ETV Bharat / sports

জয় দূরের কথা, ছত্তিশগড়ের বিরুদ্ধে 3 পয়েন্ট পেতে বাংলার পথের কাঁটা আবহাওয়া - বাংলা বনাম ছত্তিশগড়

Bengal vs Chhattisgarh in Ranji Trophy: ছত্তিশগড়ের বিরুদ্ধে জয় হাতছাড়া বাংলার ৷ তবে, ক্রিকেটারদের খারাপ পারফর্ম্যান্সের জন্য নয় ৷ কলকাতার আকাশে গত তিনদিন ধরে জমে থাকা মেঘের কারণে ৷ আর সেই মেঘ এবার বাংলা দলের নকআউট পর্বের যাত্রাতেও সমস্যার কারণ হয়ে উঠতে পারে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 8:04 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: সারাদিন কুয়াশায় ঢাকা আকাশ। সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি ৷ মাঘ মাসের ইডেনে বাংলার সর্বনাশের জন্য এর থেকে ভালো মঞ্চ আর হতে পারে না ৷ রবিবার ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির তৃতীয়দিনে খেলা হল মাত্র 42 মিনিট ৷ আজ বিকেল 3টে 45 মিনিটে খেলা শুরু করেন আম্পায়াররা ৷ কিন্তু, কিছুক্ষণের মধ্যে ফের খেলা বন্ধ হয়ে যায় ৷ কারণ আলো কম ৷ 42 মিনিটে মাত্র 9 ওভার বল করে বাংলার বোলাররা ৷

তবে, এর মধ্যেই প্রতিপক্ষের 2 উইকেট ফেলে দিয়েছেন বোলাররা ৷ ছত্তিশগড়ের বিরুদ্ধে গতকাল 8 উইকেট হারিয়ে 381 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা ৷ সেই রানের জবাবে 2 উইকেট হারিয়ে 27 রান তুলেছে ছত্তিশগড় ৷ দুই ওপেনার একনাথ কেরকার (12) এবং ঋষভ তিয়াওরি (10) ফিরে গিয়েছেন ৷ আগামিকাল সোমবার তৃতীয় রাউন্ডের এই ম্যাচের শেষদিন ৷ প্রথম ইনিংস এগিয়ে থেকে অন্তত তিন পয়েন্ট নেওয়াই এখন প্রথম টার্গেট মনোজ তিওয়ারিদের ৷ ক্রিজে রয়েছেন জিভেশ বুট্টে এবং আশুতোষ সিং ৷

বাংলার কোচ লক্ষীরতন শুক্লা শনিবার বলেছিলেন, পরিস্থিতি দেখে তাঁরা রণকৌশল ঠিক করবেন ৷ খারাপ আলোর কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু না হওয়ার আশঙ্কা ছিলই ৷ তা যে এত বড় সমস্যা হয়ে সামনে এসে দাঁড়াবে, তা বোধহয় চিন্তা করেননি লক্ষ্মীরা ৷ বাংলার নির্বাচকরা বলছেন, নকআউটের রাস্তা খোলা রাখতে কমপক্ষে 3 পয়েন্ট লাগবেই ৷ যেভাবে প্রথম 9 ওভারে দুই ওপেনার ফিরেছেন, তাতে সেই আশা করা যেতেই পারে ৷ কিন্তু, আলিপুর আবহাওয়া দফতর সোমবারও কুয়াশাচ্ছন্ন ও মেঘলা দিন, সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷

আজ সকালে মাঠে পৌঁছে বাংলা 381 রানেই ইনিংস ডিক্লেয়ারের কথা ঘোষণা করে ৷ পরিকল্পনা ছিল, শেষ দু’দিনে ছত্তিশগড়কে দু’বার আলআউট করার ৷ কিন্তু, আবহাওয়া সেই পরিকল্পনায় জল ঢেলেছে ৷ এখানেই প্রশ্ন, টস হেরে ব্যাট করতে নেমে বাংলার ব্যাটাররা কেন ধীর গতিতে ব্যাটিং করবেন ? প্রতিপক্ষের মোট কুড়ি উইকেট ফেলতে নিজেদের বড় রান যেমন জরুরি, তেমনই বোলারদের হাতে পর্যাপ্ত সময় দিতে তো হবে ৷ ব্যাটাররা ধীর গতিতে ব্যাট করছে দেখে কেন সাজঘর থেকে বার্তা পাঠানো হল না ?

সুদীপ ঘরামি, অনুস্টুপ মজুমদার ছাড়া কারও ব্যাটিংয়ে স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা দেখা যায়নি প্রথম দু’দিনে ৷ প্রথম বল থেকেই বাংলার ব্যাটিং ছিল, ধীরে চলো মানসিকতার ৷ রবিবার পরিস্থিতি দেখে ইনিংস ডিক্লেয়ার করা হয়েছে ৷ এখানেও প্রশ্ন, 381 রানের থেকে আরও চল্লিশ রান কমে ডিক্লেয়ার করলে কী অসুবিধা হত ? পরিকল্পনার অভাবের এই অভিযোগের তির আড়ালে উঠতে শুরু করেছে ৷ সোমবার আবহাওয়ার কারণে তিন পয়েন্টের আশাও মাঠে মারা যায়, তাহলে অভিযুক্তের কাঠগড়ায় বাংলার থিঙ্কট্যাঙ্ককে দাঁড়াতে হবে ৷ কারণ, নকআউটে পৌঁছানোর দৌড়ে এক পয়েন্ট কোনও কাজে আসবে না ৷

