ETV Bharat / sports

‘মৃত্যু হতে পারত ভিনেশের’, ফাইনালের আগের রাতের বর্ণনা দিলেন ফোগতের কোচ - Vinesh Phogat - VINESH PHOGAT

Vinesh Phogat Coach Woller Akos on Weight Loss Session: চুল কেটে, সিরিঞ্জের মাধ্যমে রক্ত টেনেও ওজন কমানোর চেষ্টা করেছিলেন ভিনেশ ফোগত ৷ ওই রাতে অমানুষিক পরিশ্রম করে ওজন কমাতে গিয়ে প্রায় মারা যেতে বসেছিলেন ভারতীয় কুস্তিগীর ৷ কী হয়েছিল ওই রাতে ? জানালেন ফোগতের কোচ ওলার আকোস ৷

Vinesh Phogat News
মৃত্যু হতে পারত ভিনেশের ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 16, 2024, 2:52 PM IST

নয়াদিল্লি, 16 অগস্ট: সোনার পদক জয়ের বাউটের সকালে ভিনেশকে 'অযোগ্য' বলে ঘোষণা করা হয় ৷ সেমিফাইনালের পর দেখা যায় ভিনেশের ওজন 52 কেজি 700 গ্রাম ৷ 50 কেজি ফ্রিস্টাইলে লড়া ভিনেশকে ফাইনালের আগে ওজন কমাতে হত ৷ তা কমাতে গিয়েই গোটা রাত অমানুষিক পরিশ্রম করেন ভিনেশ ৷ ওই পরিশ্রম করতে গিয়ে মারাও যেতে পারতেন তিনি ৷ কী হয়েছিল ওই রাতে ?

এবার সোশাল মিডিয়ায় পোস্ট করে সে কথা জানালেন ভিনেশ ফোগতের কোচ ওলার আকোস ৷ ভিনেশ ও তাঁর টিম সারারাত ভিনেশের ওজন কমানোর জন্য চেষ্টা করে গিয়েছে ৷ ম্যাট সেশন, সাইক্লিং, সনা বাথের মাধ্যমে ওজন কমানোর নিরলস চেষ্টা চালান তাঁরা ৷ শেষপর্যন্ত 100 গ্রাম ওজন বেশি থাকায় ভিনেশকে অযোগ্য ঘোষণা করে অলিম্পিক্স কমিটি ৷ সারারাত নিরলস পরিশ্রমের পর অসুস্থ হয়ে পড়েছিলেন ভিনেশ, তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয় ৷

Vinesh Phogat
অমানুষিক পরিশ্রম করেন ভিনেশ (ইটিভি ভারত)

ফেসবুক পোস্টে ওলার লিখেছেন, ‘‘সেমিফাইনালের পরে ভিনেশের ওজন নির্ধারিত 50 কেজির থেকে 2.7 কেজি অতিরিক্ত ছিল ৷ আমরা ওকে টানা 1 ঘন্টা অনুশীলন করাই, 50 মিনিটের সনা বাথ চলে ৷ তারপর মাঝরাত থেকে সকাল 5:30টা পর্যন্ত, ভিনেশ কার্ডিয়ো মেশিন এবং কুস্তি ম্যাটে পরিশ্রম করে ৷’’

তিনি লিখেছেন, ‘‘সারারাত অমানুষিক পরিশ্রমে একসময় জ্ঞান হারানোর মতো অবস্থা হয় ভিনেশের ৷ ম্যাটে পড়ে যায় ৷ তারপর ওকে প্রায় 1 ঘণ্টা সনা দেওয়া হয় ৷ আমি ইচ্ছাকৃতভাবে নাটকীয় বিবরণ লিখি না, তবে আমার মনে আছে যে ও মারাও যেতে পারত ৷’’ যদিও ফেসবুক ওয়াল থেকে পরে পোস্টটি সরিয়ে দিয়েছেন আকোস ৷ যদিও ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্ট ৷

আকোস আরও লেখেন, ‘‘ভিনেশ আমাকে বলে দুঃখ না করতে ৷ ও বলে, আমি যদি নিজেকে কঠিন পরিস্থিতিতে পাই এবং আমার অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তবে আমার মনে করা উচিত যে আমি বিশ্বের সেরা মহিলা কুস্তিগীরকে (জাপানের ইউই সুসাকি) হারিয়েছি । আমি আমার লক্ষ্য অর্জন করেছি ৷ আমি প্রমাণ করেছি যে আমি বিশ্বের সেরা কুস্তিগীরদের একজন ৷ পদক, পোডিয়ামগুলি কেবল বস্তু ৷ পারফরম্যান্স কেড়ে নেওয়া যায় না ৷’’

