ETV Bharat / sports

টেস্টে 9000 রান, দলকে লড়াইয়ে ফিরিয়ে চিন্নাস্বামীতে মাইলস্টোন কোহলির - INDIA VS NEW ZEALAND 1ST TEST

'বিরাট' ব্যাটে তৃতীয়দিন চিন্নাস্বামীতে লড়াইয়ে ফিরল ভারত ৷ নজিরও এল কোহলির ব্য়াটেও ৷ চতুর্থ ভারতীয় ব্য়াটার হিসেবে টেস্টে 9,000 করলেন প্রাক্তন অধিনায়ক ৷

VIRAT KOHLI
মারমুখী বিরাট কোহলি (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 18, 2024, 6:07 PM IST

বেঙ্গালুরু, 18 অক্টোবর: দিনের শেষ বলে গ্লেন ফিলিপসের শিকার হয়ে যখন ফিরলেন বিরাট কোহলি, ভারতের রান তখন 231 ৷ ভারত এখনও পিছিয়ে 125 রানে ৷ তবে প্রথম ইনিংসে বিপর্যয়ের পর তৃতীয়দিন চিন্নাস্বামীতে 'বিরাট' ব্যাটেই লড়াইয়ে ফিরল ভারত ৷ শুধু কী তাই? টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে 9,000 রানের মাইলস্টোনে পৌঁছলেন তিনি ৷ চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ক্রিকেটের কুলীন ফর্ম্য়াটে এই নজির গড়লেন বিরাট ৷

প্রথম ইনিংসে ভারতের 46 রানের জবাবে প্রথম ইনিংসে এদিন চারশো পেরিয়ে থামে নিউজিল্যান্ড ৷ রাচিন রবীন্দ্রর 134 রানের সৌজন্যে প্রথম ইনিংসে 402 রানে অলআউট হয় কিউয়িরা ৷ টেস্ট ক্রিকেটে এদিন দ্বিতীয় শতরান পূর্ণ করেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ৷ 356 রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করেন দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল ৷ প্রথম ইনিংসের বিপর্যয় ভুলে দ্বিতীয় ইনিংসে ভারতের ওপেনিং জুটিতে ওঠে 72 রান ৷

35 রানে আউট হন যশস্বী, অর্ধশতরান পূর্ণ করে ফেরেন অধিনায়ক ৷ 'হিটম্য়ান' করেন 52 রান ৷ এরপর চিন্নাস্বামীতে দিনের তৃতীয় সেশনটা বিরাট-সরফরাজের নামে ৷ প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া প্রাক্তন ভারত অধিনায়কের 9,000 রান পূর্ণ করতে প্রয়োজন ছিল 53 রান ৷ 38তম ওভারে কিউয়ি পেসার ম্যাট হেনরিকে কভারে ঠেলে অর্ধশতরান পূর্ণ করেন কোহলি ৷ এরপর 42তম ওভারে 9,000 রানের মাইলস্টোন পূর্ণ করেন তিনি ৷ সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর ও রাহুল দ্রাবিড়ের পর চতুর্থ ভারতীয় ব্য়াটার হিসেবে এলিট ক্লাবে প্রবেশ করেন 'দিল্লি বয়' ৷

কম যাননি সরফরাজ খানও ৷ অর্ধশতরান পূর্ণ করে দিনের শেষে 70 রানে (78 বল) অপরাজিত মুম্বই ব্যাটার ৷ মারেন 7টি চার ও তিনটি ছক্কা ৷ তৃতীয় উইকেটে কোহলি-সরফরাজের জুটিতে ওঠে 136 রান ৷ আর এই জুটিতে ভর করেই খানিকটা ম্য়াচে ফেরে ভারত ৷ যদিও দিনের শেষ বলে ফিলিপসের বলে কট বিহাইন্ড হয়ে 70 রানে ফেরেন কোহলি ৷ মারেন 8টি চার, একটি ছয় ৷ চতুর্থদিন ভারতীয় ব্যাটারদের হাতেই নির্ভর করছে ম্য়াচের ভাগ্য ৷ প্রথম ইনিংসে দেশের মাটিতে সর্বনিম্ন স্কোরের নজির গড়া ভারতীয় দল কতটা লড়াই ছুড়তে পারে, সেদিকেই তাকিয়ে অনুরাগীরা ৷

