ETV Bharat / sports

এবার রাজনীতিতে ভিনেশ ! লড়তে পারেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে; প্রতিপক্ষ ববিতা - Vinesh Phogat in Politics

Vinesh Phogat Can Join Politics: রাজনীতিতে যোগ দেবেন ভিনেশ ফোগত ৷ উঠে এসেছে কংগ্রেসের নাম ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে বোন ববিতা ফোগতের বিরুদ্ধে লড়বেন তিনি ৷

Vinesh Phogat Can Join Politics
এবার রাজনীতিতে ভিনেশ ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 20, 2024, 3:50 PM IST

নয়াদিল্লি, 20 অগস্ট: রাজনীতির ময়দানে নামছেন কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ লড়বেন আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৷ কোন দলের প্রতীকে তিনি ভোটে দাঁড়াবেন তা স্পষ্ট না-হলেও, মনে করা হচ্ছে বিজেপি বিরোধী কোনও দলে তিনি যোগ দেবেন ৷ আলোচনায় উঠে এসেছে কংগ্রেসের নাম ৷ বিজেপির ববিতা ফোগতের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন তিনি ৷

সংবাদসংস্থা আইএএনএস’য়ের জানাচ্ছে, ভিনেশ ফোগত আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ৷ তাঁর ঘনিষ্ঠ সূত্র মঙ্গলবার সংবাদসংস্থাকে এ খবর জানিয়েছে । যদিও, ভিনেশ আগেই জানিয়েছিলেন যে তিনি সক্রিয় রাজনীতিতে নামবেন না ৷ কিন্তু প্যারিস থেকে ফেরার পরেই হরিয়ানা নির্বাচনকে সামনে রেখে ভিনেশকে টিমে পেতে মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল ৷

Babita Phogat and Vinesh Phogat
ববিতা ও ভিনেশ, 2014 কমনওয়েলথ গেমস (ইটিভি ভারত)

প্যারিসে ভাগ্যের ফেরে পোডিয়াম ফিনিশ হয়নি ৷ মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় ফাইনালের আগে ‘অযোগ্য’ ঘোষণা করা হয় ৷ আবেদন সত্ত্বেও অলিম্পিক্স কমিটির সিদ্ধান্তই বহাল রাখে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ ফলে রুপো নিশ্চিত হয়ে গেলেও পোডিয়াম ফিনিশ করতে পারেননি ভিনেশ ফোগত ৷ যদিও দেশে ফিরে বিজয়ীর সম্মান পাচ্ছেন ‘দঙ্গল গার্ল’ ৷

শনিবার দেশে ফিরেছেন কুস্তিগীর ৷ ভিনেশ ফোগতকে দেশবাসী বরণ করেছে ‘সোনার মেয়ে’র সম্মানেই ৷ অলিম্পিক্স শেষে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামা ভিনেশকে বরণ করা হয় জমকালো রোড শো’য়ে ৷ দিল্লি বিমানবন্দরে কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডাও ভিনেশকে স্বাগত জানাতে এসেছিলেন ৷ কয়েকশো লোক শোভাযাত্রা করে তাঁকে বাড়ি নিয়ে যায় ৷

ভিনেশ বনাম ববিতা, বজরং বনাম যোগেশ্বর...

2019 সালে বিজেপি’তে যোগ দেন ববিতা ফোগত ও তাঁর বাবা মহাবীর ফোগত ৷ বর্তমানে ববিতা পুরোদস্তুর রাজনীতিবিদ ৷ 2019 সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে দাদরী থেকে দাঁড়িয়েছিলেন ববিতা ৷ 20 শতাংশেরও কম ভোট পেয়েছিলেন ৷ হারতে হয়েছিল নির্দল প্রার্থী সোমবীর সাঙ্গওয়ানের কাছে ৷

Babita Phogat News
বর্তমানে ববিতা পুরোদস্তুর রাজনীতিবিদ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এবার বিজেপি প্রার্থী ববিতার বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন ভিনেশ ৷ অন্যদিকে, আরেক কুস্তিগীর যোগেশ্বর দত্তের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন বজরং পুনিয়া ৷ 2019 সালে বরোদা থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন যোগেশ্বর ৷ যদিও কংগ্রেসের শ্রীকৃষাণ হুডার কাছে হেরে যান ৷ তিনি বর্তমানে পুরোদস্তুর রাজনীতিবিদ ৷

2012 লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ্বর ৷ 2020 টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন বজরং ৷ এবার রাজনীতির ময়দানে দুই অলিম্পিক পদকজয়ী সম্মুখসমরে নামেন কি না, তা অবশ্য সময় বলবে ৷ প্রসঙ্গত, 1 অক্টোবর হরিয়ানাতে ভোটগ্রহণ ৷ ফলপ্রকাশ 6 অক্টোবর ৷ রাজ্য বিধানসভা কেন্দ্রের সংখ্যা 90 ৷ 27 অগস্ট চূড়ান্ত ইলেক্টোরাল রোল প্রকাশিত হবে ৷

