মুম্বই, 12 মার্চ: আইপিএল শুরুর 10 দিন আগে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তরফে ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন ঋষভ পন্ত ৷ ব্যাটিং ও উইকেটকিপিং, দু’টি বিভাগেই স্টাম্পার-ব্যাটারকে ফিট ঘোষণা করেছে বোর্ড ৷ ফলত, 22 মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের 17তম সিজনে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে অধিনায়ক পন্তকে দেখা যাবে বলেই ধরে নেওয়া হচ্ছে ৷ তবে, মহম্মদ শামি যে আইপিএলে খেলতে পারবেন না, তা আগেই জানা গিয়েছিল ৷ এবার সেই খবরে, সিলমোহর দিল বোর্ড ৷ সঙ্গে রাজস্থান রয়্যালসের প্রসিদ্ধ কৃষ্ণাও আইপিএল থেকে ছিটকে গেলেন ৷
আজ বিসিসিআই সচিব জয় শাহ এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন ৷ সেখানে তিনি জানান, "উত্তরাখণ্ডের রুরকির কাছে 2022 সালের 3- ডিসেম্বর ভয়াবহ প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ পন্ত ৷ তারপর দীর্ঘ 14 মাস উচ্চ পর্যায়ের রিহ্যাব ও রিকভারি প্রক্রিয়া শেষ হওয়ার পর, তাঁকে আসন্ন টাটা আইপিএল 2024 খেলার জন্য ফিট ঘোষণা করা হল ৷" ফলে 23 মার্চ দিল্লি ক্যাপিটালসের জার্সিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে দেখা যাবে ঋষভকে ৷ গতবছর দুবাইয়ে আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজির টেবিলেও দেখা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে ৷
অন্যদিকে, মহম্মদ শামি অফিসিয়ালি আইপিএলের বাইরে বলে জানিয়ে দিল বিসিসিআই ৷ গতমাসে অস্ত্রোপচারের আগেই খবর ছিল, চলতি বছর আইপিএল খেলতে পারবেন না শামি ৷ সেই সময় তিনি রিহ্যাবের জন্য এনসিএ'তে থাকবেন ৷ মঙ্গলবার বোর্ডের তরফে নোটিফিকেশনে বলা হয়েছে, "2024 সালের 26 জানুয়ারি ভারতের ফাস্ট বোলার মহম্মদ শামির ডান পায়ের গোড়ালির চোটের সফল অস্ত্রোপচার হয়েছে ৷ এই মুহূর্তে তিনি বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন এবং আইপিএল 2024 থেকে বাইরে হয়ে গেছেন ৷"
উল্লেখ্য, শামি নভেম্বর মাসে বিশ্বকাপ ফাইনালের পর থেকে ক্রিকেট মাঠের বাইরে ৷ বিশ্বকাপে ইনজেকশন নিয়ে তিনি খেলেছিলেন ৷ তারপর থেকে গোড়ালির চোটের কারণে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারতীয় ক্রিকেটার ৷ অন্যদিকে, বাঁ-পায়ের অস্ত্রোপচার হওয়ায় প্রসিদ্ধ কৃষ্ণাও আসন্ন আইপিএলে খেলতে পারবেন না ৷ খুব দ্রুত তিনি এনসিএ-তে রিহ্যাব শুরু করবেন বলে জানিয়েছে বিসিসিআই ৷
আরও পড়ুন: