কলকাতা, 21 জানুয়ারি: সারাদিন কুয়াশায় ঢাকা আকাশ। সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি ৷ মাঘ মাসের ইডেনে বাংলার সর্বনাশের জন্য এর থেকে ভালো মঞ্চ আর হতে পারে না ৷ রবিবার ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির তৃতীয়দিনে খেলা হল মাত্র 42 মিনিট ৷ আজ বিকেল 3টে 45 মিনিটে খেলা শুরু করেন আম্পায়াররা ৷ কিন্তু, কিছুক্ষণের মধ্যে ফের খেলা বন্ধ হয়ে যায় ৷ কারণ আলো কম ৷ 42 মিনিটে মাত্র 9 ওভার বল করে বাংলার বোলাররা ৷
তবে, এর মধ্যেই প্রতিপক্ষের 2 উইকেট ফেলে দিয়েছেন বোলাররা ৷ ছত্তিশগড়ের বিরুদ্ধে গতকাল 8 উইকেট হারিয়ে 381 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে বাংলা ৷ সেই রানের জবাবে 2 উইকেট হারিয়ে 27 রান তুলেছে ছত্তিশগড় ৷ দুই ওপেনার একনাথ কেরকার (12) এবং ঋষভ তিয়াওরি (10) ফিরে গিয়েছেন ৷ আগামিকাল সোমবার তৃতীয় রাউন্ডের এই ম্যাচের শেষদিন ৷ প্রথম ইনিংস এগিয়ে থেকে অন্তত তিন পয়েন্ট নেওয়াই এখন প্রথম টার্গেট মনোজ তিওয়ারিদের ৷ ক্রিজে রয়েছেন জিভেশ বুট্টে এবং আশুতোষ সিং ৷
বাংলার কোচ লক্ষীরতন শুক্লা শনিবার বলেছিলেন, পরিস্থিতি দেখে তাঁরা রণকৌশল ঠিক করবেন ৷ খারাপ আলোর কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু না হওয়ার আশঙ্কা ছিলই ৷ তা যে এত বড় সমস্যা হয়ে সামনে এসে দাঁড়াবে, তা বোধহয় চিন্তা করেননি লক্ষ্মীরা ৷ বাংলার নির্বাচকরা বলছেন, নকআউটের রাস্তা খোলা রাখতে কমপক্ষে 3 পয়েন্ট লাগবেই ৷ যেভাবে প্রথম 9 ওভারে দুই ওপেনার ফিরেছেন, তাতে সেই আশা করা যেতেই পারে ৷ কিন্তু, আলিপুর আবহাওয়া দফতর সোমবারও কুয়াশাচ্ছন্ন ও মেঘলা দিন, সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷
আজ সকালে মাঠে পৌঁছে বাংলা 381 রানেই ইনিংস ডিক্লেয়ারের কথা ঘোষণা করে ৷ পরিকল্পনা ছিল, শেষ দু’দিনে ছত্তিশগড়কে দু’বার আলআউট করার ৷ কিন্তু, আবহাওয়া সেই পরিকল্পনায় জল ঢেলেছে ৷ এখানেই প্রশ্ন, টস হেরে ব্যাট করতে নেমে বাংলার ব্যাটাররা কেন ধীর গতিতে ব্যাটিং করবেন ? প্রতিপক্ষের মোট কুড়ি উইকেট ফেলতে নিজেদের বড় রান যেমন জরুরি, তেমনই বোলারদের হাতে পর্যাপ্ত সময় দিতে তো হবে ৷ ব্যাটাররা ধীর গতিতে ব্যাট করছে দেখে কেন সাজঘর থেকে বার্তা পাঠানো হল না ?
সুদীপ ঘরামি, অনুস্টুপ মজুমদার ছাড়া কারও ব্যাটিংয়ে স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা দেখা যায়নি প্রথম দু’দিনে ৷ প্রথম বল থেকেই বাংলার ব্যাটিং ছিল, ধীরে চলো মানসিকতার ৷ রবিবার পরিস্থিতি দেখে ইনিংস ডিক্লেয়ার করা হয়েছে ৷ এখানেও প্রশ্ন, 381 রানের থেকে আরও চল্লিশ রান কমে ডিক্লেয়ার করলে কী অসুবিধা হত ? পরিকল্পনার অভাবের এই অভিযোগের তির আড়ালে উঠতে শুরু করেছে ৷ সোমবার আবহাওয়ার কারণে তিন পয়েন্টের আশাও মাঠে মারা যায়, তাহলে অভিযুক্তের কাঠগড়ায় বাংলার থিঙ্কট্যাঙ্ককে দাঁড়াতে হবে ৷ কারণ, নকআউটে পৌঁছানোর দৌড়ে এক পয়েন্ট কোনও কাজে আসবে না ৷
আরও পড়ুন: