মালদা, 18 জুলাই: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল চাঁচল থানার সামসী এলাকা ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক লরি চালকের ৷ গুরুতর আহত লরির খালাসি ৷ উত্তেজিত স্থানীয়রা 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ৷ অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে চাঁচল ও রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ৷ স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর চাঁচল থানায় খবর দেওয়া হলেও চার ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে ৷
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ৷ জিয়াগাছি বাইপাসের ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে একটি ছাই বোঝাই লরি ৷ এনটিপিসির ছাই ভর্তি লরিটি মালদা থেকে চাঁচলের দিকে যাচ্ছিল ৷ সংঘর্ষের বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশেপাশের লোকজনের ৷ কোনও দুর্ঘটনা ঘটেছে বুঝতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ খবর দেওয়া হয় চাঁচল থানা ও দমকলে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন কয়েকজন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার ৷ লরির চালক ও খালাসিকে উদ্ধার করার চেষ্টা শুরু হয় ৷ পুলিশ, গ্রামবাসী ও দমকলকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লরি চালক ও খালাসিকে স্থানীয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান ৷ প্রাথমিক পরীক্ষার পর লরি চালককে মৃত বলে ঘোষণা করেন ৷ খালাসি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ৷
স্থানীয় বাসিন্দা মহম্মদ মোক্তার আহমেদ বলেন, "ছাইবোঝাই ডাম্পারটিও চাঁচলের দিকে যাচ্ছিল ৷ খারাপ হয়ে যাওয়ায় রাস্তার উপর সেটি দাঁড়িয়ে পড়ে ৷ কিছুক্ষণ পর লরিটি দ্রুতগতিতে ডাম্পারের পিছনে ধাক্কা মারে ৷ লরিতে চালক ও খালাসি ছিলেন ৷ খালাসির পরিস্থিতি খারাপ ৷" জনতার হাতে নিগৃহীত চাঁচল থানার এএসআই দীনবন্ধু দাস বলেন, "গ্যাস কাটার, ইলেকট্রিক কাটার দিয়ে কেটে ওদের উদ্ধার করা হয় ৷ একজনকে চাঁচল হাসপাতালে পাঠিয়েছি ৷ চালককের মৃত্যু হয়েছে ৷"