ETV Bharat / sports

ঋষভের প্রত্যাবর্তন মানুষের কাছে সত্যিকারের অনুপ্রেরণা, মত ওয়াটসনের - IPL 2024

IPL 2024: প্রায় 15 মাস মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্ত ৷ ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন তিনি ৷ ঋষভের ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন শেন ওয়াটসনের কাছে অনুপ্রেরণা জোগানোর জন্য যথেষ্ঠ ৷ আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে এমনটাই জানালেন দিল্লির প্রাক্তন সহকারী কোচ ৷

Image Courtesy: Rishabh Pant X
Image Courtesy: Rishabh Pant X
author img

By PTI

Published : Apr 1, 2024, 10:30 PM IST

নয়াদিল্লি, 1 এপ্রিল: 2022 সালের 30 ডিসেম্বর, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রায় মৃত্যুমুখে পৌঁছে গিয়েছিলেন ঋষভ পন্ত ৷ ব্যাক-টু 31 মার্চ 2024, বিশাখাপত্তনমের মাঠে আইপিএল মঞ্চে 32 বলে 51 রানের ক্যাপ্টেনস নক ৷ আর তার মাঝে 15 মাস ঋষভের ফিরে আসার লড়াই ও তার অধ্যাবসায় যে কোনও মানুষের কাছে অনুপ্রেরণা ৷ আর তা যদি না-হয়, তাহলে সেই ব্যক্তি সত্যিকারের মানুষ হতে পারে না বলেই মত শেন ওয়াটসনের ৷

আইপিএল ধারাভাষ্য ও নিজের বই 'দ্য উইনার্স মাইন্ড সেট' প্রকাশ করতে এই মুহূর্তে ভারতে রয়েছেন প্রাক্তন অজি অলরাউন্ডার ৷ তিনি গত দু’বছর দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচও ছিলেন ৷ ফলে ঋষভকে সামনে থেকে দেখার ও জানার সুযোগ তাঁর হয়েছে ৷ সেই অভিজ্ঞতা থেকেই ওয়াটসন বলছেন, "এটা অবশ্যই অনুপ্রেরণা দেওয়ার মতো, কোনও প্রশ্ন নেই ৷ আমার মনে হয় আজ রাতে ঋষভ যেটা করেছে, সেটা করার ক্ষমতা ওর অবশ্যই আছে ৷ তবে, যে চোটের পর ও ফিরে এসে এটা করল, তা এককথায় অবিশ্বাস্য ৷"

এরপরেই ওয়াটসন বলেন, "আপনি যদি ঋষভ পন্তের থেকে অনুপ্রাণিত না হন, তাহলে আপনি সত্যিকারের মানুষ নন ৷ বিশেষভাবে ও যে পরিস্থিতি থেকে ফিরে এসে এটা করে দেখাল ৷ হ্যাঁ, অবশ্যই ওর সামান্য সময় লেগেছিল নিজেকে ধাতস্থ করতে ৷ তবে, একবার যখন সব সংশয় কাটিয়ে উঠল, তখন থেকে 'ঋষভ পন্ত শট' দেখতে পেলাম আমরা ৷ আর সেগুলি সবক’টি অসাধারণ ছিল ৷"

ওয়াটসনের কাছে ঋষভের রবিবারের ইনিংস ভীষণই স্পেশাল ছিল ৷ কারণ, টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নেমে এমন ইনিংস খেলা খুবই প্রশংসার ৷ কারণ, 15 মাস শুধু মাঠের বাইরে ছিলেন না ঋষভ ৷ এই সময়ের অধিকাংশটাই তাঁর নড়াচড়া ছিল খানিক জড় পদার্থের মতো ৷ শরীরে একাধিক অস্ত্রোপচার, লাঠির সাহায্য চলাফেরা করা, তারপর ধীরে ধীরে নিজের শরীরকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা ৷ তারও অনেকটা সময় পর ক্রিকেট মাঠে ফেরার প্রস্তুতি শুরু করা এনসিএ-তে ৷ এসবের মধ্যে পেশাদার ক্রিকেটের সঙ্গে একেবারেই যোগাযোগ ছিল না তাঁর ৷ তাই এত দ্রুত, তাও চেন্নাইয়ের মতো দলের বিরুদ্ধে 51 রানের ইনিংস শেন ওয়াটসনকে প্রভাবিত করেছে ৷

আরও পড়ুন:

