কলকাতা, 28 জুন: 2023 সালে বিহারের কনস্টেবল নিয়োগ পরীক্ষার আগেই তার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মিলল বাংলার যোগ ৷ ওই ঘটনায় এ রাজ্য থেকে তিনজনকে গ্রেফতার করেছে বিহার পুলিশের এক প্রতিনিধি দল ৷ ধৃতরা সবাই উত্তর 24 পরগনার বাসিন্দা ৷ জানা গিয়েছে, তাঁদের জেরা করে নিট-ইউজি-র প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে বিহারের কনস্টেবল নিয়োগের দুর্নীতির একটি যোগসূত্র পেয়েছে পুলিশ ৷
বিহারের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধৃত তিনজনের নাম কৌশিক কর, সঞ্জয় দাস ও সুমন বিশ্বাস । জানা গিয়েছে, এই তিন ব্যক্তির সঙ্গে নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার একটা যোগসূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা । তাহলে কি নিটের সঙ্গে বিহারের কনস্টেবল নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের যোগ রয়েছে ? তা খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে বিহার পুলিশ ।
জানা গিয়েছে, 2023 সালে বিহারে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছাপাতে দেওয়া হয়েছিল একটি প্রিন্টিং প্রেসকে । সেই প্রেসের ঠিকানা এ রাজ্যের উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের গঙ্গারামপুর বলে জানতে পারে পুলিশ । এই ঘটনার তদন্তে নেমে বিহার পুলিশের একটি দল গঙ্গারামপুরে তল্লাশি অভিযান চালিয়ে সংশ্লিষ্ট প্রিন্টিং প্রেসের মালিক কৌশিক করকে গ্রেফতার করে । পরে তাকে জেরা করে সঞ্জয় দাস ও সুমন বিশ্বাস নামে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করে বিহার পুলিশ ।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রিন্টিং প্রেসের যে ঠিকানা দেওয়া হয়েছিল, সেটা এই রজ্যের হলেও সেটি আদতে ভুয়ো । তদন্তে নেমে বিহার পুলিশ কথা বলে এই রাজ্যের পুলিশের সঙ্গে ৷ এরপর বিহার পুলিশের একটি দল এ রাজ্যে এসে গত পরশু রাতেই তিনজনকে গ্রেফতার করে । পরে ধৃতদের বিহারে নিয়ে যাওয়া হয় । তিন অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে, নিট দুর্নীতি কাণ্ডে মাস্টারমাইন্ড সঞ্জয় মুখিয়ার সঙ্গে ধৃতদের একটি যোগসূত্র পাওয়া গিয়েছে । এ বিষয়ে আরও বিশদ তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