ETV Bharat / sports

টিম ইন্ডিয়ার পরবর্তী বোলিং কোচের দৌড়ে গম্ভীরের একদা দুই সতীর্থ - INDIAN CRICKET TEAM - INDIAN CRICKET TEAM

NEXT BOWLING COACH OF TEAM INDIA: গম্ভীর নির্বাচিত হয়েছেন নয়া কোচ হিসেবে ৷ কিন্তু 'মেন ইন ব্লু'র পরবর্তী বোলিং কোচ কে হবেন ? সূত্র জানাচ্ছে, জাহির খান এবং লক্ষ্মীপতি বালাজির মধ্যে একজনকে বেছে নেওয়ার ভাবনায় বিসিসিআই ৷

GAUTAM GAMBHIR
ভারতের নয়া কোচ গৌতম গম্ভীর (গৌতম গম্ভীর -এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 5:09 PM IST

মুম্বই, 10 জুলাই: সব ঠিকঠাক থাকলে টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে একদা তাঁর জাতীয় দলের সতীর্থকেই পাশে পাচ্ছেন গৌতম গম্ভীর ৷ জল্পনা কাটিয়ে মঙ্গলবার রোহিত শর্মা-বিরাট কোহলিদের নয়া হেডস্যর হিসেবে ঘোষিত হয়েছে গম্ভীরের নাম ৷ হেড কোচ চূড়ান্ত হওয়ার পর এবার জল্পনা বোলিং কোচ নিয়ে ৷ সূত্র বলছে, দৌড়ে রয়েছেন জাহির খান এবং লক্ষ্মীপতি বালাজি ৷

অর্থাৎ, একদা গম্ভীরের দুই সতীর্থকেই বোলিং কোচ হিসেবে বেছে নেওয়ার ভাবনায় রয়েছে বিসিসিআই ৷ বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা এএনআই'কে বলেছে, "জাতীয় দলের বোলিং কোচ হিসেবে বিসিসিআই জাহির খান এবং লক্ষ্মীপতি বালাজির নাম ভাবছে ৷ বিনয় কুমারের নাম আলোচনায় থাকলেও তাঁর ব্যাপারে আগ্রহী নয় বিসিসিআই ৷"

জাহির নাকি বালাজি, বোলিং কোচ হিসেবে ভারতীয় দল কাকে পেলে লাভবান হবে সেটা তর্কের বিষয় ৷ তবে ক্রিকেট কেরিয়ারের দিকে তাকালে জাহির খান অনেক বেশি সমৃদ্ধ ৷ 92 টেস্টে 311টি উইকেট ৷ সর্বমোট 309টি আন্তর্জাতিক ম্যাচে মরাঠা পেসারের ঝুলিতে রয়েছে 610টি শিকার ৷ 2011 বিশ্বকাপে সর্বাধিক উইকেটও (21) ছিল জাহিরের ঝুলিতে ৷ পক্ষান্তরে বালাজি জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র 9টি টেস্ট এবং 30টি ওয়ান-ডে ৷

কোচিং কেরিয়ারের দিকে তাকালে আবার বালাজি জাহিরের তুলনায় বেশি অভিজ্ঞ ৷ 2017 ইন্ডিয়ান প্রিমিয়র লিগে কলকাতা নাইট রাইডার্স এবং 2018-22 চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বালাজি ৷ অন্যদিকে জাহির খান এর আগে খুব স্বল্প সময়ের জন্য জাতীয় দলের বোলিং পরামর্শদাতার দায়িত্ব সামলিয়েছেন ৷ এখন দেখার পর্যালোচনার পর কার হাতে দায়িত্ব সঁপে দেয় বোর্ড ৷