  1. বিয়াল্লিশেও রেকর্ড ফিনিশার ধোনির, দিল্লির জয়েও জরিমানা গুনলেন পন্ত
  2. ঘরের মাঠে দাপুটে জয়, 7 উইকেটে হায়দরাবাদ 'বধ' গিল ব্রিগেডের
  3. জেট প্লেনের গতিই অনুপ্রেরণা লখনউয়ের নয়া স্পিডস্টার ময়াঙ্কের

নয়াদিল্লি, 1 এপ্রিল: 2022 সালের 30 ডিসেম্বর, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রায় মৃত্যুমুখে পৌঁছে গিয়েছিলেন ঋষভ পন্ত ৷ ব্যাক-টু 31 মার্চ 2024, বিশাখাপত্তনমের মাঠে আইপিএল মঞ্চে 32 বলে 51 রানের ক্যাপ্টেনস নক ৷ আর তার মাঝে 15 মাস ঋষভের ফিরে আসার লড়াই ও তার অধ্যাবসায় যে কোনও মানুষের কাছে অনুপ্রেরণা ৷ আর তা যদি না-হয়, তাহলে সেই ব্যক্তি সত্যিকারের মানুষ হতে পারে না বলেই মত শেন ওয়াটসনের ৷

আইপিএল ধারাভাষ্য ও নিজের বই 'দ্য উইনার্স মাইন্ড সেট' প্রকাশ করতে এই মুহূর্তে ভারতে রয়েছেন প্রাক্তন অজি অলরাউন্ডার ৷ তিনি গত দু’বছর দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচও ছিলেন ৷ ফলে ঋষভকে সামনে থেকে দেখার ও জানার সুযোগ তাঁর হয়েছে ৷ সেই অভিজ্ঞতা থেকেই ওয়াটসন বলছেন, "এটা অবশ্যই অনুপ্রেরণা দেওয়ার মতো, কোনও প্রশ্ন নেই ৷ আমার মনে হয় আজ রাতে ঋষভ যেটা করেছে, সেটা করার ক্ষমতা ওর অবশ্যই আছে ৷ তবে, যে চোটের পর ও ফিরে এসে এটা করল, তা এককথায় অবিশ্বাস্য ৷"

এরপরেই ওয়াটসন বলেন, "আপনি যদি ঋষভ পন্তের থেকে অনুপ্রাণিত না হন, তাহলে আপনি সত্যিকারের মানুষ নন ৷ বিশেষভাবে ও যে পরিস্থিতি থেকে ফিরে এসে এটা করে দেখাল ৷ হ্যাঁ, অবশ্যই ওর সামান্য সময় লেগেছিল নিজেকে ধাতস্থ করতে ৷ তবে, একবার যখন সব সংশয় কাটিয়ে উঠল, তখন থেকে 'ঋষভ পন্ত শট' দেখতে পেলাম আমরা ৷ আর সেগুলি সবক’টি অসাধারণ ছিল ৷"

ওয়াটসনের কাছে ঋষভের রবিবারের ইনিংস ভীষণই স্পেশাল ছিল ৷ কারণ, টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নেমে এমন ইনিংস খেলা খুবই প্রশংসার ৷ কারণ, 15 মাস শুধু মাঠের বাইরে ছিলেন না ঋষভ ৷ এই সময়ের অধিকাংশটাই তাঁর নড়াচড়া ছিল খানিক জড় পদার্থের মতো ৷ শরীরে একাধিক অস্ত্রোপচার, লাঠির সাহায্য চলাফেরা করা, তারপর ধীরে ধীরে নিজের শরীরকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা ৷ তারও অনেকটা সময় পর ক্রিকেট মাঠে ফেরার প্রস্তুতি শুরু করা এনসিএ-তে ৷ এসবের মধ্যে পেশাদার ক্রিকেটের সঙ্গে একেবারেই যোগাযোগ ছিল না তাঁর ৷ তাই এত দ্রুত, তাও চেন্নাইয়ের মতো দলের বিরুদ্ধে 51 রানের ইনিংস শেন ওয়াটসনকে প্রভাবিত করেছে ৷

আরও পড়ুন:

  1. বিয়াল্লিশেও রেকর্ড ফিনিশার ধোনির, দিল্লির জয়েও জরিমানা গুনলেন পন্ত
  2. ঘরের মাঠে দাপুটে জয়, 7 উইকেটে হায়দরাবাদ 'বধ' গিল ব্রিগেডের
  3. জেট প্লেনের গতিই অনুপ্রেরণা লখনউয়ের নয়া স্পিডস্টার ময়াঙ্কের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.