ETV Bharat / sports

সুপার ওভারেও শেষ রক্ষা হল না বাবরদের, 'ভারতীয়'র হাতে পাক বধে চমক আমেরিকার - T20 World Cup 2024

PAK vs USA: আমেরিকার কাছে নত শিকার পাকিস্তানের ৷ নির্ধারিত 20 ওভারে ম্যাচ টাই হয়। সুপার ওভারে বাজিমাত করে আমেরিকা। এই নিয়ে চলতি বিশ্বকাপের 2টি ম্যাচ গড়াল সুপার ওভারে ৷

PAK vs USA
আমেরিকার জয় (আইসিসি এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 9:40 AM IST

Updated : Jun 7, 2024, 10:50 AM IST

ডালাস (মার্কিন যুক্তরাষ্ট্র), 7 জুন: ডালাসে বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী) এ-গ্রুপের ম্যাচে টি-20 বিশ্বকাপে সম্মুখসমরে নামে পাকিস্তান ও আমেরিকা। টানটান ওই ম্যাচে 'জায়ান্ট কিলার' হয়ে উঠল আয়োজক দেশ আমেরিকা ৷ নির্ধারিত 20 ওভারে ম্যাচ টাই হওয়ায় ফলাফল নির্ধারণে সুপার ওভারে পৌঁছয় ৷ তাতে বাজিমাত করে আমেরিকা। এই নিয়ে বিশ্বকাপের টানা 2টি ম্যাচে জয় তুলে নেয় আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ৷

এদিন ডালাসে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আমেরিকা ৷ পাকিস্তান ব্যাট করতে নেমে 9 রানে আউট হন রিজওয়ান ৷ অধিনায়ক বাবর আজম 43 বলে 44 রান করেন ৷ 40 রান করেন সাদাব খান ও 16 বলে 23 রান করে সাজঘরমুখী হন শাহিন আফ্রিদি ৷ বাকি কোনও ব্যাটার 18 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ এদিকে মার্কিন বোলারদের নস্তুশ কেনজিগে 3টি উইকেট নেন ৷ 2টি উইকেট নেন সৌরভ নেত্রভালকর ৷ একটি করে উইকেট নেন আলি খান ও জাসদীপ সিং ৷ নির্ধারিত ওভারে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 159 রান তোলে ৷

রান তাড়া করতে নেমে মার্কিন ব্যাটারদের ব্যাট জ্বলে উঠতে থাকে ৷ স্টিভেন টেলর ওপেনিংয়ে মাত্র 12 রান করে ফেরেন ৷ পরবর্তী তিন ব্যাটারের ব্যাটে বড় রান আসে ৷ অধিনায়ক মনাঙ্ক প্যাটেল 38 বলে অর্ধশতরান করেন ৷ 7টি চার ও 1টি ছয় হাঁকান ৷ আন্দ্রিস গোউস 35 রান করেন ৷ 36 রান করেন অ্যারন জোনস ৷ পাকিস্তান বোলার হাত ঘুরিয়ে পান মাত্র 3টি উইকেট ৷ 20 ওভারে তাঁরাও 159 রান করেন ৷ ম্যাচ গড়ায় সুপার ওভারে ৷ সুপার ওভারে আমেরিকা প্রথমে ব্যাট করে তোলে 18 রান। আমেরিকার অ্যারন জোন্স করেন 11 রান। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় 19 রান। শেষ পর্যন্ত 13 রানই তুলতে পারে বাবর বাহিনী ৷ 5 রানে হেরে যায় পাকিস্তান।

ডালাস (মার্কিন যুক্তরাষ্ট্র), 7 জুন: ডালাসে বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী) এ-গ্রুপের ম্যাচে টি-20 বিশ্বকাপে সম্মুখসমরে নামে পাকিস্তান ও আমেরিকা। টানটান ওই ম্যাচে 'জায়ান্ট কিলার' হয়ে উঠল আয়োজক দেশ আমেরিকা ৷ নির্ধারিত 20 ওভারে ম্যাচ টাই হওয়ায় ফলাফল নির্ধারণে সুপার ওভারে পৌঁছয় ৷ তাতে বাজিমাত করে আমেরিকা। এই নিয়ে বিশ্বকাপের টানা 2টি ম্যাচে জয় তুলে নেয় আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ৷

এদিন ডালাসে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আমেরিকা ৷ পাকিস্তান ব্যাট করতে নেমে 9 রানে আউট হন রিজওয়ান ৷ অধিনায়ক বাবর আজম 43 বলে 44 রান করেন ৷ 40 রান করেন সাদাব খান ও 16 বলে 23 রান করে সাজঘরমুখী হন শাহিন আফ্রিদি ৷ বাকি কোনও ব্যাটার 18 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ এদিকে মার্কিন বোলারদের নস্তুশ কেনজিগে 3টি উইকেট নেন ৷ 2টি উইকেট নেন সৌরভ নেত্রভালকর ৷ একটি করে উইকেট নেন আলি খান ও জাসদীপ সিং ৷ নির্ধারিত ওভারে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 159 রান তোলে ৷

রান তাড়া করতে নেমে মার্কিন ব্যাটারদের ব্যাট জ্বলে উঠতে থাকে ৷ স্টিভেন টেলর ওপেনিংয়ে মাত্র 12 রান করে ফেরেন ৷ পরবর্তী তিন ব্যাটারের ব্যাটে বড় রান আসে ৷ অধিনায়ক মনাঙ্ক প্যাটেল 38 বলে অর্ধশতরান করেন ৷ 7টি চার ও 1টি ছয় হাঁকান ৷ আন্দ্রিস গোউস 35 রান করেন ৷ 36 রান করেন অ্যারন জোনস ৷ পাকিস্তান বোলার হাত ঘুরিয়ে পান মাত্র 3টি উইকেট ৷ 20 ওভারে তাঁরাও 159 রান করেন ৷ ম্যাচ গড়ায় সুপার ওভারে ৷ সুপার ওভারে আমেরিকা প্রথমে ব্যাট করে তোলে 18 রান। আমেরিকার অ্যারন জোন্স করেন 11 রান। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় 19 রান। শেষ পর্যন্ত 13 রানই তুলতে পারে বাবর বাহিনী ৷ 5 রানে হেরে যায় পাকিস্তান।

Last Updated : Jun 7, 2024, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.