ETV Bharat / state

বানভাসি ঘাটালে 7 দিনে উদ্ধার 362 জন গর্ভবতী মহিলা ! সুস্থ আছেন সকলেই - Ghatal Flood Situation - GHATAL FLOOD SITUATION

Water logged Ghatal: জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের একাধিক শহর ৷ নেই পরিস্রুত পানীয় জল, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৷ এই আবহে গত 7 দিনে 362 জন গর্ভবতী মহিলাকে উদ্ধার করল প্রশাসন ৷

Water logged Ghatal
বানভাসি ঘাটালে উদ্ধার গর্ভবতী মহিলারা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 8:29 PM IST

ঘাটাল, 25 সেপ্টেম্বর: জলের তলায় গোটা গ্রাম ৷ কোথায় চাষের জমি, কোথায় পাকা রাস্তা ! সবটাই যেন আস্ত এক নদী ৷ কোথাও যাওয়ার জন্য ছোট ভেলা বা নৌকা একমাত্র ভরসা ৷ ডিভিসি থেকে জল ছাড়ার পর এমনই অবস্থা হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ৷ তবে এই পরিস্থিতিতেও তৎপর পুলিশ ও স্বাস্থ্য প্রশাসন ৷

জলমগ্ন ঘাটালে এখনও পর্যন্ত 362 জন গর্ভবতী মহিলাকে উদ্ধার করেছে পুলিশ ও স্বাস্থ্য় প্রশাসন ৷ তাঁদের মধ্যে সুস্থ সন্তান প্রসব করেছেন 245 জন মহিলা ৷ এই মুহূর্তে তাঁদের রাখা হয়েছে 'মাতৃ কুটিরে' ৷ তবে বানভাসি এই পরিস্থিতিতে সাপের আতঙ্ক তাড়া করছে ঘাটালের মানুষকে । এই কয়েকদিনে সাপে কামড়েছে প্রায় 152 জনকে ৷ এই পরিস্থিতিতে নতুন মায়েদেরকে নিয়ে ঘুম উড়েছে প্রশাসনের । যদিও সাপে কামড়ানো ব্যক্তিরা সুস্থ আছেন । তাদেরকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর, ঘাটাল এবং খড়্গপুর হাসপাতালে ৷

Water logged Ghatal
হাসপাতাল পরিদর্শনে সরকারি আধিকারিকরা (নিজস্ব চিত্র)

গত কয়েকদিন ধরে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক শহর ৷ ঘাটাল, ডেবরা, কেশপুর, পিংলা, সবং, খড়্গপুর-সহ জলমগ্ন পরিস্থিতি দাসপুর এলাকায় । এই পরিস্থিতিতে ত্রান বিলি করতে নেমেছে প্রশাসন ও বিভিন্ন সংঘ সংগঠন ৷ সেই সঙ্গে, জলমগ্ন এলাকা থেকে বানভাসি মানুষগুলিকেও উদ্ধার করে নিরাপদে আশ্রয়ে স্থানান্তরিত করছেন তাঁরা ৷

এই বন্যা পরিস্থিতির মধ্যেই প্রশাসনের তৎপরতায় উদ্ধার হয়েছে প্রসূতি মহিলা এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের । প্রশাসনের তথ্য অনুযায়ী, গত সাত দিনে ঘাটাল এবং পার্শ্ববর্তী বন্যা কবলিত এলাকার 362 জন গর্ভবতী মহিলাদের পুলিশ, স্বাস্থ্য ও প্রশাসনের উদ্যোগে উদ্ধার করা হয় । তাঁদের ঘাটাল মহকুমা এবং সুপার স্পেশালিটি হাসপাতালের 'মাতৃ-কুটির'এ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । তাঁদের মধ্যে 245 জন গর্ভবতী মহিলা সুস্থ সন্তান প্রসব করেছেন এবং বাকিদেরও নির্দিষ্ট সময়ে প্রসবের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।

মঙ্গলবার 'মাতৃ-কুটির' পরিদর্শনে যান জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলাশাসক খুরশিদ আলী কাদরী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী ৷ তাঁদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন পুলিশ ও স্বাস্থ্য আধিকারিক ৷ তাঁরা ঘাটাল মহকুমা এবং সুপার স্পেশালিটি হাসপাতালে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া এই সমস্ত গর্ভবতী ও প্রসূতি মহিলাদের সঙ্গে দেখা করেন ৷ মহিলাদের সঙ্গে কথা বলে চিকিৎসায় সুব্যবস্থার আশ্বাস দেন তাঁরা ৷

