কলকাতা, 1 সেপ্টেম্বর: অনৈতিকভাবে প্রভাব খাটানো থেকে শুরু করে ভয় দেখানো নিয়ে আরজি করের পাশাপাশি সরব হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । এখানকার কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা । রবিবার সেই চিকিৎসকদের বিরুদ্ধে বৈঠকে কড়া পদক্ষেপ নিল কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তনী সংসদ ।
এদিনের বৈঠকে অভিযুক্ত ওই তিন চিকিৎসক অধ্যাপককে নিয়ে আলোচনা করা হয় । সেখানে চিকিৎসক মানব নন্দী, সুহেনা সরকার এবং তপন কুমার নস্করকে প্রাক্তনী সংসদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় । এই তিনজনের বিরুদ্ধেই বেশ কিছু অভিযোগ ছিল । এর পাশাপাশি জানা গিয়েছে, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে সিন্ডিকেট চলত, তার ঘনিষ্ঠ ছিলেন এই তিন চিকিৎসক । অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেও সেই সিন্ডিকেট চালাতেন এই তিনজন । পড়ুয়াদের ভয় দেখানোর পাশাপাশি বিভিন্ন রকম হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে ৷ সেই জন্যই এই পদক্ষেপ কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তনী সংসদের ।
প্রসঙ্গত, এর আগে কলেজ কাউন্সিলিংয়ের বৈঠক করে সরিয়ে দেওয়া হয়েছিল মেডিক্যাল কলেজের ডিন মানব নন্দীকে । এর সঙ্গে ঠিক হয়েছিল, বাকি 4 জন বর্তমানে কোনও ক্লাস নিতে পারবে না । এমনকী বাকি কলেজের দায়িত্বও তাঁরা পালন করতে পারবেন না । সেই চার জন অধ্যাপক চিকিৎসক হলেন চিকিৎসক সুহেনা সরকার, চিকিৎসক ইশিতা সেনগুপ্ত, চিকিৎসক তপন নস্কর এবং শমীকা বিশ্বাস।
অভিযোগ ছিল, এক ছাত্রীকে হুমকি দিয়ে বলা হয় হস্টেল পেতে গেলে টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে । যদি তা না করে তাহলে হস্টেল পাবে না । পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হবে । এমনকী পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ । এই অভিযোগের পরেই ওই ছাত্রী কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের কাছে অভিযোগ জানান । এই বিষয়টি খতিয়ে দেখার জন্য এটি তদন্ত কমিটি গঠন করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তারপর আজ প্রাক্তনী সংসদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