মঙ্গলবার এক ঘোষণায় গম্ভীরকে নয়া কোচ হিসেবে ঘোষণা করে বোর্ড সচিব জয় শাহ বলেন, "কেরিয়ারে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন গম্ভীর ৷ তাই ভারতীয় ক্রিকেটের অগ্রগতির জন্য তিনিই উপযুক্ত ৷" অবিচল লক্ষ্য এবং অগাধ অভিজ্ঞতাকে সম্বল করেই যে প্রাক্তন ক্রিকেটার ভারতীয় কোচের পদে আসীন হলেন, তাও স্পষ্ট করেছেন শাহ ৷ চলতি মাসের শেষে শ্রীলঙ্কায় শুরু হতে চলা সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজই হতে চলেছে গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট ৷

মুম্বই, 10 জুলাই: সব ঠিকঠাক থাকলে টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে একদা তাঁর জাতীয় দলের সতীর্থকেই পাশে পাচ্ছেন গৌতম গম্ভীর ৷ জল্পনা কাটিয়ে মঙ্গলবার রোহিত শর্মা-বিরাট কোহলিদের নয়া হেডস্যর হিসেবে ঘোষিত হয়েছে গম্ভীরের নাম ৷ হেড কোচ চূড়ান্ত হওয়ার পর এবার জল্পনা বোলিং কোচ নিয়ে ৷ সূত্র বলছে, দৌড়ে রয়েছেন জাহির খান এবং লক্ষ্মীপতি বালাজি ৷

অর্থাৎ, একদা গম্ভীরের দুই সতীর্থকেই বোলিং কোচ হিসেবে বেছে নেওয়ার ভাবনায় রয়েছে বিসিসিআই ৷ বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা এএনআই'কে বলেছে, "জাতীয় দলের বোলিং কোচ হিসেবে বিসিসিআই জাহির খান এবং লক্ষ্মীপতি বালাজির নাম ভাবছে ৷ বিনয় কুমারের নাম আলোচনায় থাকলেও তাঁর ব্যাপারে আগ্রহী নয় বিসিসিআই ৷"

জাহির নাকি বালাজি, বোলিং কোচ হিসেবে ভারতীয় দল কাকে পেলে লাভবান হবে সেটা তর্কের বিষয় ৷ তবে ক্রিকেট কেরিয়ারের দিকে তাকালে জাহির খান অনেক বেশি সমৃদ্ধ ৷ 92 টেস্টে 311টি উইকেট ৷ সর্বমোট 309টি আন্তর্জাতিক ম্যাচে মরাঠা পেসারের ঝুলিতে রয়েছে 610টি শিকার ৷ 2011 বিশ্বকাপে সর্বাধিক উইকেটও (21) ছিল জাহিরের ঝুলিতে ৷ পক্ষান্তরে বালাজি জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র 9টি টেস্ট এবং 30টি ওয়ান-ডে ৷

কোচিং কেরিয়ারের দিকে তাকালে আবার বালাজি জাহিরের তুলনায় বেশি অভিজ্ঞ ৷ 2017 ইন্ডিয়ান প্রিমিয়র লিগে কলকাতা নাইট রাইডার্স এবং 2018-22 চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বালাজি ৷ অন্যদিকে জাহির খান এর আগে খুব স্বল্প সময়ের জন্য জাতীয় দলের বোলিং পরামর্শদাতার দায়িত্ব সামলিয়েছেন ৷ এখন দেখার পর্যালোচনার পর কার হাতে দায়িত্ব সঁপে দেয় বোর্ড ৷

মঙ্গলবার এক ঘোষণায় গম্ভীরকে নয়া কোচ হিসেবে ঘোষণা করে বোর্ড সচিব জয় শাহ বলেন, "কেরিয়ারে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন গম্ভীর ৷ তাই ভারতীয় ক্রিকেটের অগ্রগতির জন্য তিনিই উপযুক্ত ৷" অবিচল লক্ষ্য এবং অগাধ অভিজ্ঞতাকে সম্বল করেই যে প্রাক্তন ক্রিকেটার ভারতীয় কোচের পদে আসীন হলেন, তাও স্পষ্ট করেছেন শাহ ৷ চলতি মাসের শেষে শ্রীলঙ্কায় শুরু হতে চলা সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজই হতে চলেছে গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.