ETV Bharat / sports

নব্বই মিনিট খেললেন না ভিনি, ব্রাজিলের ড্র'য়ে প্রশ্নের মুখে কোচের পরিকল্পনা - Copa America 2024 - COPA AMERICA 2024

Copa America 2024: একাধিক সুযোগ নষ্ট এবং শেষ মুহূর্তে নিম্নমানের ফুটবলে কোস্টারিকার বিরুদ্ধে কোপা আমেরিকার শুরুটা একেবারেই ভালো হল না ব্রাজিলের ৷ গোলশূন্য শেষ হল সেলেকাওদের প্রথম ম্যাচ ৷ সঙ্গে জাতীয় দলের জার্সিতে নিষ্প্রভ দেখাল ভিনিসিয়াস জুনিয়রকে ৷

ETV BHARAT
কোপা আমেরিকায় কোস্টা রিকার বিরুদ্ধে গোলশূন্য শেষ করল ব্রাজিল ৷ (ছবি- কোপা আমেরিকা এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 2:20 PM IST

লস অ্যাঞ্জেলস, 25 জুন: অফ-সাইডের কারণে গোল বাতিল, ভিনি জুনিয়রকে 70 মিনিটে তুলে নেওয়া সঙ্গে একাধিক সুযোগকে কাজে না-লাগাতে পারা ৷ আর সর্বোপরি কোচ ডোরিভাল জুনিয়রের পরিকল্পনা ৷ কোপা আমেরিকায় ব্রাজিল ম্যাচকে বিশ্লেষণ করলে, এই বিষয়গুলি অবশ্যই উঠে আসবে ৷ মঙ্গলবারের ব্রাজিল বনাম কোস্টা রিকা ম্যাচ গোলশূন্য শেষ হয়েছে ৷ যার পরে গ্রপ-ডি’র প্রথম ম্যাচে মাত্র 1 পয়েন্ট ঘরে তুলল ব্রাজিল ৷

সাম্প্রতিক সময়ে অত্যন্ত খারাপ ফুটবল খেলে কোপা আমেরিকায় নেমেছে ব্রাজিল ৷ ফলে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই চাপে ছিল সেলেকাওরা ৷ ম্যাচে শুরু থেকে আধিপত্য বজায় রাখলেও, প্রতিপক্ষের গোলের সামনে গিয়ে ছন্নছাড়া দেখাল রদ্রিগো, ভিনিদের ৷ এদিন গোলের সামনে মোট 19টি শট নিয়েছিল ব্রাজিল ৷ যার মধ্যে মাত্র তিনটি শট টার্গেটে ছিল ৷ তবে, কোস্টারিকার রক্ষণ এদিন প্রশংসা করার মতো ছিল ৷ পাঁচজনের ডিফেন্স ব্রাজিলের তাবড় স্ট্রাইকার এবং মিডফিল্ডারদের প্রতি মুহূর্তে হতাশ করেছে ৷

আজকের ম্যাচে যতবার সেলেকাওরা তাদের খেলার গতি বাড়ানোর চেষ্টা করেছে ৷ ততবার প্রতিপক্ষকে নিরস্ত্র করেছে কোস্টারিকার ডিফেন্স লাইন ৷ বিশেষত মিডফিল্ডে দানিলো, অ্যালিসন, মিলিতাও, মার্কুইনহোসদের গতি রোধ করেছে কোস্টারিকা ৷ তবে 70 মিনিটে ভিনিসিয়াসকে তুলে তরুণ এনড্রিককে মাঠে নামান ব্রাজিল কোচ ৷ ভিনির মতো একজন অভিজ্ঞ স্ট্রাইকারকে তুলে নেওয়া নিয়েও প্রশ্ন উঠছে ৷ কিন্তু, যে কারণে জন্য এনড্রিককে মাঠে নামিয়েছিলেন ডোরিভাল তার এক শতাংশও কাজে করে দেখাতে পারেননি তিনি ৷ এনড্রিকসকে ডি-বক্সের ভিতরে ঢুকতেই দেয়নি কোস্টারিকা রক্ষণ ৷

অন্যদিকে, প্রথমার্ধে 30 মিনিটে ফ্রি-কিক থেকে রদ্রিগো ব্রাজিলকে প্রথম ব্রেক-থ্রুটা দেয় ৷ কিন্তু, ভিডিয়ো অ্যাসিসট্যান্ট রেফারিংয়ে দীর্ঘক্ষণ দেখার পর গোলটি বাতিল করা হয় ৷ ভারে ধরা পড়ে মার্কুইনহোস অফসাইডে রয়েছেন ৷ কোপা আমেরিকায় গ্রুপ-ডি’তে এই মুহূর্তে 1 পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে ব্রাজিল ৷ অন্যদিকে, কলোম্বিয়া 2-1 গোলে প্যারাগুয়েকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে এক নম্বরে ৷ কোস্টারিকা তিনে ও প্যারাগুয়ে সবার নিচে রয়েছে ৷ কোপায় ব্রাজিলের পরের ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে ভারতীয় সময় আগামী শনিবার ভোর সাড়ে ছ’টায় ৷

