ETV Bharat / state

শিলিগুড়িতে বাজেয়াপ্ত 12টি সোনার বিস্কুট-গয়না, নগদ প্রায় 90 লক্ষ; গ্রেফতার 3 - Gold and Cash seizure - GOLD AND CASH SEIZURE

Gold-Cash Seized: ভোটের আগে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানের মধ্যে শিলিগুড়ি থেকে উদ্ধার হল 12টি সোনার বিস্কুট ও বেশ কিছু গয়না ৷ এই সূত্রেই বাজেয়াপ্ত হয়েছে নগদ প্রায় 90 লক্ষ টাকা ৷

ETV Bharat
শিলিগুড়িতে বাজেয়াপ্ত সোনা ও কয়েক লক্ষ নগদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 7:45 AM IST

শিলিগুড়িতে তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত 12টি সোনার বিস্কুট সমেত গয়না ও নগদ কয়েক লক্ষ টাকা

শিলিগুড়ি, 12 এপ্রিল: আর এক সপ্তাহ বাদেই প্রথম দফার লোকসভা নির্বাচন ৷ এদিকে তার আগে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের (ডিআরআই) অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণে সোনা ৷ এর বাজার মূল্য 1 কোটি টাকারও বেশি ৷ এছাড়া নগদ প্রায় 1 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার ভোরে শিলিগুড়িতে ৷ বিহারের দুই পাচারকারী-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে বিধুভূষণ রায় কোচবিহারের পুন্ডিবাড়ি বাজারের বাসিন্দা ৷ আর বাকি দীনেশ পারিখ ও মনোজ কুমার সিনহা বিহারের কিশানগঞ্জের বাসিন্দা ৷

নির্বাচনের আগে পুলিশের ঢিলেঢালা নিরাপত্তা ও নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ ধৃত ওই তিন পাচারকারীকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ ঈদের ছুটির কারণে শুক্রবার ফের তাদের আদালতে পেশ করা হবে ৷ এই অভিযানে উদ্ধার হয়েছে 166 গ্রামের 12 টি সোনার বিস্কুট, বেশ কিছু সোনার গয়না ৷ নগদ প্রায় 90 লক্ষ টাকা ৷

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, সোনার বিস্কুট ও গয়না ইন্দো-বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাপথে প্রথমে কোচবিহারে পৌঁছয় ৷ কোচবিহার থেকে বিধুভূষণ বাসে ওই সোনা শিলিগুড়িতে নিয়ে আসে ৷ গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জংশনে অভিযান চালায় ডিআরআই ৷ সেখান থেকে সন্দেহভাজন বিধুভূষণকে গ্রেপ্তার করা হয় ৷ তল্লাশি চালিয়ে তার কোমরের বিশেষ বেল্ট থেকে বেরিয়ে আসে ওই 1 কোটি 2 লক্ষ টাকার সোনার 12 টি বিস্কুট এবং গয়না ৷

এরপর জেরায় বিধুভূষণ জানায়, সোনা এদিনই হাতবদলের কথা আছে ৷ তার দেওয়া তথ্য অনুযায়ী ফের শিলিগুড়ির জলপাইমোড়ে ফাঁদ পাতে ডিআরআইয়ের একটি দল ৷ সন্দেহভাজন ওই ছোট গাড়ি দেখে সঙ্গে সঙ্গে আটক করে দলটি ৷ প্রথমে গাড়িতে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি ৷ কিন্তু পরে মেকানিক নিয়ে এসে গাড়ির ডিকি খুলে তার ভিতর থেকে থাকে থাকে সাজানো টাকার বান্ডিল উদ্ধার হয়, যার পরিমাণ প্রায় 90 লক্ষ টাকা ৷

এরপরই বিহারের বাসিন্দা মনোজ ও দীনেশকে গ্রেফতার করে ডিআরআই ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে ডিআরআই আধিকারিকরা জানতে পারেন, ওই টাকা দিয়ে সোনা কেনার পরিকল্পনা ছিল তাদের ৷ ওই সোনা পরে বিহার থেকে দিল্লিতে পাচার করা হত ৷ এই বিষয়ে ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক বলেন, "ইন্দো-বাংলাদেশ সীমান্তের চোরাপথে ওই সোনা কোচবিহারে পৌঁছয় ৷ তিনজনকে আবার শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হবে ৷" কিন্তু পুলিশের নজর এড়িয়ে কীভাবে তা সম্ভব হল, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. প্রথম দফায় সর্বাধিক মহিলা পরিচালিত বুথ আলিপুরদুয়ারে
  2. চালসায় মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' স্লোগান বিজেপির
  3. বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, অভিযোগের তির তৃণমূলের দিকে

