ETV Bharat / state

অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা, শিলিগুড়িতে গ্রেফতার আইভরিকোস্ট ও নেপালের নাগরিক - Arrest for Infiltration

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 6:48 PM IST

Updated : Jul 31, 2024, 7:26 PM IST

Infiltration in India: রাতে অন্ধকারের সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশের জেরে ধৃত দুই বিদেশী ৷ জেরায় জানা গিয়েছে একজন আইভরিকোস্ট ও একজন নেপালের বাসিন্দা ৷

Siliguri News
ধৃত দুই বিদেশি (ইটিভি ভারত)

শিলিগুড়ি, 31 জুলাই: রাতের অন্ধকারে অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে সশস্ত্র সীমা বলের (এসএসবি) হাতে পাকড়াও ভিন দেশের দুই নাগরিক ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্ত থেকে ওই দুইজনকে আটক করে এসএসবির 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । এরপর তাদের দু'জনকে দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় ।

শিলিগুড়িতে গ্রেফতার দুই ভিনদেশি (ইটিভি ভারত)

বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । এই বিষয়ে দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, "দু'জনকে গ্রেফতার করা হয়েছে । তারা কী উদ্দশ্যে ভারতে ঢুকছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়ির মদনজোত বর্ডার আউটপোস্ট এলাকায় মঙ্গলবার মাঝরাতে টহল দেওয়ার সময় জওয়ানরা তাদের আটক করে ৷ অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে ঢোকার সময় জওয়ানদের নজরে আসে দুই ব্যক্তি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতে ঢুকছে । তৎক্ষণাৎ দু'জনকে আটক করে এসএসবির 41 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা । তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক অসঙ্গতি পাওয়ায় সন্দেহ হয় ৷ জানা যায়, ধৃতদের মধ্যে একজন নেপাল ও একজন আইভরিকোস্টের বাসিন্দা ।

ধৃত অরুণ লিম্বু নেপালের ঝাপা জেলার বাসিন্দা । অপর ধৃত দাইলিয়াহি সারিয়ার বাড়ি আইভরিকোস্টে । জানা গিয়েছে, ধৃত দাইলিয়াহি সারিয়া বিগত পাঁচ বছর ধরে নেপালেই বসবাস করছিল ৷ তবে আচমকা কেন তারা দু'জনে রাতের বেলা নেপাল থেকে ভারতে ঢুকছিল, তা নিয়েই রহস্যের দানা বেঁধেছে ৷ এখন সেই উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে এসএসবি ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত আইভরিকোস্টের নাগরিকের কাছে ভারতে প্রবেশের কোনও নথি বা ভিসা ছিল না । খড়িবাড়ির পানিট্যাঙ্কি ও মিরিকের পশুপতিতে ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে । ওই আইসিপি দুটো দিয়ে ভারত ও নেপালের নাগরিকরা পরিচয়পত্র দেখিয়ে সীমান্ত পারাপার করে থাকে । তবে ধৃত আইভরিকোস্টের নাগরিকের কাছ থেকে ওই দেশের পাসপোর্ট উদ্ধার হয়েছে । তাকে অবৈধভাবে ভারতে প্রবেশে সাহায্যের জন্য নেপালের নাগরিককেও গ্রেফতার করা হয়েছে । তবে পাঁচ বছর আগে ওই আইভরিকোস্টের নাগরিক কীভাবে নেপালে গেল, নেপালে যাওয়ার কারণ এবং নেপাল থেকে কী উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে ঢোকার পরিকল্পনা করছিল তা এখন খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

শিলিগুড়ি, 31 জুলাই: রাতের অন্ধকারে অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে সশস্ত্র সীমা বলের (এসএসবি) হাতে পাকড়াও ভিন দেশের দুই নাগরিক ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্ত থেকে ওই দুইজনকে আটক করে এসএসবির 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । এরপর তাদের দু'জনকে দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় ।

শিলিগুড়িতে গ্রেফতার দুই ভিনদেশি (ইটিভি ভারত)

বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । এই বিষয়ে দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, "দু'জনকে গ্রেফতার করা হয়েছে । তারা কী উদ্দশ্যে ভারতে ঢুকছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়ির মদনজোত বর্ডার আউটপোস্ট এলাকায় মঙ্গলবার মাঝরাতে টহল দেওয়ার সময় জওয়ানরা তাদের আটক করে ৷ অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে ঢোকার সময় জওয়ানদের নজরে আসে দুই ব্যক্তি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতে ঢুকছে । তৎক্ষণাৎ দু'জনকে আটক করে এসএসবির 41 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা । তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক অসঙ্গতি পাওয়ায় সন্দেহ হয় ৷ জানা যায়, ধৃতদের মধ্যে একজন নেপাল ও একজন আইভরিকোস্টের বাসিন্দা ।

ধৃত অরুণ লিম্বু নেপালের ঝাপা জেলার বাসিন্দা । অপর ধৃত দাইলিয়াহি সারিয়ার বাড়ি আইভরিকোস্টে । জানা গিয়েছে, ধৃত দাইলিয়াহি সারিয়া বিগত পাঁচ বছর ধরে নেপালেই বসবাস করছিল ৷ তবে আচমকা কেন তারা দু'জনে রাতের বেলা নেপাল থেকে ভারতে ঢুকছিল, তা নিয়েই রহস্যের দানা বেঁধেছে ৷ এখন সেই উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে এসএসবি ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত আইভরিকোস্টের নাগরিকের কাছে ভারতে প্রবেশের কোনও নথি বা ভিসা ছিল না । খড়িবাড়ির পানিট্যাঙ্কি ও মিরিকের পশুপতিতে ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে । ওই আইসিপি দুটো দিয়ে ভারত ও নেপালের নাগরিকরা পরিচয়পত্র দেখিয়ে সীমান্ত পারাপার করে থাকে । তবে ধৃত আইভরিকোস্টের নাগরিকের কাছ থেকে ওই দেশের পাসপোর্ট উদ্ধার হয়েছে । তাকে অবৈধভাবে ভারতে প্রবেশে সাহায্যের জন্য নেপালের নাগরিককেও গ্রেফতার করা হয়েছে । তবে পাঁচ বছর আগে ওই আইভরিকোস্টের নাগরিক কীভাবে নেপালে গেল, নেপালে যাওয়ার কারণ এবং নেপাল থেকে কী উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে ঢোকার পরিকল্পনা করছিল তা এখন খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Jul 31, 2024, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.