ETV Bharat / sports

ফিট ঋষভকে আইপিএল খেলার ছাড়পত্র বোর্ডের, শামির পর ছিটকে গেলেন প্রসিদ্ধও - Rishabh Pant Gets Fit Certificate

Rishabh Pant Gets Fit Certificate by BCCI: 22 মার্চ থেকে আইপিএল সিজন 17’র ঢাকে কাঠি ৷ তার 10 দিন আগে ঋষভ পন্তকে ফিট সার্টিফিকেট দিল বিসিসিআই ৷ বোর্ডের মেডিক্যাল টিমের তরফে পন্তকে ফিট ঘোষণার পাশাপাশি, মহম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণা আইপিএল 2024 থেকে পুরোপুরি বাদ বলে জানাল বোর্ড ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 2:29 PM IST

মুম্বই, 12 মার্চ: আইপিএল শুরুর 10 দিন আগে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তরফে ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন ঋষভ পন্ত ৷ ব্যাটিং ও উইকেটকিপিং, দু’টি বিভাগেই স্টাম্পার-ব্যাটারকে ফিট ঘোষণা করেছে বোর্ড ৷ ফলত, 22 মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের 17তম সিজনে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে অধিনায়ক পন্তকে দেখা যাবে বলেই ধরে নেওয়া হচ্ছে ৷ তবে, মহম্মদ শামি যে আইপিএলে খেলতে পারবেন না, তা আগেই জানা গিয়েছিল ৷ এবার সেই খবরে, সিলমোহর দিল বোর্ড ৷ সঙ্গে রাজস্থান রয়্যালসের প্রসিদ্ধ কৃষ্ণাও আইপিএল থেকে ছিটকে গেলেন ৷

আজ বিসিসিআই সচিব জয় শাহ এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন ৷ সেখানে তিনি জানান, "উত্তরাখণ্ডের রুরকির কাছে 2022 সালের 3- ডিসেম্বর ভয়াবহ প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ পন্ত ৷ তারপর দীর্ঘ 14 মাস উচ্চ পর্যায়ের রিহ্যাব ও রিকভারি প্রক্রিয়া শেষ হওয়ার পর, তাঁকে আসন্ন টাটা আইপিএল 2024 খেলার জন্য ফিট ঘোষণা করা হল ৷" ফলে 23 মার্চ দিল্লি ক্যাপিটালসের জার্সিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে দেখা যাবে ঋষভকে ৷ গতবছর দুবাইয়ে আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজির টেবিলেও দেখা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে ৷

অন্যদিকে, মহম্মদ শামি অফিসিয়ালি আইপিএলের বাইরে বলে জানিয়ে দিল বিসিসিআই ৷ গতমাসে অস্ত্রোপচারের আগেই খবর ছিল, চলতি বছর আইপিএল খেলতে পারবেন না শামি ৷ সেই সময় তিনি রিহ্যাবের জন্য এনসিএ'তে থাকবেন ৷ মঙ্গলবার বোর্ডের তরফে নোটিফিকেশনে বলা হয়েছে, "2024 সালের 26 জানুয়ারি ভারতের ফাস্ট বোলার মহম্মদ শামির ডান পায়ের গোড়ালির চোটের সফল অস্ত্রোপচার হয়েছে ৷ এই মুহূর্তে তিনি বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন এবং আইপিএল 2024 থেকে বাইরে হয়ে গেছেন ৷"

উল্লেখ্য, শামি নভেম্বর মাসে বিশ্বকাপ ফাইনালের পর থেকে ক্রিকেট মাঠের বাইরে ৷ বিশ্বকাপে ইনজেকশন নিয়ে তিনি খেলেছিলেন ৷ তারপর থেকে গোড়ালির চোটের কারণে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারতীয় ক্রিকেটার ৷ অন্যদিকে, বাঁ-পায়ের অস্ত্রোপচার হওয়ায় প্রসিদ্ধ কৃষ্ণাও আসন্ন আইপিএলে খেলতে পারবেন না ৷ খুব দ্রুত তিনি এনসিএ-তে রিহ্যাব শুরু করবেন বলে জানিয়েছে বিসিসিআই ৷

