ETV Bharat / sports

কোল আলো করে এল দ্বিতীয় সন্তান, পাঁচদিন পর অনুরাগীদের সুখবর শোনালেন 'বিরুষ্কা' - Virat Kohli

Virushka Blessed with Baby Boy: দ্বিতীয়বার বাবা হলেন বিরাট কোহলি ৷ 15 ফেব্রুয়ারি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় জানালেন রানমেশিন ৷ 'বিরুষ্কা' পুত্রসন্তানের নাম রাখলেন 'আকায়' ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 8:59 PM IST

Updated : Feb 20, 2024, 9:34 PM IST

মুম্বই, 20 ফেব্রুয়ারি: জল্পনা চলছিল, তবে মুখ খুলছিলেন না কেউই ৷ সেই জল্পনায় সিলমোহর দিয়েই দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর শোনালেন বিরাট কোহলি ৷ 15 ফেব্রুয়ারি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা, মঙ্গলবার সোশাল মিডিয়ায় জানালেন 'রানমেশিন' ৷ 'বিরুষ্কা' পুত্রসন্তানের নাম রেখেছেন 'আকায়' ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে ধাপে ধাপে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বিরাট কোহলি ৷ ব্যক্তিগত কারণে বেন স্টোকসদের বিরুদ্ধে দিল্লি ক্রিকেটারের সরে দাঁড়ানোর খবর তাঁর দ্বিতীয়বার বাবা হওয়ার জল্পনা আরও জোরালো করে ৷ বিরাটের কাছের বন্ধু এবং একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর প্রাক্তন সতীর্থ এবি ডি'ভিলিয়ার্স সম্প্রতি এমন সম্ভাবনার খবরে সিলমোহর দিয়েছিলেন বটে, কিন্তু পরে তিনি বিরাটের কাছে সেজন্য ক্ষমাও চেয়ে নেন ৷ সবমিলিয়ে দ্বিতীয়বার প্যারেন্টহুডের প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় খবর খুব গোপনেই রেখেছিলেন 'বিরুষ্কা' ৷

এমনকী মঙ্গলবারও আনুষাঙ্গিক সমস্ত বিষয় ব্যক্তিগত রেখেই পুত্রসন্তান জন্মের খবর অনুরাগীদের দিয়েছেন বিরাট ৷ সোশাল মিডিয়ায় এদিন 'বিরুষ্কা' লেখেন, "সীমাহীন আনন্দে আমাদের হৃদয় পরিপূর্ণ ৷ সকলকে অত্য়ন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত 15 ফেব্রুয়ারি আমরা পুত্রসন্তান এবং ভামিকার ছোট্ট ভাই আকায়কে পৃথিবীতে স্বাগত জানিয়েছি ৷ এই সুন্দর সময়ে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি ৷ একইসঙ্গে আশা রাখছি এই সময়ে আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন ৷"

Virushka Blessed with Baby Boy
সুখবর শোনালেন বিরুষ্কা

তিন বছর আগে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন বিরাট কোহলি ৷ 2021 সালের 11 জানুয়ারি কন্যাসন্তান ভামিকার জন্ম দিয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ কন্যাসন্তানের জন্মের পর তার মুখ প্রকাশ্যে আনার ব্যাপারে একেবারেই সম্মতি ছিল না 'বিরুষ্কা'র ৷ এব্যাপারে বিভিন্ন সময় চর্চার কেন্দ্রে এসেছেন সেলেব যুগল ৷ পুত্রসন্তান আকায়ের ব্যাপারেও তাঁরা সেই পথেই যে হাঁটবেন, সেটা কার্যত নিশ্চিত ৷ যদিও সাতপাঁচ না-ভেবে আপাতত সুন্দর মুহূর্ত উপভোগে ব্যস্ত বিরাট-অনুষ্কা ৷

আরও পড়ুন:

