ETV Bharat / sports

শেষ মুহূর্তে পেনাল্টি হজম, বিতর্কিত সিদ্ধান্তে আবার হারল ম্যান ইউ

পেনাল্টি হজম করে শেষ মুহূর্তে হারল ম্যান ইউ ৷ যদিও পেনাল্টির সিদ্ধান্তে মিশে রয়েছে বিতর্ক ৷ রেফারির সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিলেন কোচও ৷

WHU vs MUN
পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদ ম্যান ইউ ফুটবলারদের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 28, 2024, 2:55 PM IST

লন্ডন, 28 অক্টোবর: খারাপ সময় যেন কিছুতেই কাটছে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের ৷ চলতি মরশুমের শুরু থেকে এরিক টেন হ্য়াগের দলের সবচেয়ে বড় সমস্যা তাঁরা অত্যন্ত অধারাবাহিক ৷ গত সপ্তাহে প্রিমিয়র লিগে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে জয়ের পর চলতি সপ্তাহে ইউরোপা লিগে ফেনারবাখের বিরুদ্ধে ড্র করে 'রেড ডেভিলস' ৷ আর রবিবার প্রিমিয়র লিগে ওয়েস্ট হ্য়ামের কাছে ফের হেরে বসল টেন হ্য়াগের ছেলেরা ৷ অ্যাওয়ে ম্য়াচে ইউনাইটেড হারল 1-2 গোলে ৷

ওয়েস্ট হ্য়ামের বিরুদ্ধে ম্য়ান ইউ'য়ের হার চলতি প্রিমিয়র লিগে তাঁদের চতুর্থ হার ৷ যদিও এই হারে মিশে রইল বিতর্ক ৷ এদিন ম্য়াচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্য়াচ জেতে ওয়েস্ট হ্য়াম ৷ ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলেও তাতে খুশি হতে পারেননি ফুটবলাররা ৷ এমনকী ম্য়াচের পর রেফারির সিদ্ধান্তে ক্ষোভ উগরে দেন কোচ টেন হ্য়াগ ৷

ম্য়াথিস ডি লিটের বিরুদ্ধে যাওয়া সিদ্ধান্ত নিয়ে ম্য়ান ইউ কোচ বলেন, "মরশুম শুরুর আগে বলা হয়েছিল ভিএআর (ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি) কেবল অন-ফিল্ড রেফারির পরিষ্কার এবং নিশ্চিত ভুলচুকের বিষয়ে হস্তক্ষেপ করবে ৷ কিন্তু এক্ষেত্রে তা হয়নি ৷" তিনি অভিযোগের সুরে আরও জানান, চলতি মরশুমে এই নিয়ে তিন-তিনবার তাঁর দল খারাপ সিদ্ধান্তের শিকার হল ৷ যার প্রতিফলন পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে ৷

ওয়েস্ট হ্য়ামের ঘরের মাঠে যদিও পিছিয়েই পড়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ এদিন ম্যাচের সবক'টি গোলই হয় দ্বিতীয়ার্ধে ৷ 74 মিনিটে ক্রিসেনসিও সামারভিলের দুরন্ত গোলে এগিয়ে দেয় হোম টিমকে ৷ কিন্তু 81 মিনিটে ইউনাইটেডের গোল দুরন্ত বোঝাপড়ার ফসল ৷ আমাদ দিয়ালোর বাড়ানো বল হেডে জোসুয়া জির্কজের জন্য সাজিয়ে দেন দিয়েগো ড্যালট ৷ এরপর জির্কজের হেড ক্যাশেমিরোর কাছে পৌঁছতে হেডে তা জালে রাখেন ব্রাজিলিয়ান ৷

এরপর 89 মিনিটে বক্সে ওয়েস্ট হ্যাম স্ট্রাইকার ড্যানি ইংসের সঙ্গে সংঘর্ষ হয় ডি'লিটের ৷ ফলস্বরূপ পেনাল্টি পায় ওয়েস্ট হ্য়াম ৷ আদৌ ইউনাইটেড ডিফেন্ডার বক্সে সত্যিই ইংসকে ধাক্কা দিয়েছিলেন কি না, তা নিয়ে যদিও সন্দহ রয়েছে ৷ সবমিলিয়ে বিতর্কের আবহে ফের হারল ম্য়ান ইউ ৷ এই হারের ফলে ন'ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 14 নম্বরে নামল টেন হ্য়াগের ছেলেরা ৷

