ETV Bharat / state

ভিড় সামলাতে শিয়ালদা উত্তর শাখায় এবার সব ট্রেনই 12 কোচের - 12 EMU train coach local train - 12 EMU TRAIN COACH LOCAL TRAIN

12 EMU Train Coach: এবার শিয়ালদা শাখায় 12 কোচের লোকাল ট্রেন পরিষেবা চালু হবে ৷ এর ফলে বিশাল সংখ্যক মানুষ উপকৃত হবেন ৷

ETV Bharat
শিয়ালদা স্টেশন থেকে 12 কোচের লোকাল ট্রেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 4:34 PM IST

Updated : Apr 9, 2024, 4:45 PM IST

কলকাতা, 9 এপ্রিল: অনেক আগে থেকেই কাজ চলছিল ৷ এবার দ্রুত শিয়ালদা শাখায় 12 কোচের লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে ৷ পূর্ব রেলের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ শিয়ালদা শাখায় 12 কোচের এমএমইউ লোকাল ট্রেন চালাবার জন্য শিয়ালদা মেইন স্টেশনের সাবার্বানের সবক'টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ-সহ পরিকাঠামোগত আর যা যা কাজ চলছিল, তা এখন শেষের মুখে ৷ তাই সবকিছু ঠিকঠাক এগোলে আর কয়েক মাসের মধ্যেই শিয়ালদা থেকে সব শাখার জন্য 12 বগির ইএমইউ ট্রেন পরিষেবা শুরু হয়ে যাবে ৷

শিয়ালদা দক্ষিণ শাখার প্রায় সব ইএমইউ লোকাল বর্তমানে 12 কোচের ৷ তবে শিয়ালদা মেইন ও উত্তর শাখায় অর্থাৎ শিয়ালদা-রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদা-বনগাঁ সেকশনের সবক'টি লোকাল এখনও 12 কোচের হয়নি ৷ কারণ 12 কোচের ট্রেন চালাতে হলে শিয়ালদা মেইন সেকশনের বেশ কয়েকটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির প্রয়োজন ৷ তাই শিয়ালদা উত্তর ও মেইন শাখায় শহরতলি থেকে আসা যাত্রীদের যাতায়াতের স্বাচ্ছন্দ্যের জন্য সব ইএমইউ রেকগুলিকেই 12 কোচের রেক করে চালাবার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে ৷

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম লম্বায় বাড়ানোর কাজ প্রায় শেষের দিকে ৷ পাশাপাশি 1, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম বৃদ্ধির কাজও চলছে ৷ এপ্রিল মাসের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে ৷ তবে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ ও সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের কাজ আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে ৷

অন্যদিকে শিয়ালদার 5 নং প্ল্যাটফর্ম বৃদ্ধির কাজ চলছে বর্তমানে ৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুন মাসের মধ্যে শিয়ালদা মেইন শাখার 1 থেকে 5 নং প্ল্যাটফর্মের কাজ শেষ হয়ে যাবে ৷ আর তারপরেই আর 9 কোচের নয়, বরং 12 কোচের ইএমইউ লোকাল চলাচল করবে শিয়ালদা থেকে ৷

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন ৷ তাই 9 কোচের লোকালগুলি 12 কোচে পরিবর্তন করা হলে স্বাভাবিকভাবে অনেকে উপকৃত হবেন । প্রতিটি লোকাল ট্রেনেই গড়ে আরও 330 জন যাত্রী একবারে যাতায়াত করতে পারেন ৷ পাশাপাশি দাঁড়িয়ে যাত্রার ক্ষেত্রেও ট্রেন প্রতি প্রায় 1 হাজার 200 জন অতিরিক্ত যাত্রী যাত্রা করতে পারবেন ৷

আরও পড়ুন:

  1. চার মাসের সন্তান কোলে ট্রেন থেকে মরণঝাঁপ মায়ের
  2. রেলগেট ভেঙে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা চারচাকার, ঘটনাস্থলে মৃত চালক

কলকাতা, 9 এপ্রিল: অনেক আগে থেকেই কাজ চলছিল ৷ এবার দ্রুত শিয়ালদা শাখায় 12 কোচের লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে ৷ পূর্ব রেলের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ শিয়ালদা শাখায় 12 কোচের এমএমইউ লোকাল ট্রেন চালাবার জন্য শিয়ালদা মেইন স্টেশনের সাবার্বানের সবক'টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ-সহ পরিকাঠামোগত আর যা যা কাজ চলছিল, তা এখন শেষের মুখে ৷ তাই সবকিছু ঠিকঠাক এগোলে আর কয়েক মাসের মধ্যেই শিয়ালদা থেকে সব শাখার জন্য 12 বগির ইএমইউ ট্রেন পরিষেবা শুরু হয়ে যাবে ৷

শিয়ালদা দক্ষিণ শাখার প্রায় সব ইএমইউ লোকাল বর্তমানে 12 কোচের ৷ তবে শিয়ালদা মেইন ও উত্তর শাখায় অর্থাৎ শিয়ালদা-রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদা-বনগাঁ সেকশনের সবক'টি লোকাল এখনও 12 কোচের হয়নি ৷ কারণ 12 কোচের ট্রেন চালাতে হলে শিয়ালদা মেইন সেকশনের বেশ কয়েকটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির প্রয়োজন ৷ তাই শিয়ালদা উত্তর ও মেইন শাখায় শহরতলি থেকে আসা যাত্রীদের যাতায়াতের স্বাচ্ছন্দ্যের জন্য সব ইএমইউ রেকগুলিকেই 12 কোচের রেক করে চালাবার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে ৷

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম লম্বায় বাড়ানোর কাজ প্রায় শেষের দিকে ৷ পাশাপাশি 1, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম বৃদ্ধির কাজও চলছে ৷ এপ্রিল মাসের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে ৷ তবে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ ও সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের কাজ আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে ৷

অন্যদিকে শিয়ালদার 5 নং প্ল্যাটফর্ম বৃদ্ধির কাজ চলছে বর্তমানে ৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুন মাসের মধ্যে শিয়ালদা মেইন শাখার 1 থেকে 5 নং প্ল্যাটফর্মের কাজ শেষ হয়ে যাবে ৷ আর তারপরেই আর 9 কোচের নয়, বরং 12 কোচের ইএমইউ লোকাল চলাচল করবে শিয়ালদা থেকে ৷

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন ৷ তাই 9 কোচের লোকালগুলি 12 কোচে পরিবর্তন করা হলে স্বাভাবিকভাবে অনেকে উপকৃত হবেন । প্রতিটি লোকাল ট্রেনেই গড়ে আরও 330 জন যাত্রী একবারে যাতায়াত করতে পারেন ৷ পাশাপাশি দাঁড়িয়ে যাত্রার ক্ষেত্রেও ট্রেন প্রতি প্রায় 1 হাজার 200 জন অতিরিক্ত যাত্রী যাত্রা করতে পারবেন ৷

আরও পড়ুন:

  1. চার মাসের সন্তান কোলে ট্রেন থেকে মরণঝাঁপ মায়ের
  2. রেলগেট ভেঙে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা চারচাকার, ঘটনাস্থলে মৃত চালক
Last Updated : Apr 9, 2024, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.