ETV Bharat / sports

সাত উইকেটে 'সুন্দর' প্রত্যাবর্তন, ওয়াশিংটনের ঘূর্ণিতে 259 রানে শেষ কিউয়িরা - INDIA VS NEW ZEALAND 2ND TEST

1329 দিন পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন স্মরণীয় রাখলেন ওয়াশিংটন সুন্দর ৷ পুণে টেস্টে সুুযোগ পেয়েই বিপক্ষের সাত উইকেট ঝুলিতে পুরলেন চেন্নাই স্পিনার ৷

WASHINGTON SUNDAR CELEBRATES
ওয়াশিংটন সুন্দরের সেলিব্রেশন (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 24, 2024, 4:09 PM IST

পুণে, 24 অক্টোবর: কুলদীপ যাদবকে সরিয়ে পুনে টেস্টের প্রথম একাদশে তিনি জায়গা করে নেওয়ায় নাক সিঁটকেছিলেন অনেকে ৷ চায়নাম্যান বোলারকে বাদ দিয়ে মাত্র চার টেস্ট খেলা স্পিনারকে দলে নিয়ে আসার সিদ্ধান্ত প্রবল সমালোচিত হচ্ছিল ৷ কিন্তু পুণে টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সাত উইকেট ঝুলিতে পুরে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ওয়াশিংটন সুন্দর ৷ সাত উইকেট নিলেন চেন্নাই স্পিনার ৷ আরেক চেন্নাই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিলেন তিন উইকেট ৷

বৃহস্পতিবার প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনের শুরুতে কিউয়ি ব্য়াটিং অর্ডারের প্রথম তিন উইকেট যায় অশ্বিনের ঝুলিতে ৷ এরপর পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়াম সাক্ষী থাকে ওয়াশিংটনের ঘূর্ণির ৷ যে ঘূর্ণির ছোবলে একে একে সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র, ডারিল মিচেল, টম ব্লান্ডেলরা ৷ 59 রানে এদিন বিপক্ষের সাত উইকেট নেন সুন্দর ৷ তিন বছর পর দক্ষিণী স্পিনারের দুরন্ত প্রত্যাবর্তনে 259 রানে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷

2021 ভারতের মাটিতে ইংল্য়ান্ড সিরিজে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন সুন্দর ৷ অর্থাৎ, তিনবছর বাদে টেস্ট ক্রিকেটে ফিরেই জাত চেনালেন সুন্দর ৷ দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্য়াচে তামিলনাড়ুর হয়ে শতরান হাঁকিয়েছিলেন ওয়াশিংটন ৷ এরপর বেঙ্গালুরু টেস্ট হারের দিনই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য স্কোয়াডে ওয়াশিংটনকে অন্তর্ভুক্ত করে বোর্ডের নির্বাচক কমিটি ৷ এদিন নির্বাচকদের আস্থার মর্যাদা দিলেন ওয়াশিংটন ৷ কেরিয়ারের পঞ্চম টেস্টে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন বছর পঁচিশের ক্রিকেটার ৷ আর তাঁকে সিনিয়রের মত সঙ্গত করলেন অশ্বিন ৷

টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্য়াথাম প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বৃহস্পতিবার সকালে ৷ কিন্তু চেন্নাই ডুয়োজের স্পিনের জাদুতে লম্বা হল না কিউয়িদের প্রথম ইনিংস ৷ 'ব্ল্যাক ক্য়াপসে'র হয় সর্বাধিক 76 রান করলেন ওপেনার ডেভন কনওয়ে ৷ তাঁকে ফেরান অশ্বিন ৷ আরেক অর্ধশতরানকারী রাচিন রবীন্দ্র 65 রানে সুন্দরের শিকার হন ৷ দিনের শেষে এক উইকেটে 16 রান নিউজিল্যান্ডের ৷

পুণে, 24 অক্টোবর: কুলদীপ যাদবকে সরিয়ে পুনে টেস্টের প্রথম একাদশে তিনি জায়গা করে নেওয়ায় নাক সিঁটকেছিলেন অনেকে ৷ চায়নাম্যান বোলারকে বাদ দিয়ে মাত্র চার টেস্ট খেলা স্পিনারকে দলে নিয়ে আসার সিদ্ধান্ত প্রবল সমালোচিত হচ্ছিল ৷ কিন্তু পুণে টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সাত উইকেট ঝুলিতে পুরে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ওয়াশিংটন সুন্দর ৷ সাত উইকেট নিলেন চেন্নাই স্পিনার ৷ আরেক চেন্নাই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিলেন তিন উইকেট ৷

বৃহস্পতিবার প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনের শুরুতে কিউয়ি ব্য়াটিং অর্ডারের প্রথম তিন উইকেট যায় অশ্বিনের ঝুলিতে ৷ এরপর পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়াম সাক্ষী থাকে ওয়াশিংটনের ঘূর্ণির ৷ যে ঘূর্ণির ছোবলে একে একে সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র, ডারিল মিচেল, টম ব্লান্ডেলরা ৷ 59 রানে এদিন বিপক্ষের সাত উইকেট নেন সুন্দর ৷ তিন বছর পর দক্ষিণী স্পিনারের দুরন্ত প্রত্যাবর্তনে 259 রানে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷

2021 ভারতের মাটিতে ইংল্য়ান্ড সিরিজে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন সুন্দর ৷ অর্থাৎ, তিনবছর বাদে টেস্ট ক্রিকেটে ফিরেই জাত চেনালেন সুন্দর ৷ দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্য়াচে তামিলনাড়ুর হয়ে শতরান হাঁকিয়েছিলেন ওয়াশিংটন ৷ এরপর বেঙ্গালুরু টেস্ট হারের দিনই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য স্কোয়াডে ওয়াশিংটনকে অন্তর্ভুক্ত করে বোর্ডের নির্বাচক কমিটি ৷ এদিন নির্বাচকদের আস্থার মর্যাদা দিলেন ওয়াশিংটন ৷ কেরিয়ারের পঞ্চম টেস্টে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন বছর পঁচিশের ক্রিকেটার ৷ আর তাঁকে সিনিয়রের মত সঙ্গত করলেন অশ্বিন ৷

টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্য়াথাম প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বৃহস্পতিবার সকালে ৷ কিন্তু চেন্নাই ডুয়োজের স্পিনের জাদুতে লম্বা হল না কিউয়িদের প্রথম ইনিংস ৷ 'ব্ল্যাক ক্য়াপসে'র হয় সর্বাধিক 76 রান করলেন ওপেনার ডেভন কনওয়ে ৷ তাঁকে ফেরান অশ্বিন ৷ আরেক অর্ধশতরানকারী রাচিন রবীন্দ্র 65 রানে সুন্দরের শিকার হন ৷ দিনের শেষে এক উইকেটে 16 রান নিউজিল্যান্ডের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.