বেঙ্গালুরু, 18 অক্টোবর: দিনের শেষ বলে গ্লেন ফিলিপসের শিকার হয়ে যখন ফিরলেন বিরাট কোহলি, ভারতের রান তখন 231 ৷ ভারত এখনও পিছিয়ে 125 রানে ৷ তবে প্রথম ইনিংসে বিপর্যয়ের পর তৃতীয়দিন চিন্নাস্বামীতে 'বিরাট' ব্যাটেই লড়াইয়ে ফিরল ভারত ৷ শুধু কী তাই? টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে 9,000 রানের মাইলস্টোনে পৌঁছলেন তিনি ৷ চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ক্রিকেটের কুলীন ফর্ম্য়াটে এই নজির গড়লেন বিরাট ৷

প্রথম ইনিংসে ভারতের 46 রানের জবাবে প্রথম ইনিংসে এদিন চারশো পেরিয়ে থামে নিউজিল্যান্ড ৷ রাচিন রবীন্দ্রর 134 রানের সৌজন্যে প্রথম ইনিংসে 402 রানে অলআউট হয় কিউয়িরা ৷ টেস্ট ক্রিকেটে এদিন দ্বিতীয় শতরান পূর্ণ করেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ৷ 356 রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করেন দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল ৷ প্রথম ইনিংসের বিপর্যয় ভুলে দ্বিতীয় ইনিংসে ভারতের ওপেনিং জুটিতে ওঠে 72 রান ৷

35 রানে আউট হন যশস্বী, অর্ধশতরান পূর্ণ করে ফেরেন অধিনায়ক ৷ 'হিটম্য়ান' করেন 52 রান ৷ এরপর চিন্নাস্বামীতে দিনের তৃতীয় সেশনটা বিরাট-সরফরাজের নামে ৷ প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া প্রাক্তন ভারত অধিনায়কের 9,000 রান পূর্ণ করতে প্রয়োজন ছিল 53 রান ৷ 38তম ওভারে কিউয়ি পেসার ম্যাট হেনরিকে কভারে ঠেলে অর্ধশতরান পূর্ণ করেন কোহলি ৷ এরপর 42তম ওভারে 9,000 রানের মাইলস্টোন পূর্ণ করেন তিনি ৷ সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর ও রাহুল দ্রাবিড়ের পর চতুর্থ ভারতীয় ব্য়াটার হিসেবে এলিট ক্লাবে প্রবেশ করেন 'দিল্লি বয়' ৷

কম যাননি সরফরাজ খানও ৷ অর্ধশতরান পূর্ণ করে দিনের শেষে 70 রানে (78 বল) অপরাজিত মুম্বই ব্যাটার ৷ মারেন 7টি চার ও তিনটি ছক্কা ৷ তৃতীয় উইকেটে কোহলি-সরফরাজের জুটিতে ওঠে 136 রান ৷ আর এই জুটিতে ভর করেই খানিকটা ম্য়াচে ফেরে ভারত ৷ যদিও দিনের শেষ বলে ফিলিপসের বলে কট বিহাইন্ড হয়ে 70 রানে ফেরেন কোহলি ৷ মারেন 8টি চার, একটি ছয় ৷ চতুর্থদিন ভারতীয় ব্যাটারদের হাতেই নির্ভর করছে ম্য়াচের ভাগ্য ৷ প্রথম ইনিংসে দেশের মাটিতে সর্বনিম্ন স্কোরের নজির গড়া ভারতীয় দল কতটা লড়াই ছুড়তে পারে, সেদিকেই তাকিয়ে অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.