ETV Bharat / state

আলিপুরদুয়ারে পিকআপ ভ্যান উলটে মৃত 3, আহত 8 জন - 3 businessman killed in an accident

Road Accident in Alipurduar: হাট থেকে ফেরার পথে পিকআপ ভ্যান উলটে মৃত 3 ব্যবসায়ী ৷ ঘটনায় আহত 8 জন। মাদারিহাট বীরপাড়া ব্লকের হোলাপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ৷

Road Accident in Alipurduar
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 10:53 AM IST

আলিপুরদুয়ার, 20 মার্চ: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল পিকআপ ভ্যান ৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 ৷ গুরুতর আহত হয়েছেন 8 যাত্রী ৷ সকলেই পিকআপ ভ্যানে ছিলেন ৷ ঘটনাটি আলিপুরদুয়ারের মাদারিহাটের বীরপাড়া ব্লকের হোলা পাড়া এলাকায়। মৃতরা হলেন, সুভাষনগরের বাসিন্দা রঞ্জন শাহ (58), উত্তরখয়েরবাড়ির বাসিন্দা সমীর ইসলাম (18), রজ্জাক আলি(35) মধ্যমাদারিহাটের বাসিন্দা।

মঙ্গলবার মাদারিহাটের বীরপাড়া ব্লকের ভারত-ভুটান সীমান্ত টোটোপাড়া থেকে একটি যাত্রী বোঝাই পিকআপ ভ্যান আসছিল ৷ পিকআপ ভ্যানে 11 জন যাত্রী ছিলেন ৷ সকলেই হাট করে ফিরছিলেন ৷ সেই সমযেই হোলা পাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উলটে যায়। পিকআপ ভ্যানের নীচে চাপা পড়ে যান ব্যবসায়ীরা । স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই দুর্ঘটনাস্থলে উপস্থিত হন মাদারিহাট থানার পুলিশ ৷ আহতদের সকলকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে মাদারিহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করেন ৷ আহতদের মাদারিহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে । সেখানেই চিকিৎসাধীন তাঁরা ৷

ঘটনা প্রসঙ্গেই আলিপুরদুয়ারের মাদারিহাট থানার ওসি মিম্বা শেরপা জানান, মদারীহাট থেকে টোটোপাড়া দিয়ে ফেলার সময়ে ৷ দুর্ঘটনায় 3 জন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 8 জন ৷ যেহেতু মাদারীহাট থেকে অনেকটা দূরে ঘটনাটি ঘটেছে ফলে পুলিশ পৌঁছতে একটু সময় লেগেছে ৷ ইতিমধ্যই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পিকআপ ভ্যানটি ট্রাাফিক আইন ভেঙে ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বজ্রবিদ্যুৎ-সহ অকাল বর্ষণ, বইবে ঝোড়ো হাওয়াও; বঙ্গে দুর্ভোগ কতদিন?
  2. নিশীথ-উদয়নের 'সংঘর্ষ', রণক্ষেত্র দিনহাটায় মাথা ফাটল এসডিপিও'র
  3. নিশীথ-উদয়ন সংঘর্ষ! রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

আলিপুরদুয়ার, 20 মার্চ: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল পিকআপ ভ্যান ৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 ৷ গুরুতর আহত হয়েছেন 8 যাত্রী ৷ সকলেই পিকআপ ভ্যানে ছিলেন ৷ ঘটনাটি আলিপুরদুয়ারের মাদারিহাটের বীরপাড়া ব্লকের হোলা পাড়া এলাকায়। মৃতরা হলেন, সুভাষনগরের বাসিন্দা রঞ্জন শাহ (58), উত্তরখয়েরবাড়ির বাসিন্দা সমীর ইসলাম (18), রজ্জাক আলি(35) মধ্যমাদারিহাটের বাসিন্দা।

মঙ্গলবার মাদারিহাটের বীরপাড়া ব্লকের ভারত-ভুটান সীমান্ত টোটোপাড়া থেকে একটি যাত্রী বোঝাই পিকআপ ভ্যান আসছিল ৷ পিকআপ ভ্যানে 11 জন যাত্রী ছিলেন ৷ সকলেই হাট করে ফিরছিলেন ৷ সেই সমযেই হোলা পাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উলটে যায়। পিকআপ ভ্যানের নীচে চাপা পড়ে যান ব্যবসায়ীরা । স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই দুর্ঘটনাস্থলে উপস্থিত হন মাদারিহাট থানার পুলিশ ৷ আহতদের সকলকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে মাদারিহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করেন ৷ আহতদের মাদারিহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে । সেখানেই চিকিৎসাধীন তাঁরা ৷

ঘটনা প্রসঙ্গেই আলিপুরদুয়ারের মাদারিহাট থানার ওসি মিম্বা শেরপা জানান, মদারীহাট থেকে টোটোপাড়া দিয়ে ফেলার সময়ে ৷ দুর্ঘটনায় 3 জন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 8 জন ৷ যেহেতু মাদারীহাট থেকে অনেকটা দূরে ঘটনাটি ঘটেছে ফলে পুলিশ পৌঁছতে একটু সময় লেগেছে ৷ ইতিমধ্যই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পিকআপ ভ্যানটি ট্রাাফিক আইন ভেঙে ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বজ্রবিদ্যুৎ-সহ অকাল বর্ষণ, বইবে ঝোড়ো হাওয়াও; বঙ্গে দুর্ভোগ কতদিন?
  2. নিশীথ-উদয়নের 'সংঘর্ষ', রণক্ষেত্র দিনহাটায় মাথা ফাটল এসডিপিও'র
  3. নিশীথ-উদয়ন সংঘর্ষ! রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.