আরও পড়ুন:

  1. কবে মাঠে ফিরছেন শামি-পন্ত, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ
  2. 'দ্বিতীয় জীবন তো সবাই পায় না', মৃত্যুমুখ থেকে ফেরার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার পন্তের
  3. ইডেনে নাইটদের ম্যাচের টিকিটের কত দাম, জেনে নিন

মুম্বই, 12 মার্চ: আইপিএল শুরুর 10 দিন আগে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তরফে ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন ঋষভ পন্ত ৷ ব্যাটিং ও উইকেটকিপিং, দু’টি বিভাগেই স্টাম্পার-ব্যাটারকে ফিট ঘোষণা করেছে বোর্ড ৷ ফলত, 22 মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের 17তম সিজনে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে অধিনায়ক পন্তকে দেখা যাবে বলেই ধরে নেওয়া হচ্ছে ৷ তবে, মহম্মদ শামি যে আইপিএলে খেলতে পারবেন না, তা আগেই জানা গিয়েছিল ৷ এবার সেই খবরে, সিলমোহর দিল বোর্ড ৷ সঙ্গে রাজস্থান রয়্যালসের প্রসিদ্ধ কৃষ্ণাও আইপিএল থেকে ছিটকে গেলেন ৷

আজ বিসিসিআই সচিব জয় শাহ এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন ৷ সেখানে তিনি জানান, "উত্তরাখণ্ডের রুরকির কাছে 2022 সালের 3- ডিসেম্বর ভয়াবহ প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ পন্ত ৷ তারপর দীর্ঘ 14 মাস উচ্চ পর্যায়ের রিহ্যাব ও রিকভারি প্রক্রিয়া শেষ হওয়ার পর, তাঁকে আসন্ন টাটা আইপিএল 2024 খেলার জন্য ফিট ঘোষণা করা হল ৷" ফলে 23 মার্চ দিল্লি ক্যাপিটালসের জার্সিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে দেখা যাবে ঋষভকে ৷ গতবছর দুবাইয়ে আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজির টেবিলেও দেখা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে ৷

অন্যদিকে, মহম্মদ শামি অফিসিয়ালি আইপিএলের বাইরে বলে জানিয়ে দিল বিসিসিআই ৷ গতমাসে অস্ত্রোপচারের আগেই খবর ছিল, চলতি বছর আইপিএল খেলতে পারবেন না শামি ৷ সেই সময় তিনি রিহ্যাবের জন্য এনসিএ'তে থাকবেন ৷ মঙ্গলবার বোর্ডের তরফে নোটিফিকেশনে বলা হয়েছে, "2024 সালের 26 জানুয়ারি ভারতের ফাস্ট বোলার মহম্মদ শামির ডান পায়ের গোড়ালির চোটের সফল অস্ত্রোপচার হয়েছে ৷ এই মুহূর্তে তিনি বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন এবং আইপিএল 2024 থেকে বাইরে হয়ে গেছেন ৷"

উল্লেখ্য, শামি নভেম্বর মাসে বিশ্বকাপ ফাইনালের পর থেকে ক্রিকেট মাঠের বাইরে ৷ বিশ্বকাপে ইনজেকশন নিয়ে তিনি খেলেছিলেন ৷ তারপর থেকে গোড়ালির চোটের কারণে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারতীয় ক্রিকেটার ৷ অন্যদিকে, বাঁ-পায়ের অস্ত্রোপচার হওয়ায় প্রসিদ্ধ কৃষ্ণাও আসন্ন আইপিএলে খেলতে পারবেন না ৷ খুব দ্রুত তিনি এনসিএ-তে রিহ্যাব শুরু করবেন বলে জানিয়েছে বিসিসিআই ৷

আরও পড়ুন:

  1. কবে মাঠে ফিরছেন শামি-পন্ত, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ
  2. 'দ্বিতীয় জীবন তো সবাই পায় না', মৃত্যুমুখ থেকে ফেরার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার পন্তের
  3. ইডেনে নাইটদের ম্যাচের টিকিটের কত দাম, জেনে নিন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.