ETV Bharat / sports

বিদায়বেলায় শাকিবকে ব্যাট উপহার কোহলির - INDIA vs BANGLADESH TEST - INDIA VS BANGLADESH TEST

KOHLI GIFTS SHAKIB: কানপুর টেস্টের শেষে শাকিব আল হাসানকে বিদায়ী উপহার বিরাট কোহলি ৷ শীঘ্রই টেস্ট থেকে অবসর নেবেন বাংলাদেশ কিংবদন্তি ৷ তাঁর আগে তাঁকে নিজের ব্য়াট গিফট্ দিলেন ভারতীয় ক্রিকেটার ৷

KOHLI GIFTS SHAKIB
কোহলি শাকিবের শুভেচ্ছা বিনিময় (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 1, 2024, 7:55 PM IST

কানপুর, 1 অক্টোবর: ক্রিকেট কেন ভদ্রলোকের খেলা, তার প্রমাণ বারবার পেয়েছেন অনুরাগীরা ৷ মঙ্গলবারের কানপুরেও তেমনই এক ছবি ধরা পড়ল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের পর ৷ সদ্য-সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশকে 2-0 ব্যবধানে চুনকাম করেছে ভারত ৷ কিন্তু মাঠের লড়াই মাঠেই রেখে এসে ম্য়াচ শেষে বিপক্ষ দলের ক্রিকেটার শাকিব আল হাসানকে নিজের ব্য়াট উপহার দিলেন বিরাট কোহলি ৷

ভারতের মাটিতে কানপুরে সম্ভবত শেষ টেস্ট খেলে ফেললেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি শাকিব ৷ দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছে থাকলেও তা নাও হতে পারে বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের ৷ দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছেন শাকিব ৷ সরকার আশ্বাস দিলে তবেই বাংলাদেশের মাটিতে হবে শাকিবের বিদায়ী ম্যাচ ৷ এ বিষয়ে জল্পনা জিইয়ে থাকলেও অন্যতম সেরা অলরাউন্ডারকে বিদায়ী উপহারটা এদিনই দিয়ে দিলেন কোহলি ৷

এদিন ম্য়াচ শেষে শাকিবের সঙ্গে হাসিঠাট্টায় মেতে ওঠেন 'দ্য রানমেশিন' ৷ তারই মাঝে বাংলাদেশ ক্রিকেটারকে নিজের উইলো উপহার দেন কোহলি ৷ প্রাক্তন ভারত অধিনায়কের থেকে ব্য়াট উপহার পেয়ে তা নিয়ে খানিক শ্য়াডো প্র্যাকটিসও সেরে নেন শাকিব ৷ উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 71টি ম্যাচ খেলা এই বাংলাদেশ ক্রিকেটার ভারতেও বেশ জনপ্রিয় ৷ আইপিএলে অধিকাংশ ম্য়াচ শাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়েই ৷ যদিও কানপুরে ব্যাট হাতে তেমন সফল হতে পারেননি শাকিব ৷ যদিও বল হাতে ভারতের প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন তিনি ৷

তবে বাইশ গজের বাইরে বাংলাদেশ ক্রিকেটারের অবস্থা মোটেই সুখকর নয় ৷ বর্তমানে একটি খুনের মামলায় অভিযুক্ত দেশের পূর্বতন আওয়ামী লীগ সরকারের সাংসদ শাকিব ৷ গত অগস্টে বাংলাদেশে অস্থির রাজনৈতির পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত একটি হত্যা মামলায় নাম জড়িয়েছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের ৷ আপাতত তাই যুক্তরাষ্ট্রেই থাকছিলেন শাকিব ৷

কানপুর, 1 অক্টোবর: ক্রিকেট কেন ভদ্রলোকের খেলা, তার প্রমাণ বারবার পেয়েছেন অনুরাগীরা ৷ মঙ্গলবারের কানপুরেও তেমনই এক ছবি ধরা পড়ল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের পর ৷ সদ্য-সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশকে 2-0 ব্যবধানে চুনকাম করেছে ভারত ৷ কিন্তু মাঠের লড়াই মাঠেই রেখে এসে ম্য়াচ শেষে বিপক্ষ দলের ক্রিকেটার শাকিব আল হাসানকে নিজের ব্য়াট উপহার দিলেন বিরাট কোহলি ৷

ভারতের মাটিতে কানপুরে সম্ভবত শেষ টেস্ট খেলে ফেললেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি শাকিব ৷ দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছে থাকলেও তা নাও হতে পারে বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের ৷ দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছেন শাকিব ৷ সরকার আশ্বাস দিলে তবেই বাংলাদেশের মাটিতে হবে শাকিবের বিদায়ী ম্যাচ ৷ এ বিষয়ে জল্পনা জিইয়ে থাকলেও অন্যতম সেরা অলরাউন্ডারকে বিদায়ী উপহারটা এদিনই দিয়ে দিলেন কোহলি ৷

এদিন ম্য়াচ শেষে শাকিবের সঙ্গে হাসিঠাট্টায় মেতে ওঠেন 'দ্য রানমেশিন' ৷ তারই মাঝে বাংলাদেশ ক্রিকেটারকে নিজের উইলো উপহার দেন কোহলি ৷ প্রাক্তন ভারত অধিনায়কের থেকে ব্য়াট উপহার পেয়ে তা নিয়ে খানিক শ্য়াডো প্র্যাকটিসও সেরে নেন শাকিব ৷ উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 71টি ম্যাচ খেলা এই বাংলাদেশ ক্রিকেটার ভারতেও বেশ জনপ্রিয় ৷ আইপিএলে অধিকাংশ ম্য়াচ শাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়েই ৷ যদিও কানপুরে ব্যাট হাতে তেমন সফল হতে পারেননি শাকিব ৷ যদিও বল হাতে ভারতের প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন তিনি ৷

তবে বাইশ গজের বাইরে বাংলাদেশ ক্রিকেটারের অবস্থা মোটেই সুখকর নয় ৷ বর্তমানে একটি খুনের মামলায় অভিযুক্ত দেশের পূর্বতন আওয়ামী লীগ সরকারের সাংসদ শাকিব ৷ গত অগস্টে বাংলাদেশে অস্থির রাজনৈতির পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত একটি হত্যা মামলায় নাম জড়িয়েছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের ৷ আপাতত তাই যুক্তরাষ্ট্রেই থাকছিলেন শাকিব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.