আগুন ধরে যায় । ফলে ঘটনাস্থলে থাকা ঝর্ণা-সহ চারজন অগ্নিদগ্ধ হয় । রাইস মিলের কর্মীরা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ।

এই বিষয়ে মিলের মালিক দিলীপ কুমার সাউ বলেন, "অন্যান্য দিনের মতো আমি সিসিটিভি ফুটেজ সকালে চেক করি । দেখি সিকিউরিটি গার্ড দৌড়াতে শুরু করেছে তার সঙ্গে অনেকেই দৌড় দিয়েছে । বুঝতে পারি কোনও একটা দুর্ঘটনা ঘটেছে । একজন স্টাফকে ফোন করে জানতে পারি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে চারজন আহত হয়েছে । যিনি রান্না করেন তিনি বেশি পুড়ে গিয়েছেন । গ্যাস লিক করছিল । কিন্তু সেখানে যারা ছিল তারা গুরুত্ব দেয়নি । তারা ভাবে চা করা হয়ে গেলেই ঠিক করে নেবে । সেই মতো দুজন মিস্ত্রিকেও ডাকা হয় । তারাই বলে চা হয়ে গেলে তারা কাজ করবে । এখানে স্থায়ী ও অস্থায়ী কর্মী সকলেই থাকেন ৷ সেই অনুযায়ী পর্যাপ্ত জায়গা নেই এটা আমরা স্বীকার করি । তবে এটা তো একটা দুর্ঘটনা । আর যেহেতু আমি মিলের মালিক তাই গাফিলতির আঙুল আমার দিকেই উঠবে । আগামি দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে সচেতন হব । এখানে দাহ্য পদার্থ থাকে না । মিলে অগ্নিনির্বাপক আছে। শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে ।"

আউশগ্রাম, 30 জুলাই: রাইস মিলে গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিদগ্ধ হলেন চারজন । এদের মধ্যে একজন মহিলা । আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । মঙ্গলবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেলাড়ি এলাকার একটা রাইস মিলের ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালের দিকে রান্না করার সময় সিলিন্ডারের গ্যাস লিক করে ৷ কিন্তু তারপরেও সেই গ্যাস অফ না করেই চলছিল রান্নার কাজ । ফলে আগুন ধরে গেলে ঘটনাস্থলে থাকা চারজন অগ্নিদগ্ধ হয় । আহতরা হলেন পার্থ ঘোষাল, চঞ্চল পাল, চাঁদ বাউরি ও ঝর্ণা কুন্ডু ৷ সকলেরই চিকিৎসা চলছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

রাইস মিল সূত্রে জানা গিয়েছে, এদিন গ্যাস লিক করায় মিস্ত্রিকে খবর দেওয়া হয় । দু'জন মিস্ত্রি সেখানে আসেন । তখন রান্না করছিলেন ঝর্ণা । সেই সময় মিস্ত্রিরা তাকে বলে চা তৈরি করতে । চা তৈরি করার সময় হঠাৎ আগুন ধরে যায় । ফলে ঘটনাস্থলে থাকা ঝর্ণা-সহ চারজন অগ্নিদগ্ধ হয় । রাইস মিলের কর্মীরা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ।

এই বিষয়ে মিলের মালিক দিলীপ কুমার সাউ বলেন, "অন্যান্য দিনের মতো আমি সিসিটিভি ফুটেজ সকালে চেক করি । দেখি সিকিউরিটি গার্ড দৌড়াতে শুরু করেছে তার সঙ্গে অনেকেই দৌড় দিয়েছে । বুঝতে পারি কোনও একটা দুর্ঘটনা ঘটেছে । একজন স্টাফকে ফোন করে জানতে পারি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে চারজন আহত হয়েছে । যিনি রান্না করেন তিনি বেশি পুড়ে গিয়েছেন । গ্যাস লিক করছিল । কিন্তু সেখানে যারা ছিল তারা গুরুত্ব দেয়নি । তারা ভাবে চা করা হয়ে গেলেই ঠিক করে নেবে । সেই মতো দুজন মিস্ত্রিকেও ডাকা হয় । তারাই বলে চা হয়ে গেলে তারা কাজ করবে । এখানে স্থায়ী ও অস্থায়ী কর্মী সকলেই থাকেন ৷ সেই অনুযায়ী পর্যাপ্ত জায়গা নেই এটা আমরা স্বীকার করি । তবে এটা তো একটা দুর্ঘটনা । আর যেহেতু আমি মিলের মালিক তাই গাফিলতির আঙুল আমার দিকেই উঠবে । আগামি দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে সচেতন হব । এখানে দাহ্য পদার্থ থাকে না । মিলে অগ্নিনির্বাপক আছে। শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.