ETV Bharat / sports

ভয়াবহ দুর্ঘটনা ! দুমড়ে গেল ফেরারি, হাসপাতালে তারকা ফুটবলার - MICHAIL ANTONIO ACCIDENT

কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয় ৷ তৎক্ষণাৎ এয়ারলিফট করে নিয়ে আসা হয় সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ৷

MICHAIL ANTONIO ACCIDENT
দুমড়ে গেল ফেরারি, হাসপাতালে তারকা ফুটবলার (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 8, 2024, 3:11 PM IST

লন্ডন, 8 ডিসেম্বর: ভয়াবহ দুর্ঘটনার মুখে প্রিমিয়র লিগ তারকা ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷ তাঁর ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে ৷ সেখানে চিকিৎসকরা ক্লোজ মনিটরিং করছেন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলেও চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি ৷

শনিবার রাতে নিজের ফেরারি নিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ওয়েস্ট হ্যামের স্ট্রাইকার মাইকেল আন্তোনিও ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, তীব্র গতিতে একটি গাছে গিয়ে ধাক্কা মারেন তিনি ৷ ঘটনার অভিঘাতে তাঁর বিলাসবহুল গাড়িটি তুবড়ে গিয়েছে ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় গাছ কেটে তাঁকে উদ্ধার করা হয় ৷ তৎক্ষণাৎ এয়ারলিফট করে নিয়ে আসা হয় সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন জামাইকার জাতীয় দলের এই ফুটবলার ৷

ওয়েস্ট হ্যামের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘‘মাইকেলের জ্ঞান রয়েছে ৷ বর্তমানে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসকদের ক্লোজ মনিটরিংয়ে তিনি রয়েছে ৷’’ যদিও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আর কোনও তথ্য দেওয়া হয়নি ৷ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি আন্তোনিও বিষয়ে জানানো হবে ৷ আপাতত 34 বছর বয়সি জামাইকান স্ট্রাইকারের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধও করেছে প্রিমিয়র লিগের ক্লাব ৷

আন্তোনিও 2015 সাল থেকে ওয়েস্ট হ্যামে আছেন ৷ ‘দ্য হ্যামারসে’র হয়ে 264 ম্যাচে 68 গোল করা আন্তোনিও এই মরশুমে প্রত্যেকটি ম্যাচেই মাঠে নেমেছেন ৷ 2021 সালে জামাইকা জাতীয় দলে সুযোগ পান আন্তোনিও ৷ জাতীয় দলের জার্সিতে 21 ম্যাচে 5 গোল রয়েছে তাঁর ৷

আরও পড়ুন

লন্ডন, 8 ডিসেম্বর: ভয়াবহ দুর্ঘটনার মুখে প্রিমিয়র লিগ তারকা ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷ তাঁর ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে ৷ সেখানে চিকিৎসকরা ক্লোজ মনিটরিং করছেন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলেও চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি ৷

শনিবার রাতে নিজের ফেরারি নিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ওয়েস্ট হ্যামের স্ট্রাইকার মাইকেল আন্তোনিও ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, তীব্র গতিতে একটি গাছে গিয়ে ধাক্কা মারেন তিনি ৷ ঘটনার অভিঘাতে তাঁর বিলাসবহুল গাড়িটি তুবড়ে গিয়েছে ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় গাছ কেটে তাঁকে উদ্ধার করা হয় ৷ তৎক্ষণাৎ এয়ারলিফট করে নিয়ে আসা হয় সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন জামাইকার জাতীয় দলের এই ফুটবলার ৷

ওয়েস্ট হ্যামের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘‘মাইকেলের জ্ঞান রয়েছে ৷ বর্তমানে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসকদের ক্লোজ মনিটরিংয়ে তিনি রয়েছে ৷’’ যদিও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আর কোনও তথ্য দেওয়া হয়নি ৷ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি আন্তোনিও বিষয়ে জানানো হবে ৷ আপাতত 34 বছর বয়সি জামাইকান স্ট্রাইকারের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধও করেছে প্রিমিয়র লিগের ক্লাব ৷

আন্তোনিও 2015 সাল থেকে ওয়েস্ট হ্যামে আছেন ৷ ‘দ্য হ্যামারসে’র হয়ে 264 ম্যাচে 68 গোল করা আন্তোনিও এই মরশুমে প্রত্যেকটি ম্যাচেই মাঠে নেমেছেন ৷ 2021 সালে জামাইকা জাতীয় দলে সুযোগ পান আন্তোনিও ৷ জাতীয় দলের জার্সিতে 21 ম্যাচে 5 গোল রয়েছে তাঁর ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.