নয়াদিল্লি, 20 অগস্ট: রাজনীতির ময়দানে নামছেন কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ লড়বেন আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৷ কোন দলের প্রতীকে তিনি ভোটে দাঁড়াবেন তা স্পষ্ট না-হলেও, মনে করা হচ্ছে বিজেপি বিরোধী কোনও দলে তিনি যোগ দেবেন ৷ আলোচনায় উঠে এসেছে কংগ্রেসের নাম ৷ বিজেপির ববিতা ফোগতের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন তিনি ৷

সংবাদসংস্থা আইএএনএস’য়ের জানাচ্ছে, ভিনেশ ফোগত আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ৷ তাঁর ঘনিষ্ঠ সূত্র মঙ্গলবার সংবাদসংস্থাকে এ খবর জানিয়েছে । যদিও, ভিনেশ আগেই জানিয়েছিলেন যে তিনি সক্রিয় রাজনীতিতে নামবেন না ৷ কিন্তু প্যারিস থেকে ফেরার পরেই হরিয়ানা নির্বাচনকে সামনে রেখে ভিনেশকে টিমে পেতে মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল ৷

Babita Phogat and Vinesh Phogat
ববিতা ও ভিনেশ, 2014 কমনওয়েলথ গেমস (ইটিভি ভারত)

প্যারিসে ভাগ্যের ফেরে পোডিয়াম ফিনিশ হয়নি ৷ মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় ফাইনালের আগে ‘অযোগ্য’ ঘোষণা করা হয় ৷ আবেদন সত্ত্বেও অলিম্পিক্স কমিটির সিদ্ধান্তই বহাল রাখে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ ফলে রুপো নিশ্চিত হয়ে গেলেও পোডিয়াম ফিনিশ করতে পারেননি ভিনেশ ফোগত ৷ যদিও দেশে ফিরে বিজয়ীর সম্মান পাচ্ছেন ‘দঙ্গল গার্ল’ ৷

শনিবার দেশে ফিরেছেন কুস্তিগীর ৷ ভিনেশ ফোগতকে দেশবাসী বরণ করেছে ‘সোনার মেয়ে’র সম্মানেই ৷ অলিম্পিক্স শেষে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামা ভিনেশকে বরণ করা হয় জমকালো রোড শো’য়ে ৷ দিল্লি বিমানবন্দরে কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডাও ভিনেশকে স্বাগত জানাতে এসেছিলেন ৷ কয়েকশো লোক শোভাযাত্রা করে তাঁকে বাড়ি নিয়ে যায় ৷

ভিনেশ বনাম ববিতা, বজরং বনাম যোগেশ্বর...

2019 সালে বিজেপি’তে যোগ দেন ববিতা ফোগত ও তাঁর বাবা মহাবীর ফোগত ৷ বর্তমানে ববিতা পুরোদস্তুর রাজনীতিবিদ ৷ 2019 সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে দাদরী থেকে দাঁড়িয়েছিলেন ববিতা ৷ 20 শতাংশেরও কম ভোট পেয়েছিলেন ৷ হারতে হয়েছিল নির্দল প্রার্থী সোমবীর সাঙ্গওয়ানের কাছে ৷

Babita Phogat News
বর্তমানে ববিতা পুরোদস্তুর রাজনীতিবিদ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এবার বিজেপি প্রার্থী ববিতার বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন ভিনেশ ৷ অন্যদিকে, আরেক কুস্তিগীর যোগেশ্বর দত্তের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন বজরং পুনিয়া ৷ 2019 সালে বরোদা থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন যোগেশ্বর ৷ যদিও কংগ্রেসের শ্রীকৃষাণ হুডার কাছে হেরে যান ৷ তিনি বর্তমানে পুরোদস্তুর রাজনীতিবিদ ৷

2012 লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ্বর ৷ 2020 টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন বজরং ৷ এবার রাজনীতির ময়দানে দুই অলিম্পিক পদকজয়ী সম্মুখসমরে নামেন কি না, তা অবশ্য সময় বলবে ৷ প্রসঙ্গত, 1 অক্টোবর হরিয়ানাতে ভোটগ্রহণ ৷ ফলপ্রকাশ 6 অক্টোবর ৷ রাজ্য বিধানসভা কেন্দ্রের সংখ্যা 90 ৷ 27 অগস্ট চূড়ান্ত ইলেক্টোরাল রোল প্রকাশিত হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.