ETV Bharat / state

আশঙ্কাই সত্যি ! বঙ্গে ওমিক্রনের নয়া প্রজাতি কেপি 2, আক্রান্ত 30 - Omicron New Strain KP 2 - OMICRON NEW STRAIN KP 2

Omicron New Strain in Kolkata: জিনোম সিকোয়েন্স করতে পাঠানোর আগে আশঙ্কা ছিল করোনা পজিটিভ ব্যক্তিরা ওমিক্রনের নয়া প্রজাতি কেপি 2-তে আক্রান্ত হতে পারেন ৷ সেই আশঙ্কাই সত্যি হল ৷ ভালো থাকতে কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ?

Covid Positive New Strain at Kolkata
কলকাতায় করোনা ওমিক্রনের নয়া সাব ভ্যারিয়েন্ট কেপি 2-তে আক্রান্ত 30 জন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 4:34 PM IST

Updated : May 19, 2024, 4:41 PM IST

কলকাতা, 19 মে: এবার বাংলায় ওমিক্রনের নতুন প্রজাতির হদিশ । কেপি-2 এ আক্রান্তদের হদিশ মিলল রাজ্যে । ওমিক্রনের নয়া প্রজাতিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা 30 ৷ স্বাস্থ্য ভবন সূত্রে খবর, প্রায় চার মাস ধরে রাজ্যে বহু করোনা পজিটিভ মানুষের জিনোম সিকোয়েন্স করা হয়েছে । সেখানেই পজিটিভ আসে কয়েকজনের । বর্তমানে তার সংখ্যা দাঁড়িয়েছে 30 । বর্তমানে সারা দেশে কেপি-2 ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা 272 । সব থেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে ।

সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের নতুন এই সাব ভ্যারিয়েন্ট । দেশের মধ্যে মহারাষ্ট্রে জানুয়ারি মাসে প্রথম ধরা পড়ে এই প্রজাতি । তবে এরপর সারাদেশেই ছড়িয়ে পড়ে এই ভাইরাস । তেমনভাবে এবার বাংলাতেও এই ভাইরাসের হদিশ মিলেছে । প্রায় 30 জন আক্রান্ত । কিন্তু সকলেই স্থিতিশীল । চিকিৎসকের মতে, এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই । এর মারণ ক্ষমতা রয়েছে বটে তবে বিরাট আশঙ্কার কারণ নেই । একটি মহামারী শেষ হলে এমন বহু প্রজাতিতে ভেঙে যায় । তবে টিকা নেওয়ার দরুন সকলের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে ।

এই রোগের লক্ষণ হিসাবে চিকিৎসকের জানান, করোনার সময় যে সব সমস্যা দেখা দিত সেইগুলোই এরও লক্ষণ । যেমন - কাঁপুনি দিয়ে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা থেকে শুরু করে সারা শরীরে যন্ত্রণা । চিকিৎসকদের কথায়, এই সময় মূলত পুরনো অভ্যাস ফিরিয়ে আনা দরকার । এই বিষয়ে চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায় জানান, যাঁদের কো-মর্বিটি আছে তাঁদের সাবধানে থাকতে হবে । সর্দি-কাশি হলে মাস্ক ব্যবহার করা ভালো । যতটা সম্ভব ভিড় এড়িয়ে চললেই সুবিধা । আর স্যানিটাইজার বা হাত ধোয়ার অভ্যাসগুলো আমাদের কোনও নির্দিষ্ট সময়ের জন্য নয়, সারাজীবন সঙ্গে রাখা দরকার।

কলকাতা, 19 মে: এবার বাংলায় ওমিক্রনের নতুন প্রজাতির হদিশ । কেপি-2 এ আক্রান্তদের হদিশ মিলল রাজ্যে । ওমিক্রনের নয়া প্রজাতিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা 30 ৷ স্বাস্থ্য ভবন সূত্রে খবর, প্রায় চার মাস ধরে রাজ্যে বহু করোনা পজিটিভ মানুষের জিনোম সিকোয়েন্স করা হয়েছে । সেখানেই পজিটিভ আসে কয়েকজনের । বর্তমানে তার সংখ্যা দাঁড়িয়েছে 30 । বর্তমানে সারা দেশে কেপি-2 ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা 272 । সব থেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে ।

সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের নতুন এই সাব ভ্যারিয়েন্ট । দেশের মধ্যে মহারাষ্ট্রে জানুয়ারি মাসে প্রথম ধরা পড়ে এই প্রজাতি । তবে এরপর সারাদেশেই ছড়িয়ে পড়ে এই ভাইরাস । তেমনভাবে এবার বাংলাতেও এই ভাইরাসের হদিশ মিলেছে । প্রায় 30 জন আক্রান্ত । কিন্তু সকলেই স্থিতিশীল । চিকিৎসকের মতে, এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই । এর মারণ ক্ষমতা রয়েছে বটে তবে বিরাট আশঙ্কার কারণ নেই । একটি মহামারী শেষ হলে এমন বহু প্রজাতিতে ভেঙে যায় । তবে টিকা নেওয়ার দরুন সকলের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে ।

এই রোগের লক্ষণ হিসাবে চিকিৎসকের জানান, করোনার সময় যে সব সমস্যা দেখা দিত সেইগুলোই এরও লক্ষণ । যেমন - কাঁপুনি দিয়ে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা থেকে শুরু করে সারা শরীরে যন্ত্রণা । চিকিৎসকদের কথায়, এই সময় মূলত পুরনো অভ্যাস ফিরিয়ে আনা দরকার । এই বিষয়ে চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায় জানান, যাঁদের কো-মর্বিটি আছে তাঁদের সাবধানে থাকতে হবে । সর্দি-কাশি হলে মাস্ক ব্যবহার করা ভালো । যতটা সম্ভব ভিড় এড়িয়ে চললেই সুবিধা । আর স্যানিটাইজার বা হাত ধোয়ার অভ্যাসগুলো আমাদের কোনও নির্দিষ্ট সময়ের জন্য নয়, সারাজীবন সঙ্গে রাখা দরকার।

আরও পড়ুন :

  1. রাজ্যে ফের কোভিড আতঙ্ক, ওমিক্রনের নতুন প্রজাতি কেপি-2 তে আক্রান্তের আশঙ্কা
Last Updated : May 19, 2024, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.