ETV Bharat / state

শুক্রবার গ্রিন লাইনে বাড়ানো হল মেট্রো, পার্পেল লাইনে বন্ধ থাকবে পরিষেবা

শুক্রবার 75তম সাধারণতন্ত্র দিবস। ছুটির দিন। গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত বাড়ানো হল মেট্রো পরিষেবার সংখ্যা। অন্যদিকে ব্লু লাইনে কমানো হয়েছে মেট্রোর সংখ্যা। পাশাপাশি ওইদিন পার্পেল লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 10:35 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: আগামিকাল শুক্রবার গ্রিন লাইনে বাড়ানো হল মেট্রোর সংখ্যা ৷ গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত বাড়ানো হল মেট্রো পরিষেবার সংখ্যা। অন্যদিকে ব্লু লাইনে কমানো হয়েছে মেট্রোর সংখ্যা। পাশাপাশি ওইদিন পার্পেল লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

শুক্রবার 75তম প্রজাতন্ত্র দিবস। ছুটির দিন। দেশ জুড়ে একদিকে যেমন বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনটা। তেমনই আবার অনেকেই ছুটি বলে ঘুরতে বেরিয়ে পড়বেন ইতি-উতি। তাই দ্রুত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে মেট্রোর চেয়ে দ্রুত মাধ্যম আর কী বা হতে পারে ?ওইদিন সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত সারাদিনে 106টির পরিবর্তে চলবে 120টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে ৷ অর্থাৎ এই রুটে ওইদিন পরিষেবার সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। 120টির মধ্যে 60টি ইস্ট বাউন্ড এবং 60টি ওয়েস্ট বাউন্ড। দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে 6টা 55 মিনিট থেকে। দিনের শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10টার সময়।

জানা গিয়েছে, যেহেতু শুক্রবার অনেকেই ছুটির মেজাজে থাকবে ৷ শহরের ওই অংশে অবস্থিত রয়েছে ইকো পার্ক, নল বন এবং আরও একাধিক বিনোদনের জায়গায ৷ তাই ওই রুটে আগামিকাল ব্লু লাইনের তুলনায় অনেকটাই বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেকারণেই সেই লাইনে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্য়া ৷

দিনের প্রথম পরিষেবা:

  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 মিনিটে। সময়সূচি অপরিবর্তিত থাকছে৷
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7 টার সময়। সময়সূচি অপরিবর্তিত থাকছে।

দিনের শেষ পরিষেবার সময়:

  • শিয়ালদার থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21:35 মিনিটে। সময়সূচি অপরিবর্তিত থাকছে।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21:40 মিনিটে। সময়সূচি অপরিবর্তিত থাকছে।
  • পাশাপাশি জোকা তারাতলা রুটে অর্থাৎ পার্পেল লাইনে আগামিকাল বন্ধ থাকছে মেট্রো পরিষেবা।
  • অন্যদিকে, ব্লু লাইনে সারাদিনে চলবে 234টি পরিষেবা। এর মধ্যে 117 টি আপ ও 117 ডাউন পরিষেবা থাকছে। ওইদিন পরিষেবা শুরু হবে সকাল 06:50 মিনিটে আর শেষ পরিষেবার সময় 10.35 মিনিট। গ্রিনলাইনে বাড়ানো হল মেট্রো পরিষেবার সংখ্যা ৷

আরও পড়ুন:

  1. 'সনাতন ধর্মে মমতা ও ইন্ডি জোটের এত ঘৃণা কেন !' প্রশ্ন ইরানির, 'শান্তির বার্তা' মন্ত্রী অরূপের
  2. পাখোয়াজ বাদ্যে অসামান্য কীর্তি স্থাপন, রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত শিলিগুড়ির অরিজিৎ
  3. 'উপাচার্য নিয়োগে সরকার কোনওভাবে হস্তক্ষেপ করতে পারে না', স্পষ্ট বার্তা রাজ্যপালের

কলকাতা, 25 জানুয়ারি: আগামিকাল শুক্রবার গ্রিন লাইনে বাড়ানো হল মেট্রোর সংখ্যা ৷ গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত বাড়ানো হল মেট্রো পরিষেবার সংখ্যা। অন্যদিকে ব্লু লাইনে কমানো হয়েছে মেট্রোর সংখ্যা। পাশাপাশি ওইদিন পার্পেল লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

শুক্রবার 75তম প্রজাতন্ত্র দিবস। ছুটির দিন। দেশ জুড়ে একদিকে যেমন বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনটা। তেমনই আবার অনেকেই ছুটি বলে ঘুরতে বেরিয়ে পড়বেন ইতি-উতি। তাই দ্রুত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে মেট্রোর চেয়ে দ্রুত মাধ্যম আর কী বা হতে পারে ?ওইদিন সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত সারাদিনে 106টির পরিবর্তে চলবে 120টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে ৷ অর্থাৎ এই রুটে ওইদিন পরিষেবার সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। 120টির মধ্যে 60টি ইস্ট বাউন্ড এবং 60টি ওয়েস্ট বাউন্ড। দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে 6টা 55 মিনিট থেকে। দিনের শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10টার সময়।

জানা গিয়েছে, যেহেতু শুক্রবার অনেকেই ছুটির মেজাজে থাকবে ৷ শহরের ওই অংশে অবস্থিত রয়েছে ইকো পার্ক, নল বন এবং আরও একাধিক বিনোদনের জায়গায ৷ তাই ওই রুটে আগামিকাল ব্লু লাইনের তুলনায় অনেকটাই বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেকারণেই সেই লাইনে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্য়া ৷

দিনের প্রথম পরিষেবা:

  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 মিনিটে। সময়সূচি অপরিবর্তিত থাকছে৷
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7 টার সময়। সময়সূচি অপরিবর্তিত থাকছে।

দিনের শেষ পরিষেবার সময়:

  • শিয়ালদার থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21:35 মিনিটে। সময়সূচি অপরিবর্তিত থাকছে।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21:40 মিনিটে। সময়সূচি অপরিবর্তিত থাকছে।
  • পাশাপাশি জোকা তারাতলা রুটে অর্থাৎ পার্পেল লাইনে আগামিকাল বন্ধ থাকছে মেট্রো পরিষেবা।
  • অন্যদিকে, ব্লু লাইনে সারাদিনে চলবে 234টি পরিষেবা। এর মধ্যে 117 টি আপ ও 117 ডাউন পরিষেবা থাকছে। ওইদিন পরিষেবা শুরু হবে সকাল 06:50 মিনিটে আর শেষ পরিষেবার সময় 10.35 মিনিট। গ্রিনলাইনে বাড়ানো হল মেট্রো পরিষেবার সংখ্যা ৷

আরও পড়ুন:

  1. 'সনাতন ধর্মে মমতা ও ইন্ডি জোটের এত ঘৃণা কেন !' প্রশ্ন ইরানির, 'শান্তির বার্তা' মন্ত্রী অরূপের
  2. পাখোয়াজ বাদ্যে অসামান্য কীর্তি স্থাপন, রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত শিলিগুড়ির অরিজিৎ
  3. 'উপাচার্য নিয়োগে সরকার কোনওভাবে হস্তক্ষেপ করতে পারে না', স্পষ্ট বার্তা রাজ্যপালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.