শিলিগুড়িতে তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত 12টি সোনার বিস্কুট সমেত গয়না ও নগদ কয়েক লক্ষ টাকা

শিলিগুড়ি, 12 এপ্রিল: আর এক সপ্তাহ বাদেই প্রথম দফার লোকসভা নির্বাচন ৷ এদিকে তার আগে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের (ডিআরআই) অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণে সোনা ৷ এর বাজার মূল্য 1 কোটি টাকারও বেশি ৷ এছাড়া নগদ প্রায় 1 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার ভোরে শিলিগুড়িতে ৷ বিহারের দুই পাচারকারী-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে বিধুভূষণ রায় কোচবিহারের পুন্ডিবাড়ি বাজারের বাসিন্দা ৷ আর বাকি দীনেশ পারিখ ও মনোজ কুমার সিনহা বিহারের কিশানগঞ্জের বাসিন্দা ৷

নির্বাচনের আগে পুলিশের ঢিলেঢালা নিরাপত্তা ও নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ ধৃত ওই তিন পাচারকারীকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ ঈদের ছুটির কারণে শুক্রবার ফের তাদের আদালতে পেশ করা হবে ৷ এই অভিযানে উদ্ধার হয়েছে 166 গ্রামের 12 টি সোনার বিস্কুট, বেশ কিছু সোনার গয়না ৷ নগদ প্রায় 90 লক্ষ টাকা ৷

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, সোনার বিস্কুট ও গয়না ইন্দো-বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাপথে প্রথমে কোচবিহারে পৌঁছয় ৷ কোচবিহার থেকে বিধুভূষণ বাসে ওই সোনা শিলিগুড়িতে নিয়ে আসে ৷ গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জংশনে অভিযান চালায় ডিআরআই ৷ সেখান থেকে সন্দেহভাজন বিধুভূষণকে গ্রেপ্তার করা হয় ৷ তল্লাশি চালিয়ে তার কোমরের বিশেষ বেল্ট থেকে বেরিয়ে আসে ওই 1 কোটি 2 লক্ষ টাকার সোনার 12 টি বিস্কুট এবং গয়না ৷

এরপর জেরায় বিধুভূষণ জানায়, সোনা এদিনই হাতবদলের কথা আছে ৷ তার দেওয়া তথ্য অনুযায়ী ফের শিলিগুড়ির জলপাইমোড়ে ফাঁদ পাতে ডিআরআইয়ের একটি দল ৷ সন্দেহভাজন ওই ছোট গাড়ি দেখে সঙ্গে সঙ্গে আটক করে দলটি ৷ প্রথমে গাড়িতে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি ৷ কিন্তু পরে মেকানিক নিয়ে এসে গাড়ির ডিকি খুলে তার ভিতর থেকে থাকে থাকে সাজানো টাকার বান্ডিল উদ্ধার হয়, যার পরিমাণ প্রায় 90 লক্ষ টাকা ৷

এরপরই বিহারের বাসিন্দা মনোজ ও দীনেশকে গ্রেফতার করে ডিআরআই ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে ডিআরআই আধিকারিকরা জানতে পারেন, ওই টাকা দিয়ে সোনা কেনার পরিকল্পনা ছিল তাদের ৷ ওই সোনা পরে বিহার থেকে দিল্লিতে পাচার করা হত ৷ এই বিষয়ে ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক বলেন, "ইন্দো-বাংলাদেশ সীমান্তের চোরাপথে ওই সোনা কোচবিহারে পৌঁছয় ৷ তিনজনকে আবার শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হবে ৷" কিন্তু পুলিশের নজর এড়িয়ে কীভাবে তা সম্ভব হল, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. প্রথম দফায় সর্বাধিক মহিলা পরিচালিত বুথ আলিপুরদুয়ারে
  2. চালসায় মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' স্লোগান বিজেপির
  3. বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, অভিযোগের তির তৃণমূলের দিকে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.