সম্প্রতি এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে যান তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী তথা দেব ৷ বোটে চেপে পরিস্থিতি পরিদর্শন করেন তিনি ৷ সেই সঙ্গে, মানুষের পাশে থাকারও বার্তা দেন ৷ পুলিশ সুপার এবং জেলা শাসক জানিয়েছেন, বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য সমস্ত বিষয়ে হেল্প লাইন খোলা হয়েছে ৷ জলমগ্ন এলাকা থেকে সরিয়ে সাধারণ মানুষদেরকে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন ত্রাণশিবিরে ৷

ঘাটাল, 25 সেপ্টেম্বর: জলের তলায় গোটা গ্রাম ৷ কোথায় চাষের জমি, কোথায় পাকা রাস্তা ! সবটাই যেন আস্ত এক নদী ৷ কোথাও যাওয়ার জন্য ছোট ভেলা বা নৌকা একমাত্র ভরসা ৷ ডিভিসি থেকে জল ছাড়ার পর এমনই অবস্থা হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ৷ তবে এই পরিস্থিতিতেও তৎপর পুলিশ ও স্বাস্থ্য প্রশাসন ৷

জলমগ্ন ঘাটালে এখনও পর্যন্ত 362 জন গর্ভবতী মহিলাকে উদ্ধার করেছে পুলিশ ও স্বাস্থ্য় প্রশাসন ৷ তাঁদের মধ্যে সুস্থ সন্তান প্রসব করেছেন 245 জন মহিলা ৷ এই মুহূর্তে তাঁদের রাখা হয়েছে 'মাতৃ কুটিরে' ৷ তবে বানভাসি এই পরিস্থিতিতে সাপের আতঙ্ক তাড়া করছে ঘাটালের মানুষকে । এই কয়েকদিনে সাপে কামড়েছে প্রায় 152 জনকে ৷ এই পরিস্থিতিতে নতুন মায়েদেরকে নিয়ে ঘুম উড়েছে প্রশাসনের । যদিও সাপে কামড়ানো ব্যক্তিরা সুস্থ আছেন । তাদেরকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর, ঘাটাল এবং খড়্গপুর হাসপাতালে ৷

Water logged Ghatal
হাসপাতাল পরিদর্শনে সরকারি আধিকারিকরা (নিজস্ব চিত্র)

গত কয়েকদিন ধরে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক শহর ৷ ঘাটাল, ডেবরা, কেশপুর, পিংলা, সবং, খড়্গপুর-সহ জলমগ্ন পরিস্থিতি দাসপুর এলাকায় । এই পরিস্থিতিতে ত্রান বিলি করতে নেমেছে প্রশাসন ও বিভিন্ন সংঘ সংগঠন ৷ সেই সঙ্গে, জলমগ্ন এলাকা থেকে বানভাসি মানুষগুলিকেও উদ্ধার করে নিরাপদে আশ্রয়ে স্থানান্তরিত করছেন তাঁরা ৷

এই বন্যা পরিস্থিতির মধ্যেই প্রশাসনের তৎপরতায় উদ্ধার হয়েছে প্রসূতি মহিলা এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের । প্রশাসনের তথ্য অনুযায়ী, গত সাত দিনে ঘাটাল এবং পার্শ্ববর্তী বন্যা কবলিত এলাকার 362 জন গর্ভবতী মহিলাদের পুলিশ, স্বাস্থ্য ও প্রশাসনের উদ্যোগে উদ্ধার করা হয় । তাঁদের ঘাটাল মহকুমা এবং সুপার স্পেশালিটি হাসপাতালের 'মাতৃ-কুটির'এ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । তাঁদের মধ্যে 245 জন গর্ভবতী মহিলা সুস্থ সন্তান প্রসব করেছেন এবং বাকিদেরও নির্দিষ্ট সময়ে প্রসবের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।

মঙ্গলবার 'মাতৃ-কুটির' পরিদর্শনে যান জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলাশাসক খুরশিদ আলী কাদরী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী ৷ তাঁদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন পুলিশ ও স্বাস্থ্য আধিকারিক ৷ তাঁরা ঘাটাল মহকুমা এবং সুপার স্পেশালিটি হাসপাতালে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া এই সমস্ত গর্ভবতী ও প্রসূতি মহিলাদের সঙ্গে দেখা করেন ৷ মহিলাদের সঙ্গে কথা বলে চিকিৎসায় সুব্যবস্থার আশ্বাস দেন তাঁরা ৷

সম্প্রতি এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে যান তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী তথা দেব ৷ বোটে চেপে পরিস্থিতি পরিদর্শন করেন তিনি ৷ সেই সঙ্গে, মানুষের পাশে থাকারও বার্তা দেন ৷ পুলিশ সুপার এবং জেলা শাসক জানিয়েছেন, বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য সমস্ত বিষয়ে হেল্প লাইন খোলা হয়েছে ৷ জলমগ্ন এলাকা থেকে সরিয়ে সাধারণ মানুষদেরকে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন ত্রাণশিবিরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.