ETV Bharat / state

শহরে আইপিএল বেটিং চক্রের খোঁজ, গ্রেফতার তিন - IPL 2024 - IPL 2024

IPL Betting Case: ফের আইপিএল বেটিং চক্রের হোদিস কলকাতায় । ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ৷

IPL Betting Case
আইপিএল বেটিং চক্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 6:38 PM IST

কলকাতা, 19 এপ্রিল: ফের আইপিএলকে ঘিরে তৈরি হওয়া বেটিং চক্রের খোঁজ মিলল । ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড এবং একাধিক ল্যাপটপ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷ লালবাজারের তরফে জানান হয়েছে, হেয়ার স্ট্রিট থানা এলাকায় প্রবীণ কোঠারি নামে এক ব্যবসায়ীর অফিসে আইপিএলের বেটিং চলছে বলে খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাতে এলাকায় পৌঁছন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ৷ তল্লাশির পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় প্রবীণ কোঠারি, বসন্ত কুমার বানসালি ও মনোজ আগরওয়াল নামে 3 জনকে ৷

লালবাজার সূত্রের খবর, আইপিএলের হাইভোল্টেজ মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংসের খেলায় বেটিং হয়েছিল। গ্রেফতারের পর 4টি মোবাইল ফোন এবং ক্রিকেট বাজি সংক্রান্ত বেশ কয়েকটি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতদের ফোন থেকে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট এবং বিভিন্ন নাম্বার পাওয়া গিয়েছে । গোয়েন্দারা মনে করছেন, বিভিন্ন রাজ্যে একসঙ্গে চালানো হচ্ছিল এই ব্যাটিং চক্র । বেশ কয়েকজনের নম্বর ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারীরা । সেই সূত্র ধরে তদন্ত চলছে। দেশের অন্য কোনও অংশে এই চক্রের জাল ছড়িয়ে আছে তা জানার কাজ শুরু হয়েছে। কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাও জানার চেষ্টা হচ্ছে।

এবারই প্রথম নয়, আইপিএল ঘিরে বেটিং আগেও অনেকবার হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। প্রতিবারই দেখা যায় প্রতিযোগিতার শুরু থেকেই সক্রিয় হয়ে ওঠে বেশ কয়েকটি চক্র। ৷ সেকারণে এবার খেলা শুরুর আগে থেকেই সতর্ক ছিল কলকাতা পুলিশ । বিভিন্ন হোটেলগুলির উপর নজর রেখেছিল তদন্তকারীরা । আর তাতেই মিলল সাফল্য ৷

আরও পড়ুন:

কলকাতা, 19 এপ্রিল: ফের আইপিএলকে ঘিরে তৈরি হওয়া বেটিং চক্রের খোঁজ মিলল । ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড এবং একাধিক ল্যাপটপ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷ লালবাজারের তরফে জানান হয়েছে, হেয়ার স্ট্রিট থানা এলাকায় প্রবীণ কোঠারি নামে এক ব্যবসায়ীর অফিসে আইপিএলের বেটিং চলছে বলে খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাতে এলাকায় পৌঁছন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ৷ তল্লাশির পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় প্রবীণ কোঠারি, বসন্ত কুমার বানসালি ও মনোজ আগরওয়াল নামে 3 জনকে ৷

লালবাজার সূত্রের খবর, আইপিএলের হাইভোল্টেজ মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংসের খেলায় বেটিং হয়েছিল। গ্রেফতারের পর 4টি মোবাইল ফোন এবং ক্রিকেট বাজি সংক্রান্ত বেশ কয়েকটি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতদের ফোন থেকে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট এবং বিভিন্ন নাম্বার পাওয়া গিয়েছে । গোয়েন্দারা মনে করছেন, বিভিন্ন রাজ্যে একসঙ্গে চালানো হচ্ছিল এই ব্যাটিং চক্র । বেশ কয়েকজনের নম্বর ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারীরা । সেই সূত্র ধরে তদন্ত চলছে। দেশের অন্য কোনও অংশে এই চক্রের জাল ছড়িয়ে আছে তা জানার কাজ শুরু হয়েছে। কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাও জানার চেষ্টা হচ্ছে।

এবারই প্রথম নয়, আইপিএল ঘিরে বেটিং আগেও অনেকবার হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। প্রতিবারই দেখা যায় প্রতিযোগিতার শুরু থেকেই সক্রিয় হয়ে ওঠে বেশ কয়েকটি চক্র। ৷ সেকারণে এবার খেলা শুরুর আগে থেকেই সতর্ক ছিল কলকাতা পুলিশ । বিভিন্ন হোটেলগুলির উপর নজর রেখেছিল তদন্তকারীরা । আর তাতেই মিলল সাফল্য ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.