কলকাতা, 20 জুলাই: টানা দু'ম্যাচ জয়ের পর আবারও পদস্খলন। শনিবার কলকাতা লিগে দ্বিতীয় হারের স্বাদ পেল মহামেডান স্পোর্টিং। এদিন ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের কাছে 1-3 গোলে পরাজিত সাদা-কালো ব্রিগেড। পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল সুজল মুণ্ডার। একটি গোল রোহিমিংথাঙ্গার। মহমেডান স্পোর্টিংয়ের হয়ে একমাত্র গোল মহিতোষ রায়ের। এই জয়ের ফলে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ এ-তে সবার উপরে ইউনাইটেড স্পোর্টস।
প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই হলেও নিয়ন্ত্রণ সামান্য হলেও বেশি ছিল ইউনাইটেড স্পোর্টসের। পরিকল্পনামাফিক ফুটবল খেলে তারা মহমেডান স্পোর্টিংয়ের তন্ময় ঘোষ, সজল বাগ, অ্যাডিসন, রবিনসন, ইসরাফিলদের ডানা মেলতে দেয়নি। সেই কাজে দারুণ ভূমিকা পালন করেন ইউনাইটেড স্পোর্টসের চার ডিফেন্ডার এবং দুর্গের শেষ প্রহরী রৌণক। দলের প্রথম গোলরক্ষক হলুদ কার্ড দেখে বাইরে থাকায় সুযোগ পেয়েছিলেন রৌণক। আস্থার মর্যাদা রাখলেন বেশ কয়েকটি ভালো সেভ করে। ডাবল মার্কিংয়ে বারবার বল কেড়ে দ্রুত প্রতি-আক্রমণে সাদা-কালো রক্ষণকে অস্বস্তিতে ফেলছিল ইউনাইটেড স্পোর্টস।
এমনই পরিকল্পনার ফসল তাদের প্রথম গোল। ডান দিক থেকে তারক হেমব্রমের ফ্রি-কিকে বিনা বাধায় হেডে গোল করেন রোহিমিংথিঙ্গা। ইউনাইটেড অধিনায়ক তারক হেমব্রমও এদিন দুরন্ত ফুটবল খেললেন। তিনটি গোলের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তিনি। তবে ম্যাচের নায়ক পরিবর্ত হিসেবে মাঠে নামা সজল মুণ্ডা। 81 মিনিট এবং সংযুক্তি সময়ে জোড়া গোল করে নায়ক হলেন তিনি ৷ 90 মিনিটে মহিতোষ গোল করে 'ব্ল্যাক প্যান্থার'দের খেলায় ফেরালেও সমতায় ফিরতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷
একবছর আগে যে শাণিত আক্রমণ মহমেডানের খেলায় দেখা যেত, তা চলতি লিগে দেখা যাচ্ছে না। অথচ শুরুটা দারুণভাবে করেছিল তারা। যে গুটিকয়েক সমর্থক গ্যালারিতে এদিন উপস্থিত ছিলেন তারা জলের বোতল ছুঁড়ে ক্ষোভ দেখালেন। কর্তারা হয়তো কোচ বদল করে দলের হাল ফেরানোর চেষ্টা করবেন। কিন্তু গতবছরের ঝলমলে মহমেডান স্পোর্টিং এবছর এখনও পর্যন্ত কলকাতা লিগে অদৃশ্য।