মুম্বই, 28 অক্টোবর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে যাচ্ছেন না গৌতম গম্ভীর ৷ পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতীয় দলে কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ ৷ যদিও প্রোটিয়া সফরে গম্ভীরের না-যাওয়ার কারণ কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হার নয় ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের মাঝেই অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে উড়ে যাবে ভারতীয় দল ৷ সেই দলের সঙ্গে ক্যাঙারুর দেশে যাবেন হেড কোচ গম্ভীর ৷ অর্থাৎ, তাঁর পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে দায়িত্ব সামলাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান ৷
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না-হলেও জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷ সোমবারই বোর্ডের এক বিশ্বস্ত সূত্র মারফৎ ক্রিকেট ওয়েবসাইটকে নিশ্চিত করা হয়েছে এই খবর ৷ উল্লেখ্য, প্রোটিয়া সফরে চার টি-20 ম্য়াচের সংক্ষিপ্ত সিরিজ খেলবে ভারতীয় দল ৷ আগামী 8, 10, 13 ও 15 নভেম্বর বিশ্বচ্যাম্পিয়নরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি ম্য়াচ খেলবে যথাক্রমে ডারবান, কেবেহা, সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে ৷
VVS LAXMAN - THE COACH OF INDIA! 🚨
— CRIC INSIGHTS (@Cric_InsightsX) October 28, 2024
VVS Laxman is likely to be India's Head Coach for the South Africa T20I series, as Gautam Gambhir will be Australia-bound for the Border-Gavaskar Trophy.
[Cricbuzz] pic.twitter.com/L2UvZFo4Wo
সূর্যকুমার নেতৃত্বাধীন ভারতের তরুণ টি-20 স্কোয়াড প্রোটিয়া সফরে রওনা হবে আগামী 4 নভেম্বর ৷ অন্যদিকে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে ভারতের সিনিয়র দল অস্ট্রেলিয়া উড়ে যাবে আগামী 10-11 নভেম্বর ৷ অর্থাৎ দু'দেশে দুই ভিন্ন দলের দায়িত্বে থাকবে দু'টি ভিন্ন কোচিং টিম ৷ ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী ভিভি এস লক্ষ্মণের সঙ্গেই দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর সহকারি সাইরাজ বাহুতুলে (বোলিং কোচ), হৃষিকেশ কানিতকার (ব্যাটিং কোচ) ও শুভদীপ ঘোষ (ফিল্ডিং কোচ) ৷
যদিও এই প্রথম নয় ৷ এর আগেও পূর্বতন কোচ রাহুল দ্রাবিড়ের পরিবর্ত স্টপগ্য়াপ হিসেবে জাতীয় দলের কোচের দায়িত্ব সামলিয়েছেন প্রাক্তন তারকা ব্য়াটার ৷ হায়দরাবাদির অধীনেই চলতি বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁদেরই মাটিতে 4-1 ব্যবধানে কুড়ি-বিশের সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া ৷
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার (অধিনায়ক), অভিষেক, সঞ্জু (উইকেটরক্ষক), রিঙ্কু, তিলক, জীতেশ (উইকেটরক্ষক), হার্দিক, অক্ষর, রমনদীপ, বরুণ, আর্শদীপ, রবি, বিজয়কুমার, আবেশ, যশ ৷