কলকাতা, 15 সেপ্টেম্বর: ধনধান্য অডিটোরিয়ামে সিএবি’র জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আয়োজনের কোনও খামতি ছিল না । কিন্তু অনিন্দ্যসুন্দর অনুষ্ঠানে বানান ভুল এবং তথ্য বিকৃতি সমস্ত আয়োজনে চোনা ফেলে দিল । 2023 সালের পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে সেরা বোলার মহম্মদ শামি । বিশেষ কৃতিত্বের জন্য তারকা পেসারের হাতে বিশেষ পুরস্কার তুলে দিল সিএবি । কিন্তু যাকে এত সম্মান দিয়ে ডেকে নিয়ে এসে সম্মানিত করা হল, তাঁর নাম মঞ্চের পেছনের পর্দায় ভেসে উঠল ‘মহম্মদ শামিট’ নামে । বানানের এই ভুল অমার্জনীয় ।
একইভাবে বলা হল, 2024 বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য শামি পুরস্কার পাচ্ছেন । এখানেও তথ্য বিকৃতি ৷ 2024 সালে পঞ্চাশ ওভার নয়, হয়েছে টি-20 বিশ্বকাপ । সেই প্রতিযোগিতায় চোটের জন্য খেলেননি শামি । কার অপদার্থতায় এই ভুল, তা নিয়ে ইতিমধ্যেই খোঁজ শুরু হয়ে গিয়েছে ।
এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অজয় জাদেজা এবং সন্দীপ পাতিল । দু’জনকেই সংবর্ধিত করা হল । উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তবে শুধুই দর্শক হিসেবে । মঞ্চে পুরস্কার দিতেও ওঠেননি । উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী । তিনি অবশ্য পুরস্কার দিতে উঠেছিলেন ।
সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনকৃতি সম্মানে সম্মানিত প্রাক্তন ক্রিকেটার প্রণব রায় । কুমোরটুলির বিখ্যাত রায় পরিবারের ক্রিকেটীয় ঐতিহ্য বহন করছেন প্রণব । বাবা পঙ্কজ রায়ের মতো না-হলেও টেস্ট ক্রিকেট খেলেছেন । জীবনকৃতি সম্মান পেয়ে খুশি । বঙ্গ ক্রিকেটের প্রাক্তনী বলছেন, তাঁর গুরু কার্তিক বসুর নামাঙ্কিত পুরস্কার পেয়ে তিনি আপ্লুত ।
মেয়েদের ক্রিকেটে জীবনকৃতি সম্মান উঠল রুনা বসুর হাতে । বাংলায় মেয়েদের ক্রিকেট চালু হওয়ার অন্যতম ভগীরথ রুনা । সিএবি তাঁকে সম্মানিত করছে দেখে আপ্লুত । বাংলার মেয়েদের আরও বড় মঞ্চে সম্মানিত দেখতে চান তিনি ।
বর্ষসেরা ক্রিকেটার অনুস্টুপ মজুমদার । তিনি তাঁর পুরস্কার আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের স্মৃতিতে দান করলেন । বর্ষসেরা জেন্টলম্যান ক্রিকেটারের সম্মান পেলেন অভিষেক পোড়েল । সব মিলিয়ে দেড়শোর বেশি পুরস্কার দেওয়া হল । কিন্তু অসাধারণ আয়োজনে চোনা ফেলল মহম্মদ শামির বানান ভুল এবং তথ্য বিভ্রাট ।