ETV Bharat / sports

‘ওয়েস্ট ইন্ডিজ ছিটকে গেলে আমার বাজি ভারত’, রোহিতদের পাশে ভিভ - T20 World Cup 2024

author img

By PTI

Published : Jun 23, 2024, 6:06 PM IST

India in T20 World Cup 2024: বাংলাদেশকে হারানোর পর কার্যত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ৷ ‘মেন ইন ব্লু’র ড্রেসিংরুমে এসে স্যর ভিভিয়ান রিচার্ডস জানালেন, ওয়েস্ট ইন্ডিজ শেষ চারে না-পৌঁছলে ভারতই তাঁর বাজি ৷

Etv Bharat
স্যর ভিভিয়ান রিচার্ডস (ইটিভি ভারত)

অ্যান্টিগা, 23 জুন: চেনা ছন্দে ভারতীয় দল। আর তাই আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোর ফলে নানা সমীকরণ তৈরি হলেও ‘রোহিত অ্যান্ড কোং’য়ের শেষ চারে যাওয়া প্রায় নিশ্চিত ৷ বেঙ্গল টাইগারদের হেলায় হারিয়ে সেমিফাইনালের পথে পা-বাড়িয়ে রেখেছে ‘মেন ইন ব্লু’ ৷ তারপরেই ভারতের ড্রেসিংরুমে এলেন স্যর ভিভিয়ান রিচার্ডস ৷ ক্যারিবিয়ান লেজেন্ড জানালেন, ওয়েস্ট ইন্ডিজ শেষ চারে না-পৌঁছলে ভারতই তাঁর বাজি ৷

অ্যান্টিগায় স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ ‘বধ’ করেছে ভারত ৷ নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তিও ৷ প্রতিটা ম্যাচের পর সেরা ফিল্ডারকে সাজঘরে পুরস্কার দেওয়ার রীতি চালু হয়েছে ‘মেন ইন ব্লু’র ড্রেসিংরুমে ৷ বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ফিল্ডিং করেছেন সূর্যকুমার যাদব ৷ স্কাইয়ের গলায় ‘বেস্ট ফিল্ডার’-এর মেডেল পরিয়ে দেন স্যর রিচার্ডস ৷

সেমিফাইনালের অঙ্কটা কী ?

অজিরা আফগানদের কাছে হেরে গিয়েছে ৷ যদিও তাতে রোহিত-কোহলিদের কাজটা খুব একটা কঠিন হয়ে যায়নি ৷ কারণ অস্ট্রেলিয়া ও আফগানিস্তান, দু’দলই এখন দাঁড়িয়ে 2 পয়েন্টে ৷ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে ভারত ৷ কিন্তু শেষ ম্যাচে আফগানিস্তান, বাংলাদেশকে হারিয়ে দিলে এবং ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হলে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া, দু’দলের পয়েন্ট দাঁড়াবে 4 ৷ বিচার্য হবে নেট রান-রেট ৷

সেদিক থেকেও যে রোহিতরা চাপে আছেন তেমন ভাবার কোনও সঙ্গত কারণ নেই। রান-রেটের বিচারেও এই মূহূর্তে এক নম্বরে ভারত ৷ রোহিতদের রান-রেট +2.425 ৷ অস্ট্রেলিয়া (+0.223) ও আফগানিস্তান (-0.650) ৷ ফলে অজিরা বিরাট ব্যবধানে না-হারালে এবং আফগানিস্তানও বাংলাদেশকে প্রচুর রানে না-হারালে ভারতের শেষ চারের রাস্তা পরিস্কার ৷

অ্যান্টিগা, 23 জুন: চেনা ছন্দে ভারতীয় দল। আর তাই আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোর ফলে নানা সমীকরণ তৈরি হলেও ‘রোহিত অ্যান্ড কোং’য়ের শেষ চারে যাওয়া প্রায় নিশ্চিত ৷ বেঙ্গল টাইগারদের হেলায় হারিয়ে সেমিফাইনালের পথে পা-বাড়িয়ে রেখেছে ‘মেন ইন ব্লু’ ৷ তারপরেই ভারতের ড্রেসিংরুমে এলেন স্যর ভিভিয়ান রিচার্ডস ৷ ক্যারিবিয়ান লেজেন্ড জানালেন, ওয়েস্ট ইন্ডিজ শেষ চারে না-পৌঁছলে ভারতই তাঁর বাজি ৷

অ্যান্টিগায় স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ ‘বধ’ করেছে ভারত ৷ নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তিও ৷ প্রতিটা ম্যাচের পর সেরা ফিল্ডারকে সাজঘরে পুরস্কার দেওয়ার রীতি চালু হয়েছে ‘মেন ইন ব্লু’র ড্রেসিংরুমে ৷ বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ফিল্ডিং করেছেন সূর্যকুমার যাদব ৷ স্কাইয়ের গলায় ‘বেস্ট ফিল্ডার’-এর মেডেল পরিয়ে দেন স্যর রিচার্ডস ৷

সেমিফাইনালের অঙ্কটা কী ?

অজিরা আফগানদের কাছে হেরে গিয়েছে ৷ যদিও তাতে রোহিত-কোহলিদের কাজটা খুব একটা কঠিন হয়ে যায়নি ৷ কারণ অস্ট্রেলিয়া ও আফগানিস্তান, দু’দলই এখন দাঁড়িয়ে 2 পয়েন্টে ৷ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে ভারত ৷ কিন্তু শেষ ম্যাচে আফগানিস্তান, বাংলাদেশকে হারিয়ে দিলে এবং ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হলে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া, দু’দলের পয়েন্ট দাঁড়াবে 4 ৷ বিচার্য হবে নেট রান-রেট ৷

সেদিক থেকেও যে রোহিতরা চাপে আছেন তেমন ভাবার কোনও সঙ্গত কারণ নেই। রান-রেটের বিচারেও এই মূহূর্তে এক নম্বরে ভারত ৷ রোহিতদের রান-রেট +2.425 ৷ অস্ট্রেলিয়া (+0.223) ও আফগানিস্তান (-0.650) ৷ ফলে অজিরা বিরাট ব্যবধানে না-হারালে এবং আফগানিস্তানও বাংলাদেশকে প্রচুর রানে না-হারালে ভারতের শেষ চারের রাস্তা পরিস্কার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.