ETV Bharat / sports

বেঙ্গালুরুতে হেরে রঞ্জিতে শতরান হাঁকানো ক্রিকেটারকে স্কোয়াডে জুড়ল ভারত - INDIA VS NEW ZEALAND TEST SERIES

বেঙ্গালুরুতে হেরে কিউয়িদের বিরুদ্ধে বাকি দু'টি টেস্টের স্কোয়াডে এক ক্রিকেটারকে যোগ করল বিসিসিআই ৷ দলে জায়গা পেলেন কে? জেনে নিন ৷

WASHIGTON SUNDAR
ওয়াশিংটন সুন্দর (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 20, 2024, 8:08 PM IST

মুম্বই, 20 অক্টোবর: সিরিজের প্রথম টেস্ট হারের পর বাকি দু'টি টেস্টের স্কোয়াডে ওয়াশিংটন সুন্দরকে অন্তর্ভুক্ত করল বিসিসিআই ৷ দিল্লির বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে চলতি রঞ্জি ট্রফির ম্যাচে শতরান হাঁকিয়ে লাল বলের ক্রিকেটে প্রত্য়াবর্তন করলেন এই দক্ষিণী স্পিনার ৷ 2020-21 ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়ী দলের সদস্য ওয়াশিংটনকে দলে নেওয়া বর্ডার-গাভাসকর ট্রফির আগে অর্থবহ সঙ্কেত বলেও মনে করছে ওয়াকিবহাল মহল ৷

তবে 16তম সদস্য হিসেবে ওয়াশিংটন সুন্দরের অন্তর্ভুক্তি ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি দু'টি টেস্টের দলে আর কোনও পরিবর্তন আসেনি ৷ সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক অতীতে জাতীয় দলের অংশ হলেও 2021 সালের পর প্রথমবার লাল বলের ক্রিকেটে ডাক পেলেন সুন্দর ৷ তবে চলতি বছরের শুরুতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে রবীন্দ্র জাদেজার বদলি হিসেবে স্কোয়াডে এসেছিলেন তিনি ৷ যদিও ম্যাচ খেলা হয়নি ৷

19টি ওডিআই ও 41টি টি-20 ম্য়াচ খেললেও এখনও পর্যন্ত কেরিয়ারে মাত্র চারটি টেস্টই খেলেছেন চেন্নাইজাত এই স্পিনিং অলরাউন্ডার ৷ রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে 2020-21 মরশুমে চারটি টেস্ট ম্যাচে ব্যাট হাতে 265 রানও করেন ওয়াশিংটন ৷ রয়েছে তিনটি অর্ধশতরান ৷ যার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফিতে টেস্ট ক্রিকেটের আত্মপ্রকাশ স্মরণীয় হয়ে রয়েছে তামিলনাড়ু ক্রিকেটারের জন্য ৷ প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পাশাপাশি গাব্বা টেস্টে লোয়ার-অর্ডারে নেমে দু'ইনিংসে নেমে 62 ও 22 রানের মূল্যবান ইনিংস খেলেছিলেন ওয়াশিংটন ৷

এরপর ওই মরশুমেই ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেও নজর কেড়েছিলেন তিনি ৷ তৎকালীন কোচ রবি শাস্ত্রী প্রশংসার সুরে তখন জানিয়েছিলেন, তিন ফর্ম্যাটেই দলের প্রিমিয়াম অলরাউন্ডার হওয়ার ক্ষমতা রয়েছে ওয়াশিংটনের মধ্যে ৷ রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে চলতি ম্য়াচে তিনে নেমে 152 রানের দুরন্ত ইনিংস খেলেন তামিলনাড়ু ব্যাটার ৷ তারপরই তড়িঘড়ি ইংল্য়ান্ডের বিরুদ্ধে শেষ দু'টি টেস্টের দলে ডাক পড়ল ল্য়াঙ্কি অলরাউন্ডারের ৷

মুম্বই, 20 অক্টোবর: সিরিজের প্রথম টেস্ট হারের পর বাকি দু'টি টেস্টের স্কোয়াডে ওয়াশিংটন সুন্দরকে অন্তর্ভুক্ত করল বিসিসিআই ৷ দিল্লির বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে চলতি রঞ্জি ট্রফির ম্যাচে শতরান হাঁকিয়ে লাল বলের ক্রিকেটে প্রত্য়াবর্তন করলেন এই দক্ষিণী স্পিনার ৷ 2020-21 ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়ী দলের সদস্য ওয়াশিংটনকে দলে নেওয়া বর্ডার-গাভাসকর ট্রফির আগে অর্থবহ সঙ্কেত বলেও মনে করছে ওয়াকিবহাল মহল ৷

তবে 16তম সদস্য হিসেবে ওয়াশিংটন সুন্দরের অন্তর্ভুক্তি ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি দু'টি টেস্টের দলে আর কোনও পরিবর্তন আসেনি ৷ সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক অতীতে জাতীয় দলের অংশ হলেও 2021 সালের পর প্রথমবার লাল বলের ক্রিকেটে ডাক পেলেন সুন্দর ৷ তবে চলতি বছরের শুরুতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে রবীন্দ্র জাদেজার বদলি হিসেবে স্কোয়াডে এসেছিলেন তিনি ৷ যদিও ম্যাচ খেলা হয়নি ৷

19টি ওডিআই ও 41টি টি-20 ম্য়াচ খেললেও এখনও পর্যন্ত কেরিয়ারে মাত্র চারটি টেস্টই খেলেছেন চেন্নাইজাত এই স্পিনিং অলরাউন্ডার ৷ রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে 2020-21 মরশুমে চারটি টেস্ট ম্যাচে ব্যাট হাতে 265 রানও করেন ওয়াশিংটন ৷ রয়েছে তিনটি অর্ধশতরান ৷ যার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফিতে টেস্ট ক্রিকেটের আত্মপ্রকাশ স্মরণীয় হয়ে রয়েছে তামিলনাড়ু ক্রিকেটারের জন্য ৷ প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পাশাপাশি গাব্বা টেস্টে লোয়ার-অর্ডারে নেমে দু'ইনিংসে নেমে 62 ও 22 রানের মূল্যবান ইনিংস খেলেছিলেন ওয়াশিংটন ৷

এরপর ওই মরশুমেই ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেও নজর কেড়েছিলেন তিনি ৷ তৎকালীন কোচ রবি শাস্ত্রী প্রশংসার সুরে তখন জানিয়েছিলেন, তিন ফর্ম্যাটেই দলের প্রিমিয়াম অলরাউন্ডার হওয়ার ক্ষমতা রয়েছে ওয়াশিংটনের মধ্যে ৷ রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে চলতি ম্য়াচে তিনে নেমে 152 রানের দুরন্ত ইনিংস খেলেন তামিলনাড়ু ব্যাটার ৷ তারপরই তড়িঘড়ি ইংল্য়ান্ডের বিরুদ্ধে শেষ দু'টি টেস্টের দলে ডাক পড়ল ল্য়াঙ্কি অলরাউন্ডারের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.