বেঙ্গালুরু, 25 মার্চ: তিনি কোথাও যাচ্ছেন না ৷ ভারতের টি-20 স্কোয়াডেই থাকছেন ৷ অন্তত, আগামী জুন মাসে টি-20 বিশ্বকাপের আগে তো নয়ই ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতানো 49 বলে 77 রানের ইনিংস খেলে সেই বার্তাটাই দিলেন বিরাট কোহলি ৷ ম্যাচের সেরা পুরস্কার নিতে এসে সেটা বলেও গেলেন বিরাট কোহলি ৷ তিন বলেন, "আমার মনে হয়, আমি এখনও পারি ৷"
বার্তাটা স্পষ্ট, যতই বিরাট কোহলিকে জাতীয় টি-20 স্কোয়াড থেকে ছেঁটে ফেলার কথা বলা হোক ৷ তিনি এখনও মাঠে নেমে বাকিদের থেকে শতগুণ বেশি নিজের সেরাটা দিতে পারেন ৷ সোমবার ম্যাচ শেষে বিরাট বলেন, "আমি জানি, বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে আমার নাম এখন জুড়ে দেওয়া হচ্ছে খেলার প্রচারের জন্য, বিশেষত টি-20 ক্রিকেটে ৷ তবে, আমি মনে করি, আমি এখন পারি ৷" এই 'পারি'র অর্থ একটাই, টি-20 ক্রিকেটে বিরাট কোহলি এখনও শেষ হয়ে যায়নি ৷
সম্প্রতি বিরাট কোহলিকে আসন্ন টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার একটা প্রসঙ্গ উঠে এসেছিল বোর্ডের একাংশের তরফে ৷ যা নিয়ে অধিনায়ক রোহিত শর্মা জোরাল আপত্তি জানান ৷ তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, বিরাট কোহলি ভারতের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে অটোমেটিক চয়েস ৷ এমনকি টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরাও রোহিতের সঙ্গে সহমত বলে শোনা গিয়েছে ৷ এই পরিস্থিতিতে বিরাট আইপিএলে কেমন পারফর্ম্যান্স করেন, তার উপর নজর রয়েছে ৷
1 মে'র মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে ৷ অর্থাৎ, 30 এপ্রিল পর্যন্ত সময় রয়েছে বিরাটের কাছে ৷ দু’মাসের বিরতি নিয়ে আইপিএলে নেমেছেন তিনি ৷ প্রথম ম্যাচে তেমন প্রভাব ফেলতে না পারলেও, ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি 158 স্ট্রাইক রেটে 77 রানের ইনিংস খেলে সব সমালোচনার বিরুদ্ধে মুখের উপর জবাব দিয়েছেন ৷ তবে, এখনও অনেকটা পথ বাকি ৷ এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে বিরাটকে ৷
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে বিরাটকে প্রথম ওভার থেকেই দারুণ ছন্দে দেখা গিয়েছে ৷ ফলে মরশুমের বাকি 12 ম্যাচে প্রতিপক্ষ দলগুলিকে, তাঁকে অন্তত সামলে চলতে হবে ৷ সোমবার টি-20 ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে হাফ-সেঞ্চুরির সেঞ্চুরি করলেন বিরাট ৷ সেই সঙ্গে বাবর আজমকে টপকে গেলেন ৷ এই মুহূর্তে টি-20 ক্রিকেট সর্বাধিক হাফ-সেঞ্চুরির রেকর্ড রয়েছে প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইলের (110) নামে ৷ তারপরে ডেভিড ওয়ার্না (109) ৷ তিন নম্বরে বিরাট কোহলি ৷ এমনকি আইপিএলে সর্বাধিক বাউন্ডারি মারার রেকর্ডও গড়লেন বিরাট ৷
সোমবার পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান তোলে ৷ পঞ্জাবের হয়ে সর্বাধিক 45 রান করেন অধিনায়ক শিখর ধওয়ান ৷ প্রভসিমরণ সিং (25), স্যাম কারেন (23), জীতেশ শর্মারা (27) ভালো শুরু করলেও, বড় রান করতে পারেননি ৷ আরসিবির হয়ে সেরা বোলার ছিলেন মহম্মদ সিরাজ ৷ তিনি 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ 177 রান তাড়া করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন বিরাট ৷ কিন্তু, জনি বেয়ারস্টো সেই ক্যাচ ফসকান ৷ ওই ওভারেই বিরাট মোট চারটি বাউন্ডারি মেরে ইনিংস শুরু করেন ৷
বিরাট 77 রানে ফিরতেই ম্যাচে কামব্যাক করে পঞ্জাব কিংস ৷ কিন্তু, দীনেশ কার্তিকের বুড়ো হাড়ের ভেলকি তখনও বাকি ছিল ৷ উইনিং শট মারার পাশাপাশি 10 বলে 28 রানের দূরন্ত ইনিংস খেলেন তিনি ৷ সঙ্গে মাহিপাল লোমরোর 8 বলে 17 রানে অপরাজিত থাকেন ৷ দু’জনে 48 রানের পার্টনারশিপে আরসিবিকে মরশুমের প্রথম জয় এনে দেন তাঁরা ৷
আরও পড়ুন: