ETV Bharat / state

ভোটে জিতে দেবের উপহার ! একশো কোটি টাকার রাস্তা হচ্ছে কেশপুরে - Road in Keshpur - ROAD IN KESHPUR

Keshpur MLA Seuli Saha: ভোটে জেতার পর এবার কেশপুরকে বিশেষ গুরুত্ব দিলেন ঘাটালের সাংসদ দেব । ইতিমধ্যে কেশপুরে কংক্রিট রাস্তার জন্য বরাদ্দ হল 100 কোটি টাকা । তাই তাঁর সার্ভের জন্য চিঠি এসেছে ৷ বিজয় উৎসবে ঘোষণা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহার ৷

Keshpur MLA Seuli Saha
কেশপুরের বিধায়ক শিউলি সাহা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 8:27 PM IST

কেশপুর, 22 জুন: ঘাটাল লোকসভায় তৃণমূল প্রার্থী দেবকে লক্ষাধিক ভোটের লিড দিয়েছে অন্যতম বিধানসভা কেশপুর । আর তাই এবার কেশপুরের উপর বিশেষ গুরুত্ব দিলেন ঘাটালের সাংসদ । কেশপুরে প্রায় দেড়শো কিলোমিটার কংক্রিট রাস্তার জন্য বরাদ্দ হল 100 কোটি টাকা । যার জন্য সার্ভে চিঠি এসেছে বলে জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা । শুক্রবার বিজয় উৎসব থেকে তিনি শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে কেশপুরের বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষও করেন ।

শিউলি সাহার কথায়, "কেশপুরে 34 বছর বাম সরকারের আমলে কোনও উন্নয়ন হয়নি ৷ তাই বর্তমান সরকারের উন্নয়ন এতটাই হয়েছে তাতে কেশপুরের মানুষ আশীর্বাদস্বরূপ এক লক্ষের বেশি ভোট দিয়ে দীপক অধিকারীকে জিতিয়েছে । যার ফলস্বরূপ কেশপুরে 150 কিলোমিটার রাস্তা হবে ৷"

Keshpur MLA Seuli Saha
ভোটে জিতে কেশপুরকে রাস্তা উপহার দেবের (নিজস্ব ছবি)

পাশাপাশি তিনি বলেন, "গোটা কেশপুর জুড়ে 100 কোটি টাকার রাস্তা তৈরি হবে । ইতিমধ্যেই তা পঞ্চায়েত দফতর থেকে জেলাশাসকের হাত দিয়ে বিডিওর কাছে সার্ভে করার চিঠি পৌঁছে গিয়েছে । তাই কেশপুরের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ৷ বিপুলভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন তাঁরা ।"

মূলত 4 জুন ভোটে জেতার পর শুক্রবার প্রথম বিজয় উৎসবে মেতে উঠল কেশপুরে তৃণমূল কংগ্রেস । বিজয় উৎসবে শিউলি সাহা ছাড়া উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলার মহিলা সভানেত্রী তনয়া দাস, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোরাই ৷ এছাড়াও উপস্থিত ছিলেন সঞ্জয় পান, শ্যামল আচার্য, উত্তমানন্দ ত্রিপাঠী ও অঞ্চল এবং ব্লকের নেতৃত্বরা ।

এ দিন বক্তব্য রাখতে গিয়ে শিউলি সাহা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান ৷ তিনি বলেন, "যিনি কেশপুরে দাঁড়িয়ে কেশপুরকে 'পাকিস্তান' বলেছিলেন তাঁকে আমি বিধানসভায় গিয়ে প্রশ্ন করব ৷ আপনি তো একজন জনপ্রতিনিধি, কীভাবে এই কথাগুলো বলেন ?" পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খেজুরির ঘটনা নিয়ে তোপ দাগেন তিনি । কেশপুরের বিধায়ক বলেন, "শুভেন্দু অধিকারী কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে নিয়ে গিয়ে রাজভবনে বলেছেন, কেশপুরে বিরোধীরা নাকি বাড়ি ছাড়া । এইসব মিথ্যাচার করে লাভ হবে না । এসে দেখে যান এখানের মানুষ কত আনন্দে রয়েছে ।"

কেশপুর, 22 জুন: ঘাটাল লোকসভায় তৃণমূল প্রার্থী দেবকে লক্ষাধিক ভোটের লিড দিয়েছে অন্যতম বিধানসভা কেশপুর । আর তাই এবার কেশপুরের উপর বিশেষ গুরুত্ব দিলেন ঘাটালের সাংসদ । কেশপুরে প্রায় দেড়শো কিলোমিটার কংক্রিট রাস্তার জন্য বরাদ্দ হল 100 কোটি টাকা । যার জন্য সার্ভে চিঠি এসেছে বলে জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা । শুক্রবার বিজয় উৎসব থেকে তিনি শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে কেশপুরের বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষও করেন ।

শিউলি সাহার কথায়, "কেশপুরে 34 বছর বাম সরকারের আমলে কোনও উন্নয়ন হয়নি ৷ তাই বর্তমান সরকারের উন্নয়ন এতটাই হয়েছে তাতে কেশপুরের মানুষ আশীর্বাদস্বরূপ এক লক্ষের বেশি ভোট দিয়ে দীপক অধিকারীকে জিতিয়েছে । যার ফলস্বরূপ কেশপুরে 150 কিলোমিটার রাস্তা হবে ৷"

Keshpur MLA Seuli Saha
ভোটে জিতে কেশপুরকে রাস্তা উপহার দেবের (নিজস্ব ছবি)

পাশাপাশি তিনি বলেন, "গোটা কেশপুর জুড়ে 100 কোটি টাকার রাস্তা তৈরি হবে । ইতিমধ্যেই তা পঞ্চায়েত দফতর থেকে জেলাশাসকের হাত দিয়ে বিডিওর কাছে সার্ভে করার চিঠি পৌঁছে গিয়েছে । তাই কেশপুরের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ৷ বিপুলভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন তাঁরা ।"

মূলত 4 জুন ভোটে জেতার পর শুক্রবার প্রথম বিজয় উৎসবে মেতে উঠল কেশপুরে তৃণমূল কংগ্রেস । বিজয় উৎসবে শিউলি সাহা ছাড়া উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলার মহিলা সভানেত্রী তনয়া দাস, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোরাই ৷ এছাড়াও উপস্থিত ছিলেন সঞ্জয় পান, শ্যামল আচার্য, উত্তমানন্দ ত্রিপাঠী ও অঞ্চল এবং ব্লকের নেতৃত্বরা ।

এ দিন বক্তব্য রাখতে গিয়ে শিউলি সাহা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান ৷ তিনি বলেন, "যিনি কেশপুরে দাঁড়িয়ে কেশপুরকে 'পাকিস্তান' বলেছিলেন তাঁকে আমি বিধানসভায় গিয়ে প্রশ্ন করব ৷ আপনি তো একজন জনপ্রতিনিধি, কীভাবে এই কথাগুলো বলেন ?" পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খেজুরির ঘটনা নিয়ে তোপ দাগেন তিনি । কেশপুরের বিধায়ক বলেন, "শুভেন্দু অধিকারী কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে নিয়ে গিয়ে রাজভবনে বলেছেন, কেশপুরে বিরোধীরা নাকি বাড়ি ছাড়া । এইসব মিথ্যাচার করে লাভ হবে না । এসে দেখে যান এখানের মানুষ কত আনন্দে রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.