ETV Bharat / sports

টানা দ্বিতীয়বার ফাইনালের হাতছানি ব্রিটিশদের, সেমিতে সম্ভবত অপরিবর্তিত ডাচ একাদশ - EURO CUP 2024 - EURO CUP 2024

Euro 2024 Semifinal: বৃহস্পতিবার রাতে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ৷ যে ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে গ্যারেথ সাউদগেটের দল ৷ অন্যদিকে, জায়ান্ট কিলার হতে পারে রোনাল্ড কোম্যান ব্রিগেড ৷

ETV BHARAT
টানা দ্বিতীয়বার ফাইনালের হাতছানি হ্যারি কেনদের ৷ (ছবি- নেদারল্যান্ডস ও ইংল্যান্ড ফুটবল এক্স)
author img

By PTI

Published : Jul 10, 2024, 6:57 PM IST

ডর্টমুন্ড, 10 জুলাই: কোয়ার্টার ফাইনালে সাইডলাইনে কোচ গ্যারেথ সাউদগেটের সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ৷ তবে, বুধবার রাতের সেমিফাইনাল ম্যাচে ডাচদের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত তিনি ৷ সঙ্গে আরও একবার ইংল্যান্ডকে ইউরোর ফাইনালে তোলার চ্যালেঞ্জ ইংরেজ অধিনায়কের কাঁধে ৷ গতবার ইংল্যান্ডকে ফাইনালে তুললেও ইতালির ডিফেন্সে আটকে গিয়েছিল ব্রিটিশরা ৷ ফের একবার ফাইনালে খেলার সুযোগ থ্রি-লায়ন্সের সামনে ৷

অন্যদিকে, ইংল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবারের ইউরো কাপের নকআউট পর্বে অপ্রতিরোধ্য ৷ গ্রুপ পর্যায়ে তিন নম্বরে শেষ করে কপাল জোরে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিলেন ভার্জিল ভ্যান ডাইকরা ৷ তবে, আজকের ম্যাচে সেরা হিসেবে নামছে ইংল্যান্ড ৷ বিশেষজ্ঞদের মতেও, থ্রি-লায়ন্স ব্রিগেডের জয়ের সম্ভাবনাই বেশি ৷ যদিও জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকাদের বিরুদ্ধে কৌশলে বাজিমাতের চেষ্টায় রোনাল্ড কোম্যান ব্রিগেড ৷

তবে সেমিতে নামার আগে দু'দলের একটাই মাথাব্যথা যে, কোয়ার্টার ফাইনালে তারা প্রথম গোল হজম করেছে ৷ বিশেষত ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালের আগে শেষ ষোলোর ম্যাচেও প্রথমে গোল হজম করেছিল ৷ শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের গোলে ম্যাচে ফিরেছিল ইংল্যান্ড এবং অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই গোল করে ইংল্যান্ডকে জেতান অধিনায়ক কেন ৷ তবে, আজকের সেমিফাইনালের লড়াইটা পুরোপুরি স্নায়ুর চাপের ৷ যারা বড় ম্যাচের চাপ সামলাতে পারবে, তারাই বাজিমাত করবে বলে মত বিশেষজ্ঞদের ৷

বুধে নজর থাকবে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউদগেটের স্ট্র্যাটেজিতেও ৷ বিশেষত মাঝমাঠ ও ডিফেন্সে ৷ আক্রমণে ইংল্যান্ডের কোনও সমস্যা থাকার কথা নয় ৷ বিশেষত, চাপের মুখে ইংল্যান্ড দুই প্রান্ত থেকে সমানতালে আক্রমণ করে প্রতিপক্ষকে নাজেহাল করে দিতে প্রস্তুত ৷ সেক্ষেত্রে নেদারল্যান্ডসের ডিফেন্সের কঠিন পরীক্ষা দ্বিতীয় সেমিতে ৷ পক্ষান্তরে ইংল্যান্ডের নড়বড়ে ডিফেন্সকে ডাচদের বিরুদ্ধে কেমন পারফর্ম করে, সেটাও দেখার ৷

ডর্টমুন্ড, 10 জুলাই: কোয়ার্টার ফাইনালে সাইডলাইনে কোচ গ্যারেথ সাউদগেটের সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ৷ তবে, বুধবার রাতের সেমিফাইনাল ম্যাচে ডাচদের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত তিনি ৷ সঙ্গে আরও একবার ইংল্যান্ডকে ইউরোর ফাইনালে তোলার চ্যালেঞ্জ ইংরেজ অধিনায়কের কাঁধে ৷ গতবার ইংল্যান্ডকে ফাইনালে তুললেও ইতালির ডিফেন্সে আটকে গিয়েছিল ব্রিটিশরা ৷ ফের একবার ফাইনালে খেলার সুযোগ থ্রি-লায়ন্সের সামনে ৷

অন্যদিকে, ইংল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবারের ইউরো কাপের নকআউট পর্বে অপ্রতিরোধ্য ৷ গ্রুপ পর্যায়ে তিন নম্বরে শেষ করে কপাল জোরে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিলেন ভার্জিল ভ্যান ডাইকরা ৷ তবে, আজকের ম্যাচে সেরা হিসেবে নামছে ইংল্যান্ড ৷ বিশেষজ্ঞদের মতেও, থ্রি-লায়ন্স ব্রিগেডের জয়ের সম্ভাবনাই বেশি ৷ যদিও জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকাদের বিরুদ্ধে কৌশলে বাজিমাতের চেষ্টায় রোনাল্ড কোম্যান ব্রিগেড ৷

তবে সেমিতে নামার আগে দু'দলের একটাই মাথাব্যথা যে, কোয়ার্টার ফাইনালে তারা প্রথম গোল হজম করেছে ৷ বিশেষত ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালের আগে শেষ ষোলোর ম্যাচেও প্রথমে গোল হজম করেছিল ৷ শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের গোলে ম্যাচে ফিরেছিল ইংল্যান্ড এবং অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই গোল করে ইংল্যান্ডকে জেতান অধিনায়ক কেন ৷ তবে, আজকের সেমিফাইনালের লড়াইটা পুরোপুরি স্নায়ুর চাপের ৷ যারা বড় ম্যাচের চাপ সামলাতে পারবে, তারাই বাজিমাত করবে বলে মত বিশেষজ্ঞদের ৷

বুধে নজর থাকবে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউদগেটের স্ট্র্যাটেজিতেও ৷ বিশেষত মাঝমাঠ ও ডিফেন্সে ৷ আক্রমণে ইংল্যান্ডের কোনও সমস্যা থাকার কথা নয় ৷ বিশেষত, চাপের মুখে ইংল্যান্ড দুই প্রান্ত থেকে সমানতালে আক্রমণ করে প্রতিপক্ষকে নাজেহাল করে দিতে প্রস্তুত ৷ সেক্ষেত্রে নেদারল্যান্ডসের ডিফেন্সের কঠিন পরীক্ষা দ্বিতীয় সেমিতে ৷ পক্ষান্তরে ইংল্যান্ডের নড়বড়ে ডিফেন্সকে ডাচদের বিরুদ্ধে কেমন পারফর্ম করে, সেটাও দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.