লন্ডন, 28 অক্টোবর: খারাপ সময় যেন কিছুতেই কাটছে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের ৷ চলতি মরশুমের শুরু থেকে এরিক টেন হ্য়াগের দলের সবচেয়ে বড় সমস্যা তাঁরা অত্যন্ত অধারাবাহিক ৷ গত সপ্তাহে প্রিমিয়র লিগে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে জয়ের পর চলতি সপ্তাহে ইউরোপা লিগে ফেনারবাখের বিরুদ্ধে ড্র করে 'রেড ডেভিলস' ৷ আর রবিবার প্রিমিয়র লিগে ওয়েস্ট হ্য়ামের কাছে ফের হেরে বসল টেন হ্য়াগের ছেলেরা ৷ অ্যাওয়ে ম্য়াচে ইউনাইটেড হারল 1-2 গোলে ৷

ওয়েস্ট হ্য়ামের বিরুদ্ধে ম্য়ান ইউ'য়ের হার চলতি প্রিমিয়র লিগে তাঁদের চতুর্থ হার ৷ যদিও এই হারে মিশে রইল বিতর্ক ৷ এদিন ম্য়াচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্য়াচ জেতে ওয়েস্ট হ্য়াম ৷ ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলেও তাতে খুশি হতে পারেননি ফুটবলাররা ৷ এমনকী ম্য়াচের পর রেফারির সিদ্ধান্তে ক্ষোভ উগরে দেন কোচ টেন হ্য়াগ ৷

ম্য়াথিস ডি লিটের বিরুদ্ধে যাওয়া সিদ্ধান্ত নিয়ে ম্য়ান ইউ কোচ বলেন, "মরশুম শুরুর আগে বলা হয়েছিল ভিএআর (ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি) কেবল অন-ফিল্ড রেফারির পরিষ্কার এবং নিশ্চিত ভুলচুকের বিষয়ে হস্তক্ষেপ করবে ৷ কিন্তু এক্ষেত্রে তা হয়নি ৷" তিনি অভিযোগের সুরে আরও জানান, চলতি মরশুমে এই নিয়ে তিন-তিনবার তাঁর দল খারাপ সিদ্ধান্তের শিকার হল ৷ যার প্রতিফলন পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে ৷

ওয়েস্ট হ্য়ামের ঘরের মাঠে যদিও পিছিয়েই পড়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ এদিন ম্যাচের সবক'টি গোলই হয় দ্বিতীয়ার্ধে ৷ 74 মিনিটে ক্রিসেনসিও সামারভিলের দুরন্ত গোলে এগিয়ে দেয় হোম টিমকে ৷ কিন্তু 81 মিনিটে ইউনাইটেডের গোল দুরন্ত বোঝাপড়ার ফসল ৷ আমাদ দিয়ালোর বাড়ানো বল হেডে জোসুয়া জির্কজের জন্য সাজিয়ে দেন দিয়েগো ড্যালট ৷ এরপর জির্কজের হেড ক্যাশেমিরোর কাছে পৌঁছতে হেডে তা জালে রাখেন ব্রাজিলিয়ান ৷

এরপর 89 মিনিটে বক্সে ওয়েস্ট হ্যাম স্ট্রাইকার ড্যানি ইংসের সঙ্গে সংঘর্ষ হয় ডি'লিটের ৷ ফলস্বরূপ পেনাল্টি পায় ওয়েস্ট হ্য়াম ৷ আদৌ ইউনাইটেড ডিফেন্ডার বক্সে সত্যিই ইংসকে ধাক্কা দিয়েছিলেন কি না, তা নিয়ে যদিও সন্দহ রয়েছে ৷ সবমিলিয়ে বিতর্কের আবহে ফের হারল ম্য়ান ইউ ৷ এই হারের ফলে ন'ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 14 নম্বরে নামল টেন হ্য়াগের ছেলেরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.