ETV Bharat / state

মগরাহাটে কয়লার গাড়ি লুটের ছক ও গুলি ! গ্রেফতার 4, উদ্ধার আগ্নেয়াস্ত্র - Miscreants Arrested in Mograhat

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 8:03 PM IST

Miscreants Arrested in Mograhat: মগরাহাটে কয়লার গাড়ি লুটের ছক ও গুলি চালানোর ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ৷

ETV BHARAT
মগরাহাটে গ্রেফতার 4 (নিজস্ব চিত্র)

মগরাহাট, 2 সেপ্টেম্বর: মগরাহাটে দুষ্কৃতীদের কয়লার গাড়ি লুট করার ছক ভেস্তে দিল পুলিশ ৷ লুট করার ষড়যন্ত্র ও গুলি চালানো-সহ একাধিক অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ৷

ধামুয়া রেলস্টেশনের কাছে আসানসোল থেকে আসা কয়লার গাড়ি লুট করতে এসেছিল দুষ্কৃতীরা । পরিকল্পনা অনুযায়ী গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল । ছক ছিল যখনই ওই কয়লার গাড়ি থেকে কয়েকজন এই রাস্তা পরিষ্কার করতে আসবেন, তখনই দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালিয়ে লুটপাট করবে । সেই পরিকল্পনা অনুযায়ী রাস্তা বন্ধ করে পাশের একটি জঙ্গলে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা । সময় মতো কয়লার গাড়িটিও এসেছিল ৷ রাস্তা অবরুদ্ধ দেখে কয়লার গাড়ি থেকে দু'জন কর্মী রাস্তা পরিষ্কার করছিলেন । সেই সময় অস্বাভাবিক কিছু আন্দাজ করতে পারেন লরির চালক ৷ সেই সময় লরির চালক ইশারা দিয়ে সবাইকে চলে আসতে বলেন ।

আর তখনই জঙ্গল থেকে ভেসে আসে গুলির আওয়াজ । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিহারের বাসিন্দা নন্দকিশোর সিংয়ের । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ । এরপর অভিযুক্তদের গ্রেফতারের জন্য ভোররাতে মগরাহাট থানার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ । ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে-র নেতৃত্বে তৈরি করা হয় বিশেষ দল । এরপর মগরাহাটের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালানো হয় । সেই তল্লাশি অভিযানে আটক করা হয় চারজনকে । ধৃতরা মগরাহাট থানার দাগি আসামি । চারজনের বিরুদ্ধে মগরাহাট থানায় একাধিক অভিযোগ রয়েছে । এরপর চারজনকে জিজ্ঞাসাবাদের পরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ।

মোট পাঁচজন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি করে ধৃতরা । চারজনকেই গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, ছিনতাই, মারধর, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । এ বিষয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, ধামুয়া রেল স্টেশনে গুলি চালানোর ঘটনায় গতকাল রাতভর মগরাহাট থানার বিভিন্ন প্রান্তে পুলিশের তল্লাশি অভিযান চলে ৷ চারজন অভিযুক্তকে আটক করা হয় । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনায় জানা গিয়েছে ।

এই ঘটনায় পলাতক একজনের খোঁজে চলছে তল্লাশি । অভিযুক্তদের সোমবার ডায়মন্ডহারবার মহকুমার আদালতে পেশ করা হয় । অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । অভিযুক্তরা সবাই মগরাহাট থানা এলাকার বাসিন্দা ।

মগরাহাট, 2 সেপ্টেম্বর: মগরাহাটে দুষ্কৃতীদের কয়লার গাড়ি লুট করার ছক ভেস্তে দিল পুলিশ ৷ লুট করার ষড়যন্ত্র ও গুলি চালানো-সহ একাধিক অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ৷

ধামুয়া রেলস্টেশনের কাছে আসানসোল থেকে আসা কয়লার গাড়ি লুট করতে এসেছিল দুষ্কৃতীরা । পরিকল্পনা অনুযায়ী গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল । ছক ছিল যখনই ওই কয়লার গাড়ি থেকে কয়েকজন এই রাস্তা পরিষ্কার করতে আসবেন, তখনই দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালিয়ে লুটপাট করবে । সেই পরিকল্পনা অনুযায়ী রাস্তা বন্ধ করে পাশের একটি জঙ্গলে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা । সময় মতো কয়লার গাড়িটিও এসেছিল ৷ রাস্তা অবরুদ্ধ দেখে কয়লার গাড়ি থেকে দু'জন কর্মী রাস্তা পরিষ্কার করছিলেন । সেই সময় অস্বাভাবিক কিছু আন্দাজ করতে পারেন লরির চালক ৷ সেই সময় লরির চালক ইশারা দিয়ে সবাইকে চলে আসতে বলেন ।

আর তখনই জঙ্গল থেকে ভেসে আসে গুলির আওয়াজ । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিহারের বাসিন্দা নন্দকিশোর সিংয়ের । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ । এরপর অভিযুক্তদের গ্রেফতারের জন্য ভোররাতে মগরাহাট থানার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ । ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে-র নেতৃত্বে তৈরি করা হয় বিশেষ দল । এরপর মগরাহাটের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালানো হয় । সেই তল্লাশি অভিযানে আটক করা হয় চারজনকে । ধৃতরা মগরাহাট থানার দাগি আসামি । চারজনের বিরুদ্ধে মগরাহাট থানায় একাধিক অভিযোগ রয়েছে । এরপর চারজনকে জিজ্ঞাসাবাদের পরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ।

মোট পাঁচজন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি করে ধৃতরা । চারজনকেই গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, ছিনতাই, মারধর, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । এ বিষয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, ধামুয়া রেল স্টেশনে গুলি চালানোর ঘটনায় গতকাল রাতভর মগরাহাট থানার বিভিন্ন প্রান্তে পুলিশের তল্লাশি অভিযান চলে ৷ চারজন অভিযুক্তকে আটক করা হয় । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনায় জানা গিয়েছে ।

এই ঘটনায় পলাতক একজনের খোঁজে চলছে তল্লাশি । অভিযুক্তদের সোমবার ডায়মন্ডহারবার মহকুমার আদালতে পেশ করা হয় । অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । অভিযুক্তরা সবাই মগরাহাট থানা এলাকার বাসিন্দা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.