নয়াদিল্লি, 17 অগস্ট: দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন এশিয়াড, কমনওয়েলথে সোনাজয়ী ফোগত ৷ 140 কোটি দেশবাসী চলতি অলিম্পিক্সে প্রথম সোনার প্রত্যাশা করেছিল তাঁরই কুস্তির প্যাঁচে ৷ যদিও মেডেল গলায় ঝোলানো হয়নি ৷ ওজন বেশি হওয়ায় তাঁকে ‘অযোগ্য’ ঘোষণা করেছে অলিম্পিক্স কমিটি ৷
শুক্রবার কৃতজ্ঞতাস্বরূপ 3-পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করেন ভিনেশ ৷ ওই বিবৃতিতে নেই কাকা মহাবীর ফোগতের নাম ৷ তা নিয়েই এবার ভিনেশকে বিঁধলেন তাঁর ভগ্নিপতি পবন কুমার সারোহা ৷ পবন ভিনেশের বোন গীতা ফোগতের স্বামী, নিজেও একজন কুস্তিগীর ৷ এই বিবৃতিতে তিনি অসন্তুষ্ট ৷ মনে করেন যে ভিনেশ তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করতে ভুলে গিয়েছেন । পবন সারোহা ভিনেশকে তাঁর রেসলিং কেরিয়ারে কাকা মহাবীর ফোগতের অবদানের কথাও মনে করিয়ে দিয়েছেন ৷
विनेश आपने बहुत ही बढ़िया लिखा है लेकिन शायद आज आप अपने ताऊ जी महावीर फोगाट को भूल गए हैं। जिन्होनें आपकी कुश्ती जीवन को शुरू किया था भगवान आपको शुद्ध बुद्धि दे ❤️🙏 https://t.co/BtQai2lcEp
— Pawan Saroha (@pawankumar86kg) August 16, 2024
একটি এক্স পোস্টে পবন লিখেছেন, ‘‘বিনেশ, তুমি খুব ভালো লিখেছ ৷ কিন্তু আজ হয়তো তোমার কাকা মহাবীর ফোগতকে ভুলে গিয়েছ । যিনি তোমার কেরিয়ার শুরু করেছিলেন । ভগবান তোমাকে শুভবুদ্ধি দিক ।’’
প্রসঙ্গত, ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন জানিয়েছিলেন ভিনেশ ফোগত ও তাঁর টিম ৷ ভিনেশ ফোগতের আর্জি খারিজ করে দিয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ শুক্রবার তা নিয়ে 3-পৃষ্ঠার বিবৃতি প্রকাশ করেন ভিনেশ ৷ যেখানে তাঁর জীবন এবং কুস্তিতে শীর্ষে পৌঁছনোর কথা স্মরণ করেছেন । প্যারিসে তাঁর উপর ভরসা রাখার জন্য সমর্থক, তাঁর সাপোর্ট স্টাফ এবং কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 29 বছর বয়সি মনে করেন তিনি 2032 পর্যন্ত খেলতে পারবেন ৷ 2026 এবং 2032 অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করার ইঙ্গিতও দিয়েছেন।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 16, 2024
মহাবীর ফোগত কে ?
অল্প বয়সে বাবা মারা যাওয়ার পর কাকা মহাবীর ভিনেশের যত্ন নেন, তাঁকে কুস্তি শেখান ৷ মহাবীর ফোগতের কাছেই ভিনেশের কুস্তিতে হাতেখড়ি ৷ দুই খুড়তুতো বোন গীতা এবং ববিতা ফোগতের সঙ্গে দেশের শীর্ষ মহিলা কুস্তিগীরদের একজন হয়ে ওঠেন । মহাবীর ভিনেশের রেসলিং কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ এখনও পর্যন্ত 3টি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি । এছাড়াও কমনওয়েলথ গেমসে 3টি সোনা ছাড়াও এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপেও পোডিয়ামের শীর্ষে পৌঁছেছেন ।