ETV Bharat / state

বারুইপুরে লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত 2, আহত 6 - Road accident in Baruipur - ROAD ACCIDENT IN BARUIPUR

Collision between a lorry and a pickup van: সপ্তাহান্তের ব্যস্ত সময়ে ছন্দপতন বারুইপুরে ৷ পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 2 জনের ৷ ঘটনায় জখম হয়েছেন 6 জন ৷

Lorry and Pickup van Collision
বারুইপুরে লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 12:50 PM IST

বারুইপুর, 29 জুন: সবজি বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে লরির সংঘর্ষ ৷ ঘটনায় মৃত 2, আহত হয়েছেন 6 জন ৷ শনিবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সাহাপাড়া এলাকার ঘটনা। আহতদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, বাকি তিন জনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই তাঁরা চিকিৎসাধীন ৷ ইতিমধ্যে বারুইপুর থানার পুলিশ ঘাতক লরি চালককে আটক করেছে।

বারুইপুরে লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত 2 (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে সূর্যপুর থেকে সবজি নিয়ে গড়িয়াহাটের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে এসে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি পোস্টে ধাক্কা মেরে উল্টোদিকে ঘুরে যায় ৷ সেই সময়েই বারুইপুরের পুরাতন বাজার থেকে গোচরণের দিকে যাচ্ছিল একটি বালিবোঝাই লরি ৷ উলটোদিকে থেকে আসা পিকআপ ভ্যানটিকে ধাক্কা মারে লরিটি ৷ ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন 6 জন ৷ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে বারুইপুর হাসপাতাল থেকে কলকাতার চিত্তরঞ্জনে স্থানান্তরিত করা হয়েছে ৷ আহতরা সকলেই বারুইপুরের সূর্যপুর এলাকায় বাসিন্দা বলে জানা গিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, "সূর্যপুর থেকে একটি পিকআপ ভ্যান সবজি নিয়ে গড়িয়াহাটের দিকে যাচ্ছিল ৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। ধাক্কা মেরে পিকআপ ভ্যানটি ঘুরে যায়। এরপর উলটো দিক থেকে আসা একটি বালি বোঝাই লরির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয় ৷ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে । আহত তিনজনের বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতি হওয়ায়, তাদের কলকাতার চিত্তররঞ্জান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।" দুর্ঘটনার পরই গাড়ি কাগজপত্র ঠিক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

বারুইপুর, 29 জুন: সবজি বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে লরির সংঘর্ষ ৷ ঘটনায় মৃত 2, আহত হয়েছেন 6 জন ৷ শনিবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সাহাপাড়া এলাকার ঘটনা। আহতদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, বাকি তিন জনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই তাঁরা চিকিৎসাধীন ৷ ইতিমধ্যে বারুইপুর থানার পুলিশ ঘাতক লরি চালককে আটক করেছে।

বারুইপুরে লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত 2 (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে সূর্যপুর থেকে সবজি নিয়ে গড়িয়াহাটের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে এসে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি পোস্টে ধাক্কা মেরে উল্টোদিকে ঘুরে যায় ৷ সেই সময়েই বারুইপুরের পুরাতন বাজার থেকে গোচরণের দিকে যাচ্ছিল একটি বালিবোঝাই লরি ৷ উলটোদিকে থেকে আসা পিকআপ ভ্যানটিকে ধাক্কা মারে লরিটি ৷ ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন 6 জন ৷ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে বারুইপুর হাসপাতাল থেকে কলকাতার চিত্তরঞ্জনে স্থানান্তরিত করা হয়েছে ৷ আহতরা সকলেই বারুইপুরের সূর্যপুর এলাকায় বাসিন্দা বলে জানা গিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, "সূর্যপুর থেকে একটি পিকআপ ভ্যান সবজি নিয়ে গড়িয়াহাটের দিকে যাচ্ছিল ৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। ধাক্কা মেরে পিকআপ ভ্যানটি ঘুরে যায়। এরপর উলটো দিক থেকে আসা একটি বালি বোঝাই লরির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয় ৷ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে । আহত তিনজনের বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতি হওয়ায়, তাদের কলকাতার চিত্তররঞ্জান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।" দুর্ঘটনার পরই গাড়ি কাগজপত্র ঠিক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.