ETV Bharat / state

পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 2 দুষ্কৃতী - ATTACK ON POLICE CAR

পুলিশ দুষ্কৃতীদের পিছু নিলে মগরা কালিতলা ব্রিজের কাছে পুলিশের আরও একটি গাড়ি পথ আটকায়। তখনই বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

MISCREANTS ARRESTED WITH FIREARMS
পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2024, 11:04 AM IST

মগরা, 4 ডিসেম্বর: পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পেল পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে মগড়ার কালীতলায় ৷

বুধবার রাত সাড়ে 11টা নাগাদ কালনার দিক থেকে দুটি বাইকে আসে চার দুষ্কৃতী। মগরা থানা এলাকায় পুলিশ গাড়ি সেই সময় টহল দিচ্ছিল এলাকায়।চারজনকে দেখে সন্দেহ হয় পুলিশের ৷ দুষ্কৃতীদের ধরতে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ এরপরই পুলিশ পালটা তাদের ধাওয়া করে ৷ বেগতিক বুঝে গাড়ি ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর মধ্যে দু'জনকে ধরতে পারে মগরা থানার পুলিশ। বাকি দু'জনের জন্য তল্লাশি চালানো হচ্ছে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা (ইটিভি ভারত)

জানা গিয়েছে, পুলিশ দুষ্কৃতীদের পিছু নিলে মগরা কালিতলা ব্রিজের কাছে পুলিশের আরও একটি গাড়ি পথ আটকায়। তখনই বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তাদের ছোড়া বোমায় পুলিশের গাড়ির সামনের কাচ ভেঙে যায়। দু'জন পুলিশ কর্মীও সামান্য আহত হয়েছেন। এর মধ্যেই সাব ইন্সপেক্টর আকাশ দাস গাড়ি থেকে নেমে এক দুষ্কৃতীকে ধরেও ফেলে। পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। পরিস্থিতি বুঝে পাশে একটি বস্তির ভিতরে ঢুকে যায় বাকি দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জোরদার কদমে তল্লাশি ও নাকা করেছে পুলিশ। দুষ্কৃতীদের ছোঁড়া বোমার নমুনা সংগ্রহ করে তদন্তও শুরু করেছে পুলিশ।

হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, "দুটো বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল। নাকা চেকিং-এর সময় গাড়িতে বোমা মেরেছে। পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে। দুটি বাইক উদ্ধার হয়েছে। প্রথমে একজনকে ধরা হয়েছিল পরে আরও একজনকে ধরা হয়। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাকি দু'জনের খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীরা কালনার দিক থেকে এসেছিল। পুলিশের কারও ক্ষতি না হলেও গাড়ির ক্ষতি হয়েছে। প্রায় তিন থেকে চারটি বোমা মারা হয়েছে।"

মগরা, 4 ডিসেম্বর: পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পেল পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে মগড়ার কালীতলায় ৷

বুধবার রাত সাড়ে 11টা নাগাদ কালনার দিক থেকে দুটি বাইকে আসে চার দুষ্কৃতী। মগরা থানা এলাকায় পুলিশ গাড়ি সেই সময় টহল দিচ্ছিল এলাকায়।চারজনকে দেখে সন্দেহ হয় পুলিশের ৷ দুষ্কৃতীদের ধরতে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ এরপরই পুলিশ পালটা তাদের ধাওয়া করে ৷ বেগতিক বুঝে গাড়ি ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর মধ্যে দু'জনকে ধরতে পারে মগরা থানার পুলিশ। বাকি দু'জনের জন্য তল্লাশি চালানো হচ্ছে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা (ইটিভি ভারত)

জানা গিয়েছে, পুলিশ দুষ্কৃতীদের পিছু নিলে মগরা কালিতলা ব্রিজের কাছে পুলিশের আরও একটি গাড়ি পথ আটকায়। তখনই বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তাদের ছোড়া বোমায় পুলিশের গাড়ির সামনের কাচ ভেঙে যায়। দু'জন পুলিশ কর্মীও সামান্য আহত হয়েছেন। এর মধ্যেই সাব ইন্সপেক্টর আকাশ দাস গাড়ি থেকে নেমে এক দুষ্কৃতীকে ধরেও ফেলে। পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। পরিস্থিতি বুঝে পাশে একটি বস্তির ভিতরে ঢুকে যায় বাকি দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জোরদার কদমে তল্লাশি ও নাকা করেছে পুলিশ। দুষ্কৃতীদের ছোঁড়া বোমার নমুনা সংগ্রহ করে তদন্তও শুরু করেছে পুলিশ।

হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, "দুটো বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল। নাকা চেকিং-এর সময় গাড়িতে বোমা মেরেছে। পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে। দুটি বাইক উদ্ধার হয়েছে। প্রথমে একজনকে ধরা হয়েছিল পরে আরও একজনকে ধরা হয়। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাকি দু'জনের খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীরা কালনার দিক থেকে এসেছিল। পুলিশের কারও ক্ষতি না হলেও গাড়ির ক্ষতি হয়েছে। প্রায় তিন থেকে চারটি বোমা মারা হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.