শিলিগুড়ি, 12 এপ্রিল: আর এক সপ্তাহ বাদেই প্রথম দফার লোকসভা নির্বাচন ৷ এদিকে তার আগে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের (ডিআরআই) অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণে সোনা ৷ এর বাজার মূল্য 1 কোটি টাকারও বেশি ৷ এছাড়া নগদ প্রায় 1 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার ভোরে শিলিগুড়িতে ৷ বিহারের দুই পাচারকারী-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে বিধুভূষণ রায় কোচবিহারের পুন্ডিবাড়ি বাজারের বাসিন্দা ৷ আর বাকি দীনেশ পারিখ ও মনোজ কুমার সিনহা বিহারের কিশানগঞ্জের বাসিন্দা ৷
নির্বাচনের আগে পুলিশের ঢিলেঢালা নিরাপত্তা ও নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ ধৃত ওই তিন পাচারকারীকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ ঈদের ছুটির কারণে শুক্রবার ফের তাদের আদালতে পেশ করা হবে ৷ এই অভিযানে উদ্ধার হয়েছে 166 গ্রামের 12 টি সোনার বিস্কুট, বেশ কিছু সোনার গয়না ৷ নগদ প্রায় 90 লক্ষ টাকা ৷
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, সোনার বিস্কুট ও গয়না ইন্দো-বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাপথে প্রথমে কোচবিহারে পৌঁছয় ৷ কোচবিহার থেকে বিধুভূষণ বাসে ওই সোনা শিলিগুড়িতে নিয়ে আসে ৷ গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জংশনে অভিযান চালায় ডিআরআই ৷ সেখান থেকে সন্দেহভাজন বিধুভূষণকে গ্রেপ্তার করা হয় ৷ তল্লাশি চালিয়ে তার কোমরের বিশেষ বেল্ট থেকে বেরিয়ে আসে ওই 1 কোটি 2 লক্ষ টাকার সোনার 12 টি বিস্কুট এবং গয়না ৷
এরপর জেরায় বিধুভূষণ জানায়, সোনা এদিনই হাতবদলের কথা আছে ৷ তার দেওয়া তথ্য অনুযায়ী ফের শিলিগুড়ির জলপাইমোড়ে ফাঁদ পাতে ডিআরআইয়ের একটি দল ৷ সন্দেহভাজন ওই ছোট গাড়ি দেখে সঙ্গে সঙ্গে আটক করে দলটি ৷ প্রথমে গাড়িতে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি ৷ কিন্তু পরে মেকানিক নিয়ে এসে গাড়ির ডিকি খুলে তার ভিতর থেকে থাকে থাকে সাজানো টাকার বান্ডিল উদ্ধার হয়, যার পরিমাণ প্রায় 90 লক্ষ টাকা ৷
এরপরই বিহারের বাসিন্দা মনোজ ও দীনেশকে গ্রেফতার করে ডিআরআই ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে ডিআরআই আধিকারিকরা জানতে পারেন, ওই টাকা দিয়ে সোনা কেনার পরিকল্পনা ছিল তাদের ৷ ওই সোনা পরে বিহার থেকে দিল্লিতে পাচার করা হত ৷ এই বিষয়ে ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক বলেন, "ইন্দো-বাংলাদেশ সীমান্তের চোরাপথে ওই সোনা কোচবিহারে পৌঁছয় ৷ তিনজনকে আবার শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হবে ৷" কিন্তু পুলিশের নজর এড়িয়ে কীভাবে তা সম্ভব হল, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
আরও পড়ুন: