ETV Bharat / sports

রাজনীতির আখড়ায় ভিনেশ, রেলের চাকরি ছেড়ে বজরংয়ের সঙ্গে যোগদান কংগ্রেসে - VINESH AND BAJRANG JOIN CONGRESS - VINESH AND BAJRANG JOIN CONGRESS

VINESH PHOGAT JOINS CONGRESS: এবার নির্বাচনে লড়বেন ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়া ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে নয়াদিল্লিতে শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন দুই তারকা পালোয়ান ৷ দেখা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ৷

VINESH PHOGAT JOINS CONGRESS
খাড়গের সঙ্গে বজরং ও ভিনেশ (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 6, 2024, 3:21 PM IST

Updated : Sep 6, 2024, 3:27 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: বুধবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাতের পরই স্পষ্ট হয়েছিল ছবিটা ৷ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন দেশের দুই প্রথমসারির কুস্তিগীর বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগত ৷ সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাতের পরই নয়াদিল্লিতে এদিন দলের সদর দফতরে কংগ্রেসে যোগ দিলেন দুই তারকা পালোয়ান ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে দু'জনের যোগদান যে যথেষ্ট ইঙ্গিতবহ,তা আর বলার অপেক্ষা রাখে না ৷

এদিন কংগ্রেসে যোগদান আগে রেলের চাকরি ছাড়ার খবরও সোশাল মিডিয়ায় জানিয়েছেন ভিনেশ ৷ তিনি লেখেন, "ভারতীয় রেলকে পরিষেবা দেওয়া আমার জীবনের স্মরণীয় এবং গর্ব করার মতো অধ্যায় ৷ তবে এই মুহূর্তে আমি রেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই ৷ সে কারণে আমি চাকরি থেকে পদত্য়াগ করেছি ইতিমধ্যেই ৷ তবে আমি ভারতীয় রেলের প্রতি কৃতজ্ঞ আমায় দেশের হয়ে পরিষেবার সুযোগ করে দেওয়ায় ৷"

রাজধানীতে এদিন কংগ্রেসে যোগ দেওয়ার আগে দুই পালোয়ান মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন ৷ দুই কুস্তিগীরের সঙ্গে সাক্ষাতের পর সোশাল মিডিয়ায় কংগ্রেস সভাপতি লেখেন, "চক দে ইন্ডিয়া, চক দে হরিয়ানা ৷" খাড়গে আরও লেখেন, "বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করা দুই চ্যাম্পিয়নের সঙ্গে আজ 10 রাজাজী মার্গে সাক্ষাৎ পর্ব ৷ তোমাদের জন্য আমরা গর্বিত ৷"

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে 50 কেজি ক্যাটেগরিতে ফাইনালে পৌঁছেও পদক হাতছাড়া হয় ভিনেশের ৷ ফাইনালের সকালে অতিরিক্ত ওজনের কারণে তাঁকে স্বর্ণপদকের ম্যাচে লড়তে তো দেওয়া হয়ইনি, পাশাপাশি অলিম্পিক্স কমিটির তরফে জানিয়ে দেওয়া হয় কোনওরকম পদক মিলবে না ভারতীয় মহিলা কুস্তিগীরের ৷ সিএএসে আবেদন করেও কোনও লাভ হয়নি পরবর্তীতে ৷ সে যাইহোক, পদক না-জিতেও অনুরাগীদের মন জয় করে নেন ভিনেশ ৷ যিনি গতবছর কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দেশের পালোয়ানদের বিদ্রোহের মুখ ছিলেন ৷

আন্দোলনে সঙ্গী হয়েছিলেন বজরং পুনিয়াও ৷ যিনি 2020 টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ীও বটে ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে সেই আবেগকে কাজে লাগিয়েই তাঁদের দলে ভিড়িয়ে নিল কংগ্রেস ৷ এবার আসন্ন বিধানসভা নির্বাচনে দু'জনের প্রতিদ্বন্দ্বিতার অপেক্ষা ৷

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: বুধবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাতের পরই স্পষ্ট হয়েছিল ছবিটা ৷ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন দেশের দুই প্রথমসারির কুস্তিগীর বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগত ৷ সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাতের পরই নয়াদিল্লিতে এদিন দলের সদর দফতরে কংগ্রেসে যোগ দিলেন দুই তারকা পালোয়ান ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে দু'জনের যোগদান যে যথেষ্ট ইঙ্গিতবহ,তা আর বলার অপেক্ষা রাখে না ৷

এদিন কংগ্রেসে যোগদান আগে রেলের চাকরি ছাড়ার খবরও সোশাল মিডিয়ায় জানিয়েছেন ভিনেশ ৷ তিনি লেখেন, "ভারতীয় রেলকে পরিষেবা দেওয়া আমার জীবনের স্মরণীয় এবং গর্ব করার মতো অধ্যায় ৷ তবে এই মুহূর্তে আমি রেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই ৷ সে কারণে আমি চাকরি থেকে পদত্য়াগ করেছি ইতিমধ্যেই ৷ তবে আমি ভারতীয় রেলের প্রতি কৃতজ্ঞ আমায় দেশের হয়ে পরিষেবার সুযোগ করে দেওয়ায় ৷"

রাজধানীতে এদিন কংগ্রেসে যোগ দেওয়ার আগে দুই পালোয়ান মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন ৷ দুই কুস্তিগীরের সঙ্গে সাক্ষাতের পর সোশাল মিডিয়ায় কংগ্রেস সভাপতি লেখেন, "চক দে ইন্ডিয়া, চক দে হরিয়ানা ৷" খাড়গে আরও লেখেন, "বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করা দুই চ্যাম্পিয়নের সঙ্গে আজ 10 রাজাজী মার্গে সাক্ষাৎ পর্ব ৷ তোমাদের জন্য আমরা গর্বিত ৷"

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে 50 কেজি ক্যাটেগরিতে ফাইনালে পৌঁছেও পদক হাতছাড়া হয় ভিনেশের ৷ ফাইনালের সকালে অতিরিক্ত ওজনের কারণে তাঁকে স্বর্ণপদকের ম্যাচে লড়তে তো দেওয়া হয়ইনি, পাশাপাশি অলিম্পিক্স কমিটির তরফে জানিয়ে দেওয়া হয় কোনওরকম পদক মিলবে না ভারতীয় মহিলা কুস্তিগীরের ৷ সিএএসে আবেদন করেও কোনও লাভ হয়নি পরবর্তীতে ৷ সে যাইহোক, পদক না-জিতেও অনুরাগীদের মন জয় করে নেন ভিনেশ ৷ যিনি গতবছর কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দেশের পালোয়ানদের বিদ্রোহের মুখ ছিলেন ৷

আন্দোলনে সঙ্গী হয়েছিলেন বজরং পুনিয়াও ৷ যিনি 2020 টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ীও বটে ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে সেই আবেগকে কাজে লাগিয়েই তাঁদের দলে ভিড়িয়ে নিল কংগ্রেস ৷ এবার আসন্ন বিধানসভা নির্বাচনে দু'জনের প্রতিদ্বন্দ্বিতার অপেক্ষা ৷

Last Updated : Sep 6, 2024, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.