ETV Bharat / state

তারাপীঠ থেকে ফেরার পথে গুড়াপে গাড়ি দুর্ঘটনায় বেহালার একই পরিবারের মৃত 2, আহত 3 - ROAD ACCIDENT in hooghly - ROAD ACCIDENT IN HOOGHLY

Road accident at Gurap: পরিবারের সকলে মিলে তারাপীঠ ঘুরতে গিয়েছিলেন ৷ ফেরার পথে বিপত্তি ৷ হুগলির গুড়াপের কাছে দুুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 2 জনের ৷ গুরুতর আহত 3 জন ৷

Accidental Deaths
পথ দুর্ঘটনা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 7:53 AM IST

গুরাপ, 8 জুলাই: তারাপীঠ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 2 জন ৷ গুরুতর আহত 3 জন ৷ প্রত্যেকেই বেহালার একই পরিবারের ৷ রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর বশিপুর এলাকায় ৷ মৃতের নাম সুমিত কুমার জানা (51) এবং ইরা মান্না (65) ৷

জানা গিয়েছে, এদিন বিকেলে তারাপীঠ থেকে কলকাতার দিকে ফিরছিল একটি মারুতি সুইফট গাড়ি ৷ বশিপুর এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে সুইফট গাড়িটি ৷ ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷ ঘটনায় গুরুতর আহত হন গাড়ির ভিতরে থাকা যাত্রীরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। গুড়াপ থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠান । গাড়িটিকে ক্রেনের সাহায্যে অন্যত্র নিয়ে গিয়েছে পুলিশ ৷ খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুর্ঘটনার আসল কারণ কী, তা খতিয়ে দেখছেন তাঁরা ৷ জাতীয় সড়কের উপর বেআইনিভাবে লরিটি পার্কিং করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ জানা গিয়েছে, বেহালার এই পরিবার শনিবার তারাপীঠ বেড়াতে গিয়েছিলেন। রবিবার বিকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির মালিক সুমিত নিজেই চালাচ্ছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন শাশুড়ি ইরা মান্না, 42 বছরের স্ত্রী রামনিয়া জানা ও দুই ছেলে 19 বছরের সৌরজিত জানা এবং 12 বছরের সৌরদীপ জানা।

গুরাপ, 8 জুলাই: তারাপীঠ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 2 জন ৷ গুরুতর আহত 3 জন ৷ প্রত্যেকেই বেহালার একই পরিবারের ৷ রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর বশিপুর এলাকায় ৷ মৃতের নাম সুমিত কুমার জানা (51) এবং ইরা মান্না (65) ৷

জানা গিয়েছে, এদিন বিকেলে তারাপীঠ থেকে কলকাতার দিকে ফিরছিল একটি মারুতি সুইফট গাড়ি ৷ বশিপুর এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে সুইফট গাড়িটি ৷ ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷ ঘটনায় গুরুতর আহত হন গাড়ির ভিতরে থাকা যাত্রীরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। গুড়াপ থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠান । গাড়িটিকে ক্রেনের সাহায্যে অন্যত্র নিয়ে গিয়েছে পুলিশ ৷ খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুর্ঘটনার আসল কারণ কী, তা খতিয়ে দেখছেন তাঁরা ৷ জাতীয় সড়কের উপর বেআইনিভাবে লরিটি পার্কিং করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ জানা গিয়েছে, বেহালার এই পরিবার শনিবার তারাপীঠ বেড়াতে গিয়েছিলেন। রবিবার বিকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির মালিক সুমিত নিজেই চালাচ্ছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন শাশুড়ি ইরা মান্না, 42 বছরের স্ত্রী রামনিয়া জানা ও দুই ছেলে 19 বছরের সৌরজিত জানা এবং 12 বছরের সৌরদীপ জানা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.