ETV Bharat / sports

ষষ্ঠ ইনস্টা পোস্টে লাইক ছুঁল এক কোটির অঙ্ক, প্রথম ভারতীয় হিসেবে সোশাল মিডিয়াতেও নজির কোহলির - Instagram Post

10 Million Likes on Virat Kohli's 6 Instagram Post: প্রথম কোনও ভারতীয় তারকা যিনি ইনস্টাগ্রামে 6টি পোস্টে 10 মিলিয়ন বা 1 কোটি বেশি লাইক পেয়েছেন ৷ এমনটাই হয়েছে সম্প্রতি ৷ গত 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার বাবা হয়েছেন বিরাট ৷ আর 20 ফেব্রুয়ারি সেই খবর সোশাল মিডিয়ায় দেন বিরাট ৷ আর সেই পোস্টেই এবার 1 কোটির বেশি লাইক পড়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 6:18 PM IST

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়েছেন বিরাট কোহলি ৷ তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ আর 20 ফেব্রুয়ারি সোশাল মিডিয়ায় তারকা দম্পতি সেই খবর জানিয়ে একটি পোস্ট করেন ৷ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরাটের করা সেই পোস্টে 1 কোটিরও বেশি লাইক পড়েছে ৷ আর এ নিয়ে বিরাট কোহলির 6টি ইনস্টাগ্রাম পোস্টে 10 মিলিয়ন বা 1 কোটির বেশি লাইক করেছে তাঁর অনুরাগীরা ৷ যা প্রথমবার কোনও ভারতীয় সেলিব্রেটির ক্ষেত্রে হয়েছে ৷

এর আগে কোনও ভারতীয় সেলিব্রেটির ইনস্টাগ্রামের ছ’টি পোস্টে 1 কোটি লাইক পড়েনি ৷ আর এক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে বিরাট কোহলির খ্যাতি সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে ৷ উল্লেখ্য, শুধু পোস্টে লাইক পড়া নয়, বিরাট কোহলি একমাত্র ভারতীয় যাঁর ইনস্টাগ্রামে 266 মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে ৷ অর্থাৎ, 26.6 কোটির বেশি মানুষ বিরাট কোহলিকে ইনস্টাগ্রামে ফলো করে ৷ যা কোনও ভারতীয় চলচ্চিত্র তারকারও নেই ৷ আর রবিবার প্রথম ভারতীয় হিসেবে বিরাটের 6টি ইনস্টাগ্রাম পোস্টে 10 মিলিয়নের বেশি লাইক পড়েছে ৷

রবিবার বেলা গড়াতেই বিভিন্ন সোশাল মিডিয়ায় সাইটে এ বিষয়ে নানা পোস্ট শুরু হয়ে যায় ৷ অনেকে বিরাটের পুত্র সন্তান হওয়ার বিবৃতি পোস্টের স্ক্রিনশট শেয়ার করতে থাকেন ৷ কারণ, সেই বিবৃতির পোস্টে এদিনই 1 কোটির উপর লাইক পড়েছে ৷ এটিই বিরাটের ষষ্ঠ ইনস্টাগ্রাম পোস্ট, যেটিতে 10 মিলিয়ন লাইক পড়ল ৷ উল্লেখ্য, এই মুহূর্তে বিরাট লন্ডনে রয়েছে বলেই মনে করা হয়েছে ৷ এমনকী সম্প্রতি বিরাটকে লন্ডনের রাস্তায় হাঁটতেও দেখা গিয়েছিল ৷

সন্তান জন্মের মুহূর্তে স্ত্রী'র পাশে থাকার জন্য চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজেও খেলছেন না বিরাট কোহলি ৷ শুরুতে তিনি প্রথম দু'টি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ পরবর্তী সময়ে পাঁচ ম্যাচের সিরিজ থেকে পুরোপুরি নাম প্রত্যাহার করে নেন বিরাট ৷

আরও পড়ুন:

  1. ছেলের জন্মের পর প্রথমবার লন্ডনের রাস্তায় দেখা গেল বিরাটকে
  2. কোল আলো করে এল দ্বিতীয় সন্তান, পাঁচদিন পর অনুরাগীদের সুখবর শোনালেন 'বিরুষ্কা'
  3. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি: 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়েছেন বিরাট কোহলি ৷ তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ আর 20 ফেব্রুয়ারি সোশাল মিডিয়ায় তারকা দম্পতি সেই খবর জানিয়ে একটি পোস্ট করেন ৷ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরাটের করা সেই পোস্টে 1 কোটিরও বেশি লাইক পড়েছে ৷ আর এ নিয়ে বিরাট কোহলির 6টি ইনস্টাগ্রাম পোস্টে 10 মিলিয়ন বা 1 কোটির বেশি লাইক করেছে তাঁর অনুরাগীরা ৷ যা প্রথমবার কোনও ভারতীয় সেলিব্রেটির ক্ষেত্রে হয়েছে ৷

এর আগে কোনও ভারতীয় সেলিব্রেটির ইনস্টাগ্রামের ছ’টি পোস্টে 1 কোটি লাইক পড়েনি ৷ আর এক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে বিরাট কোহলির খ্যাতি সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে ৷ উল্লেখ্য, শুধু পোস্টে লাইক পড়া নয়, বিরাট কোহলি একমাত্র ভারতীয় যাঁর ইনস্টাগ্রামে 266 মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে ৷ অর্থাৎ, 26.6 কোটির বেশি মানুষ বিরাট কোহলিকে ইনস্টাগ্রামে ফলো করে ৷ যা কোনও ভারতীয় চলচ্চিত্র তারকারও নেই ৷ আর রবিবার প্রথম ভারতীয় হিসেবে বিরাটের 6টি ইনস্টাগ্রাম পোস্টে 10 মিলিয়নের বেশি লাইক পড়েছে ৷

রবিবার বেলা গড়াতেই বিভিন্ন সোশাল মিডিয়ায় সাইটে এ বিষয়ে নানা পোস্ট শুরু হয়ে যায় ৷ অনেকে বিরাটের পুত্র সন্তান হওয়ার বিবৃতি পোস্টের স্ক্রিনশট শেয়ার করতে থাকেন ৷ কারণ, সেই বিবৃতির পোস্টে এদিনই 1 কোটির উপর লাইক পড়েছে ৷ এটিই বিরাটের ষষ্ঠ ইনস্টাগ্রাম পোস্ট, যেটিতে 10 মিলিয়ন লাইক পড়ল ৷ উল্লেখ্য, এই মুহূর্তে বিরাট লন্ডনে রয়েছে বলেই মনে করা হয়েছে ৷ এমনকী সম্প্রতি বিরাটকে লন্ডনের রাস্তায় হাঁটতেও দেখা গিয়েছিল ৷

সন্তান জন্মের মুহূর্তে স্ত্রী'র পাশে থাকার জন্য চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজেও খেলছেন না বিরাট কোহলি ৷ শুরুতে তিনি প্রথম দু'টি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ পরবর্তী সময়ে পাঁচ ম্যাচের সিরিজ থেকে পুরোপুরি নাম প্রত্যাহার করে নেন বিরাট ৷

আরও পড়ুন:

  1. ছেলের জন্মের পর প্রথমবার লন্ডনের রাস্তায় দেখা গেল বিরাটকে
  2. কোল আলো করে এল দ্বিতীয় সন্তান, পাঁচদিন পর অনুরাগীদের সুখবর শোনালেন 'বিরুষ্কা'
  3. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.