আরও পড়ুন:

  1. প্রথম শ্রেণির ক্রিকেটে 5 হাজার রান, অনুস্টুপের ইনিংসে সুবিধাজনক জায়গায় বাংলা
  2. বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর সানিয়ার, শোয়েবকে নতুন জীবনের শুভেচ্ছা টেনিস সুন্দরীর
  3. সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই পাক অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক

কলকাতা, 21 জানুয়ারি: সারাদিন কুয়াশায় ঢাকা আকাশ। সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি ৷ মাঘ মাসের ইডেনে বাংলার সর্বনাশের জন্য এর থেকে ভালো মঞ্চ আর হতে পারে না ৷ রবিবার ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির তৃতীয়দিনে খেলা হল মাত্র 42 মিনিট ৷ আজ বিকেল 3টে 45 মিনিটে খেলা শুরু করেন আম্পায়াররা ৷ কিন্তু, কিছুক্ষণের মধ্যে ফের খেলা বন্ধ হয়ে যায় ৷ কারণ আলো কম ৷ 42 মিনিটে মাত্র 9 ওভার বল করে বাংলার বোলাররা ৷

তবে, এর মধ্যেই প্রতিপক্ষের 2 উইকেট ফেলে দিয়েছেন বোলাররা ৷ ছত্তিশগড়ের বিরুদ্ধে গতকাল 8 উইকেট হারিয়ে 381 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা ৷ সেই রানের জবাবে 2 উইকেট হারিয়ে 27 রান তুলেছে ছত্তিশগড় ৷ দুই ওপেনার একনাথ কেরকার (12) এবং ঋষভ তিয়াওরি (10) ফিরে গিয়েছেন ৷ আগামিকাল সোমবার তৃতীয় রাউন্ডের এই ম্যাচের শেষদিন ৷ প্রথম ইনিংস এগিয়ে থেকে অন্তত তিন পয়েন্ট নেওয়াই এখন প্রথম টার্গেট মনোজ তিওয়ারিদের ৷ ক্রিজে রয়েছেন জিভেশ বুট্টে এবং আশুতোষ সিং ৷

বাংলার কোচ লক্ষীরতন শুক্লা শনিবার বলেছিলেন, পরিস্থিতি দেখে তাঁরা রণকৌশল ঠিক করবেন ৷ খারাপ আলোর কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু না হওয়ার আশঙ্কা ছিলই ৷ তা যে এত বড় সমস্যা হয়ে সামনে এসে দাঁড়াবে, তা বোধহয় চিন্তা করেননি লক্ষ্মীরা ৷ বাংলার নির্বাচকরা বলছেন, নকআউটের রাস্তা খোলা রাখতে কমপক্ষে 3 পয়েন্ট লাগবেই ৷ যেভাবে প্রথম 9 ওভারে দুই ওপেনার ফিরেছেন, তাতে সেই আশা করা যেতেই পারে ৷ কিন্তু, আলিপুর আবহাওয়া দফতর সোমবারও কুয়াশাচ্ছন্ন ও মেঘলা দিন, সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷

আজ সকালে মাঠে পৌঁছে বাংলা 381 রানেই ইনিংস ডিক্লেয়ারের কথা ঘোষণা করে ৷ পরিকল্পনা ছিল, শেষ দু’দিনে ছত্তিশগড়কে দু’বার আলআউট করার ৷ কিন্তু, আবহাওয়া সেই পরিকল্পনায় জল ঢেলেছে ৷ এখানেই প্রশ্ন, টস হেরে ব্যাট করতে নেমে বাংলার ব্যাটাররা কেন ধীর গতিতে ব্যাটিং করবেন ? প্রতিপক্ষের মোট কুড়ি উইকেট ফেলতে নিজেদের বড় রান যেমন জরুরি, তেমনই বোলারদের হাতে পর্যাপ্ত সময় দিতে তো হবে ৷ ব্যাটাররা ধীর গতিতে ব্যাট করছে দেখে কেন সাজঘর থেকে বার্তা পাঠানো হল না ?

সুদীপ ঘরামি, অনুস্টুপ মজুমদার ছাড়া কারও ব্যাটিংয়ে স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা দেখা যায়নি প্রথম দু’দিনে ৷ প্রথম বল থেকেই বাংলার ব্যাটিং ছিল, ধীরে চলো মানসিকতার ৷ রবিবার পরিস্থিতি দেখে ইনিংস ডিক্লেয়ার করা হয়েছে ৷ এখানেও প্রশ্ন, 381 রানের থেকে আরও চল্লিশ রান কমে ডিক্লেয়ার করলে কী অসুবিধা হত ? পরিকল্পনার অভাবের এই অভিযোগের তির আড়ালে উঠতে শুরু করেছে ৷ সোমবার আবহাওয়ার কারণে তিন পয়েন্টের আশাও মাঠে মারা যায়, তাহলে অভিযুক্তের কাঠগড়ায় বাংলার থিঙ্কট্যাঙ্ককে দাঁড়াতে হবে ৷ কারণ, নকআউটে পৌঁছানোর দৌড়ে এক পয়েন্ট কোনও কাজে আসবে না ৷

আরও পড়ুন:

  1. প্রথম শ্রেণির ক্রিকেটে 5 হাজার রান, অনুস্টুপের ইনিংসে সুবিধাজনক জায়গায় বাংলা
  2. বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর সানিয়ার, শোয়েবকে নতুন জীবনের শুভেচ্ছা টেনিস সুন্দরীর
  3. সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই পাক অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.