Vinesh Phogat Verdict
ভিনেশের আর্জি খারিজ করে দিয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (ইটিভি ভারত)

অযোগ্য ঘোষিত হওয়ার পরে যৌথ রুপোর আর্জি জানিয়েছিলেন ভিনেশ ৷ তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ ফলে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতেই দেশে ফিরছেন ‘দঙ্গল গার্ল’ ৷

নয়াদিল্লি, 16 অগস্ট: সোনার পদক জয়ের বাউটের সকালে ভিনেশকে 'অযোগ্য' বলে ঘোষণা করা হয় ৷ সেমিফাইনালের পর দেখা যায় ভিনেশের ওজন 52 কেজি 700 গ্রাম ৷ 50 কেজি ফ্রিস্টাইলে লড়া ভিনেশকে ফাইনালের আগে ওজন কমাতে হত ৷ তা কমাতে গিয়েই গোটা রাত অমানুষিক পরিশ্রম করেন ভিনেশ ৷ ওই পরিশ্রম করতে গিয়ে মারাও যেতে পারতেন তিনি ৷ কী হয়েছিল ওই রাতে ?

এবার সোশাল মিডিয়ায় পোস্ট করে সে কথা জানালেন ভিনেশ ফোগতের কোচ ওলার আকোস ৷ ভিনেশ ও তাঁর টিম সারারাত ভিনেশের ওজন কমানোর জন্য চেষ্টা করে গিয়েছে ৷ ম্যাট সেশন, সাইক্লিং, সনা বাথের মাধ্যমে ওজন কমানোর নিরলস চেষ্টা চালান তাঁরা ৷ শেষপর্যন্ত 100 গ্রাম ওজন বেশি থাকায় ভিনেশকে অযোগ্য ঘোষণা করে অলিম্পিক্স কমিটি ৷ সারারাত নিরলস পরিশ্রমের পর অসুস্থ হয়ে পড়েছিলেন ভিনেশ, তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয় ৷

Vinesh Phogat
অমানুষিক পরিশ্রম করেন ভিনেশ (ইটিভি ভারত)

ফেসবুক পোস্টে ওলার লিখেছেন, ‘‘সেমিফাইনালের পরে ভিনেশের ওজন নির্ধারিত 50 কেজির থেকে 2.7 কেজি অতিরিক্ত ছিল ৷ আমরা ওকে টানা 1 ঘন্টা অনুশীলন করাই, 50 মিনিটের সনা বাথ চলে ৷ তারপর মাঝরাত থেকে সকাল 5:30টা পর্যন্ত, ভিনেশ কার্ডিয়ো মেশিন এবং কুস্তি ম্যাটে পরিশ্রম করে ৷’’

তিনি লিখেছেন, ‘‘সারারাত অমানুষিক পরিশ্রমে একসময় জ্ঞান হারানোর মতো অবস্থা হয় ভিনেশের ৷ ম্যাটে পড়ে যায় ৷ তারপর ওকে প্রায় 1 ঘণ্টা সনা দেওয়া হয় ৷ আমি ইচ্ছাকৃতভাবে নাটকীয় বিবরণ লিখি না, তবে আমার মনে আছে যে ও মারাও যেতে পারত ৷’’ যদিও ফেসবুক ওয়াল থেকে পরে পোস্টটি সরিয়ে দিয়েছেন আকোস ৷ যদিও ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্ট ৷

আকোস আরও লেখেন, ‘‘ভিনেশ আমাকে বলে দুঃখ না করতে ৷ ও বলে, আমি যদি নিজেকে কঠিন পরিস্থিতিতে পাই এবং আমার অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তবে আমার মনে করা উচিত যে আমি বিশ্বের সেরা মহিলা কুস্তিগীরকে (জাপানের ইউই সুসাকি) হারিয়েছি । আমি আমার লক্ষ্য অর্জন করেছি ৷ আমি প্রমাণ করেছি যে আমি বিশ্বের সেরা কুস্তিগীরদের একজন ৷ পদক, পোডিয়ামগুলি কেবল বস্তু ৷ পারফরম্যান্স কেড়ে নেওয়া যায় না ৷’’

Vinesh Phogat Verdict
ভিনেশের আর্জি খারিজ করে দিয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (ইটিভি ভারত)

অযোগ্য ঘোষিত হওয়ার পরে যৌথ রুপোর আর্জি জানিয়েছিলেন ভিনেশ ৷ তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ ফলে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতেই দেশে ফিরছেন ‘দঙ্গল গার্ল’ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.