কলকাতা, 6 ডিসেম্বর: আবাসনের নিচ থেকে উদ্ধার হল কিশোরের রক্তাক্ত দেহ । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । মৃতের নাম নীলাভ বন্দোপাধ্যায় (17) । শুক্রবার ঘটনাটি ঘটেছে পঞ্চসায়র থানা এলাকার চকগড়িয়া এলাকায় ।
কী কারণে এই ঘটনা, সেই সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি । এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (ইডি) আইপিএস আরিশ বিলাল ইটিভি ভারতকে বলেন, ‘‘আজ এই ঘটনার কথা জানতে পেরে ঘটনার তদন্ত শুরু করেছে পঞ্চসায়র থানা । পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছি । মৃত কিশোরের বাবার নাম, ড. কল্যাণকুমার বন্দ্যোপাধ্যায় ৷’’
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে নীলাভ বন্দ্যোপাধ্যায় নামে 17 বছরের ওই কিশোর কিছুদিন ধরেই মানসিক বিপর্যস্ত ছিল ৷ প্রশ্ন উঠছে, তার জেরেই কি এই চরম পদক্ষেপ নিল ওই কিশোর ? নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য ?
ইতিমধ্যেই স্থানীয় পঞ্চসায়র থানায় পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে । এলাকার ও ফ্ল্যাটের বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ । কীভাবে দেহটি আবাসনের নিচে এল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে সংশ্লিষ্ট ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী দেহটি পড়ে থাকতে দেখেন । তার পরই তিনি পরিবারকে খবর দেন ৷ পরিবারের থেকে পুলিশের কাছে খবর যায় ৷
পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে ৷ ওই কিশোরের ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আপাতত মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ ৷