বাঁকুড়া, 31 অক্টোবর: মায়ের হাতে মায়ের উদ্বোধন ৷ সমাজের ছক ভেঙে 102 বছর বয়সি গীতাবালা বাগদির হাতে হল 25 ফুটের কালী মূর্তির উদ্বোধন ৷ বাঁকুড়া শহর সাক্ষী থাকল এক অন্য রকমের আলোর উৎসবের ৷
বাঁকুড়া শহরের জলটাকিগোড়ার 'জুয়েল ক্লাবে'র এই বছরের নিবেদন 'বড় মা'। এই ক্লাব 25 ফুটের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়েছে সারা বাঁকুড়া জেলায় । গুটি গুটি পায়ে চলতে চলতে এই বছর তাদের 54তম বর্ষে পদার্পণ । যেখানে থিম বা বড় পুজোগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করতে দেখা যায় নেতা, মন্ত্রী বা প্রশাসনিক আধিকারিকদের । সেই জায়গায় দাঁড়িয়ে বাঁকুড়ার জলটাকি গোড়া 'জুয়েল ক্লাবে'র পুজো উদ্বোধন করলেন 102 বছরের বৃদ্ধা গীতাবালা বাগদি ।
নীলপেড়ে সাদা থান, চোখে মোটা চশমা, গালে কালসিটে পড়া স্পষ্ট ভাঁজ, হাঁটতে পারলেও কথা বলার শক্তি প্রায় হারিয়েই ফেলেছেন । নতুন প্রজন্মের হাত ধরে এলেন কালীপুজোর মণ্ডপে ৷ তিনি হলেন বাঁকুড়া জেলার রামসাগরের মালপুরের বাসিন্দা গীতাবালা বাগদি । বয়স সেঞ্চুরি পার করেছে তো কী, মনের জোরে যেন তিনি সবে 25 । গীতাবালা বাগদি নতুন প্রজন্মের কাছে একটা উদাহরণ ।
এই পুজোর উদ্যোক্তা অভিরূপ খাঁ বলেন, "বাঁকুড়া জুয়েল ক্লাব সারা বছর সামাজিক উন্নয়নমূলক কাজ করে । এই বছর আমাদের থিম 'বড়মা' ৷ তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন এরকম একটা মানুষকে দিয়ে আমরা পুজোর উদ্বোধন করতে চেয়েছিলাম । তিনি আসায় বাঁকুড়া জুয়েল ক্লাব 102 বছর বয়সি গীতাবালা দেবীর কাছে কৃতজ্ঞ ।"
প্রিয়াঙ্কা কুণ্ডু নামে আরেক ক্লাবের সদস্যের কথায়, "এই ক্লাবের পুজোর উদ্যোগে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও হাত মেলায় । তাই নারী শক্তিকে জোর দেওয়ার জন্যই বর্ষীয়ান একজন মানুষকে দিয়ে এই পুজো উদ্বোধন করানো হল । এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় ৷ আমাদের খুব ভালো লাগছে ৷ নারীশক্তির জয়জয়কার সব জায়গায় ৷"