লন্ডন, 8 ডিসেম্বর: ভয়াবহ দুর্ঘটনার মুখে প্রিমিয়র লিগ তারকা ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷ তাঁর ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে ৷ সেখানে চিকিৎসকরা ক্লোজ মনিটরিং করছেন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলেও চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি ৷
শনিবার রাতে নিজের ফেরারি নিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ওয়েস্ট হ্যামের স্ট্রাইকার মাইকেল আন্তোনিও ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, তীব্র গতিতে একটি গাছে গিয়ে ধাক্কা মারেন তিনি ৷ ঘটনার অভিঘাতে তাঁর বিলাসবহুল গাড়িটি তুবড়ে গিয়েছে ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় গাছ কেটে তাঁকে উদ্ধার করা হয় ৷ তৎক্ষণাৎ এয়ারলিফট করে নিয়ে আসা হয় সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন জামাইকার জাতীয় দলের এই ফুটবলার ৷
Club Statement
— West Ham United (@WestHam) December 7, 2024
West Ham United can confirm striker Michail Antonio has today been involved in a road traffic accident.
The thoughts and prayers of everyone at the Club are with Michail, his family and friends at this time.
The Club will issue an update in due course. pic.twitter.com/v3ZNyR80fd
ওয়েস্ট হ্যামের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘‘মাইকেলের জ্ঞান রয়েছে ৷ বর্তমানে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসকদের ক্লোজ মনিটরিংয়ে তিনি রয়েছে ৷’’ যদিও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আর কোনও তথ্য দেওয়া হয়নি ৷ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি আন্তোনিও বিষয়ে জানানো হবে ৷ আপাতত 34 বছর বয়সি জামাইকান স্ট্রাইকারের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধও করেছে প্রিমিয়র লিগের ক্লাব ৷
Thoughts and prayers to Michail Antonio and his family. pic.twitter.com/amybgLI2E2
— Cold Palmer🏴 (@ColePalmer_0) December 7, 2024
আন্তোনিও 2015 সাল থেকে ওয়েস্ট হ্যামে আছেন ৷ ‘দ্য হ্যামারসে’র হয়ে 264 ম্যাচে 68 গোল করা আন্তোনিও এই মরশুমে প্রত্যেকটি ম্যাচেই মাঠে নেমেছেন ৷ 2021 সালে জামাইকা জাতীয় দলে সুযোগ পান আন্তোনিও ৷ জাতীয় দলের জার্সিতে 21 ম্যাচে 5 গোল রয়েছে তাঁর ৷