  1. বাকি তিনটি টেস্টেও 'বিরাটহীন' দল, স্কোয়াডে বাংলার আকাশ দীপ
  2. জল্পনায় সিলমোহর! ভামিকার পর 'বিরুষ্কা'র জীবনে আসছে দ্বিতীয় সন্তান
  3. বিরাটকে নিয়ে মারাত্মক ভুল তথ্য, অনুশোচনা এবিডির

মুম্বই, 20 ফেব্রুয়ারি: জল্পনা চলছিল, তবে মুখ খুলছিলেন না কেউই ৷ সেই জল্পনায় সিলমোহর দিয়েই দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর শোনালেন বিরাট কোহলি ৷ 15 ফেব্রুয়ারি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা, মঙ্গলবার সোশাল মিডিয়ায় জানালেন 'রানমেশিন' ৷ 'বিরুষ্কা' পুত্রসন্তানের নাম রেখেছেন 'আকায়' ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে ধাপে ধাপে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বিরাট কোহলি ৷ ব্যক্তিগত কারণে বেন স্টোকসদের বিরুদ্ধে দিল্লি ক্রিকেটারের সরে দাঁড়ানোর খবর তাঁর দ্বিতীয়বার বাবা হওয়ার জল্পনা আরও জোরালো করে ৷ বিরাটের কাছের বন্ধু এবং একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর প্রাক্তন সতীর্থ এবি ডি'ভিলিয়ার্স সম্প্রতি এমন সম্ভাবনার খবরে সিলমোহর দিয়েছিলেন বটে, কিন্তু পরে তিনি বিরাটের কাছে সেজন্য ক্ষমাও চেয়ে নেন ৷ সবমিলিয়ে দ্বিতীয়বার প্যারেন্টহুডের প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় খবর খুব গোপনেই রেখেছিলেন 'বিরুষ্কা' ৷

এমনকী মঙ্গলবারও আনুষাঙ্গিক সমস্ত বিষয় ব্যক্তিগত রেখেই পুত্রসন্তান জন্মের খবর অনুরাগীদের দিয়েছেন বিরাট ৷ সোশাল মিডিয়ায় এদিন 'বিরুষ্কা' লেখেন, "সীমাহীন আনন্দে আমাদের হৃদয় পরিপূর্ণ ৷ সকলকে অত্য়ন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত 15 ফেব্রুয়ারি আমরা পুত্রসন্তান এবং ভামিকার ছোট্ট ভাই আকায়কে পৃথিবীতে স্বাগত জানিয়েছি ৷ এই সুন্দর সময়ে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি ৷ একইসঙ্গে আশা রাখছি এই সময়ে আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন ৷"

Virushka Blessed with Baby Boy
সুখবর শোনালেন বিরুষ্কা

তিন বছর আগে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন বিরাট কোহলি ৷ 2021 সালের 11 জানুয়ারি কন্যাসন্তান ভামিকার জন্ম দিয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ কন্যাসন্তানের জন্মের পর তার মুখ প্রকাশ্যে আনার ব্যাপারে একেবারেই সম্মতি ছিল না 'বিরুষ্কা'র ৷ এব্যাপারে বিভিন্ন সময় চর্চার কেন্দ্রে এসেছেন সেলেব যুগল ৷ পুত্রসন্তান আকায়ের ব্যাপারেও তাঁরা সেই পথেই যে হাঁটবেন, সেটা কার্যত নিশ্চিত ৷ যদিও সাতপাঁচ না-ভেবে আপাতত সুন্দর মুহূর্ত উপভোগে ব্যস্ত বিরাট-অনুষ্কা ৷

আরও পড়ুন:

  1. বাকি তিনটি টেস্টেও 'বিরাটহীন' দল, স্কোয়াডে বাংলার আকাশ দীপ
  2. জল্পনায় সিলমোহর! ভামিকার পর 'বিরুষ্কা'র জীবনে আসছে দ্বিতীয় সন্তান
  3. বিরাটকে নিয়ে মারাত্মক ভুল তথ্য, অনুশোচনা এবিডির
Last Updated : Feb 20, 2024, 9:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.