ETV Bharat / state

ফল প্রকাশের পরই হুমকি-অশান্তি ! পার্টি অফিসে আশ্রয় নিলেন 200 বিজেপি কর্মী - Post poll violence in Cooch Behar

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 2:38 PM IST

Updated : Jun 6, 2024, 3:16 PM IST

BJP workers take shelter in party office: ফল প্রকাশের পর থেকেই আসছে একের পর এক হুমকি ৷ চলছে অশান্তি ৷ এমনই অভিযোগ বিজেপি কর্মীদের ৷ আর সেই আতঙ্কের জেরেই 200 জন বিজেপি কর্মী কোচবিহারের পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ৷

ETV BHARAT
কোচবিহারে দোকানে ভাঙচুর (নিজস্ব চিত্র)

কোচবিহার, 6 জুন: লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই অশান্তি কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় । মিলছে একের পর এক হুমকি ৷ এমনই অভিযোগ বিজেপি কর্মীদের ৷ তারই জেরে জেলার বিভিন্ন জায়গা থেকে 200-র বেশিও বিজেপি কর্মী-সমর্থক ইতিমধ্যেই বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন ।

পার্টি অফিসে আশ্রয় নিলেন 200 বিজেপি কর্মী (নিজস্ব ভিডিয়ো)

অভিযোগ, মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পর থেকেই মিলছে হুমকি ৷ সিতাই থেকে দিনহাটা, মাথাভাঙা থেকে শুকটাবাড়ি - সব জায়গাতেই বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ । ঘটছে অশান্তির ঘটনা ৷ তাই বাধ্য হয়ে তাঁরা বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন জেলা কার্যালয়ে ।

সিতাই থেকে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী বিষ্ণু বর্মন বলেন, "ফোন করে হুমকি দিচ্ছে নানাভাবে । বাধ্য হয়ে বাড়ি ছেড়ে এখানে এসে আশ্রয় নিয়েছি ।" ঘুঘুমারির বিজেপি কর্মী জীবন বর্মন বলেন, "হুমকি দেওয়া হচ্ছে । জরিমানা করা হচ্ছে । বাধ্য হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছি ।"

পাশাপাশি বুধবার রাতে কোচবিহার শহরের দাস ব্রাদার্স মোড়ে এক বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । বিজেপি কর্মী শেখর সরকারের অভিযোগ, "আমি বিজেপি করি ৷ তাই এই ভাঙচুর চালানো হয়েছে ।" তাঁর দোকান ভাঙচুুরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতয়ালি থানার পুলিশ ।

বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, "ভোটের ফল বেরোনোর পর থেকেই বিজেপি নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর করছে তৃণমূল । বিজেপি কর্মী-সমর্থকরা পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । কোচবিহার জেলা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "কোথাও কোনও গন্ডগোল নেই । আমাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে ।"

কোচবিহার, 6 জুন: লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই অশান্তি কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় । মিলছে একের পর এক হুমকি ৷ এমনই অভিযোগ বিজেপি কর্মীদের ৷ তারই জেরে জেলার বিভিন্ন জায়গা থেকে 200-র বেশিও বিজেপি কর্মী-সমর্থক ইতিমধ্যেই বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন ।

পার্টি অফিসে আশ্রয় নিলেন 200 বিজেপি কর্মী (নিজস্ব ভিডিয়ো)

অভিযোগ, মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পর থেকেই মিলছে হুমকি ৷ সিতাই থেকে দিনহাটা, মাথাভাঙা থেকে শুকটাবাড়ি - সব জায়গাতেই বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ । ঘটছে অশান্তির ঘটনা ৷ তাই বাধ্য হয়ে তাঁরা বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন জেলা কার্যালয়ে ।

সিতাই থেকে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী বিষ্ণু বর্মন বলেন, "ফোন করে হুমকি দিচ্ছে নানাভাবে । বাধ্য হয়ে বাড়ি ছেড়ে এখানে এসে আশ্রয় নিয়েছি ।" ঘুঘুমারির বিজেপি কর্মী জীবন বর্মন বলেন, "হুমকি দেওয়া হচ্ছে । জরিমানা করা হচ্ছে । বাধ্য হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছি ।"

পাশাপাশি বুধবার রাতে কোচবিহার শহরের দাস ব্রাদার্স মোড়ে এক বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । বিজেপি কর্মী শেখর সরকারের অভিযোগ, "আমি বিজেপি করি ৷ তাই এই ভাঙচুর চালানো হয়েছে ।" তাঁর দোকান ভাঙচুুরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতয়ালি থানার পুলিশ ।

বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, "ভোটের ফল বেরোনোর পর থেকেই বিজেপি নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর করছে তৃণমূল । বিজেপি কর্মী-সমর্থকরা পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । কোচবিহার জেলা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "কোথাও কোনও গন্ডগোল নেই । আমাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে ।"

Last Updated : Jun 6, 2024, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.