লস অ্যাঞ্জেলস, 25 জুন: অফ-সাইডের কারণে গোল বাতিল, ভিনি জুনিয়রকে 70 মিনিটে তুলে নেওয়া সঙ্গে একাধিক সুযোগকে কাজে না-লাগাতে পারা ৷ আর সর্বোপরি কোচ ডোরিভাল জুনিয়রের পরিকল্পনা ৷ কোপা আমেরিকায় ব্রাজিল ম্যাচকে বিশ্লেষণ করলে, এই বিষয়গুলি অবশ্যই উঠে আসবে ৷ মঙ্গলবারের ব্রাজিল বনাম কোস্টা রিকা ম্যাচ গোলশূন্য শেষ হয়েছে ৷ যার পরে গ্রপ-ডি’র প্রথম ম্যাচে মাত্র 1 পয়েন্ট ঘরে তুলল ব্রাজিল ৷

সাম্প্রতিক সময়ে অত্যন্ত খারাপ ফুটবল খেলে কোপা আমেরিকায় নেমেছে ব্রাজিল ৷ ফলে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই চাপে ছিল সেলেকাওরা ৷ ম্যাচে শুরু থেকে আধিপত্য বজায় রাখলেও, প্রতিপক্ষের গোলের সামনে গিয়ে ছন্নছাড়া দেখাল রদ্রিগো, ভিনিদের ৷ এদিন গোলের সামনে মোট 19টি শট নিয়েছিল ব্রাজিল ৷ যার মধ্যে মাত্র তিনটি শট টার্গেটে ছিল ৷ তবে, কোস্টারিকার রক্ষণ এদিন প্রশংসা করার মতো ছিল ৷ পাঁচজনের ডিফেন্স ব্রাজিলের তাবড় স্ট্রাইকার এবং মিডফিল্ডারদের প্রতি মুহূর্তে হতাশ করেছে ৷

আজকের ম্যাচে যতবার সেলেকাওরা তাদের খেলার গতি বাড়ানোর চেষ্টা করেছে ৷ ততবার প্রতিপক্ষকে নিরস্ত্র করেছে কোস্টারিকার ডিফেন্স লাইন ৷ বিশেষত মিডফিল্ডে দানিলো, অ্যালিসন, মিলিতাও, মার্কুইনহোসদের গতি রোধ করেছে কোস্টারিকা ৷ তবে 70 মিনিটে ভিনিসিয়াসকে তুলে তরুণ এনড্রিককে মাঠে নামান ব্রাজিল কোচ ৷ ভিনির মতো একজন অভিজ্ঞ স্ট্রাইকারকে তুলে নেওয়া নিয়েও প্রশ্ন উঠছে ৷ কিন্তু, যে কারণে জন্য এনড্রিককে মাঠে নামিয়েছিলেন ডোরিভাল তার এক শতাংশও কাজে করে দেখাতে পারেননি তিনি ৷ এনড্রিকসকে ডি-বক্সের ভিতরে ঢুকতেই দেয়নি কোস্টারিকা রক্ষণ ৷

অন্যদিকে, প্রথমার্ধে 30 মিনিটে ফ্রি-কিক থেকে রদ্রিগো ব্রাজিলকে প্রথম ব্রেক-থ্রুটা দেয় ৷ কিন্তু, ভিডিয়ো অ্যাসিসট্যান্ট রেফারিংয়ে দীর্ঘক্ষণ দেখার পর গোলটি বাতিল করা হয় ৷ ভারে ধরা পড়ে মার্কুইনহোস অফসাইডে রয়েছেন ৷ কোপা আমেরিকায় গ্রুপ-ডি’তে এই মুহূর্তে 1 পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে ব্রাজিল ৷ অন্যদিকে, কলোম্বিয়া 2-1 গোলে প্যারাগুয়েকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে এক নম্বরে ৷ কোস্টারিকা তিনে ও প্যারাগুয়ে সবার নিচে রয়েছে ৷ কোপায় ব্রাজিলের পরের ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে ভারতীয় সময় আগামী শনিবার ভোর সাড়ে ছ’টায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.